Jahurul Islam Tech

Jahurul Islam Tech Personal

পল্লীগীতির সম্রাজ্ঞী নীনা হামিদনীনা হামিদ এক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু মোহাম্মদ আবদুল্লাহ খান ছিলেন এ...
26/06/2025

পল্লীগীতির সম্রাজ্ঞী নীনা হামিদ
নীনা হামিদ এক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু মোহাম্মদ আবদুল্লাহ খান ছিলেন একজন পুলিশ অফিসার এবং মাতা সফরুন নেছা। ভাইবোনের মধ্যে নীনা সবার ছোট। তার বড় ভাই মোজাম্মেল হোসেন, এবং বড় দুই বোন রাহিজা খানম ঝুনু ও রাশিদা চৌধুরী রুনু। নীনাদের পৈতৃক বাড়ি মানিকগঞ্জ জেলার নওদা গ্রামে। কিন্তু সেখানে তাদের যাতায়াত ছিল না। তার বাবা পুলিশ অফিসার হলেও সংস্কৃতিমনা ছিলেন এবং চেয়েছিলেন ছেলেমেয়েরা সংস্কৃতি চর্চা করুক।
নীনার সঙ্গীতে হাতেখড়ি হয় নিখিল দেবের কাছে। তখন প্রতিবছর তার স্কুলে প্রধান শিক্ষিক বাসন্তী গুহ গানের প্রতিযোগিতায় তার নাম লেখাতেন এবং তার নাম দেন "কোকিল"। তার বড় বোন আফসারী খানম সুরকার আবদুল আহাদের কাছে গানের তালিম নিতেন। আহাদ একদিন নীনার কণ্ঠ শুনে মুগ্ধ হন এবং তাকে উচ্চাঙ্গসঙ্গীতের তালিম দেন। পরে ১৯৫৬ সালে নীনা ধ্রুপদী সঙ্গীতে তালিম নিতে বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। একই সাথে তার বড় ভাই মোজাম্মেল হোসেন সেতার, বড় বোন ঝুনু নৃত্য এবং রুনু রবীন্দ্র সঙ্গীত বিভাগে ভর্তি হন। সেখানে নীনা গান শিখেন ওস্তাদ বারীণ মজুমদার ও বিমল দাসের কাছে।

একদিন মানিকগঞ্জের গীতিকার ও সুরকার ওসমান খান তাদের বাড়িতে আসেন তার মেঝো বোন রুনুকে দিয়ে এইচএমভি কোম্পানির একটা গান করানোর জন্য। রুনু রবীন্দ্র সঙ্গীত গাইতেন। তিনি তার প্রস্তাবে না করলে নীনা এই সুযোগটা গ্রহণ করেন এবং ঐ গানটি গাওয়ার আবদার করেন। ওসমান খান রাজি হলেন এবং তাকে দিয়ে সেই গানের রেকর্ডিং করালেন। সেই গানের দোতারায় ছিলেন কানাইলাল শীল, বাঁশিতে ধীর আলী মিয়া, তবলায় বজলুল করিম, একতারায় যাদব আলী। "কোকিল আর ডাকিস না" শিরোনামের রেকর্ডটি বের হলে গানটির প্রচুর কাটতি হয়। এর পর রেকর্ড করা হয় "রূপবান পালা"। এই পালার সুরকার ছিলেন খান আতাউর রহমান। এই পালার "ও দাইমা কিসের বাদ্য বাজে গো", "শোন তাজেল গো", "সাগর কূলের নাইয়া" গানগুলো জনপ্রিয় হল। সেখান থেকে নির্মাণ করা হয় রূপবান (১৯৬৪) চলচ্চিত্র। ছবিটি ব্যাপক সারা ফেলে। নীনা হামিদের উল্লেখযোগ্য গানগুলোর হল–
"আমার সোনার ময়না পাখি",
"ওহ কি গাড়িয়াল ভাই",
"আগে জানিনারে দয়াল",
"আইলাম আর গেলাম",
"আমার বন্ধু বিনোদিয়া",
"আমার গলার হার",
"আমায় কি যাদু করলি রে",
"এমন সুখ বসন্ত কালে",
"যারে যা চিঠি লিইখা দিলাম",
"যোগী ভিক্ষা লয় না",
"ওরে ও কুটুম পাখি",
"উজান গাঙের নাইয়া"।
'আমার মন পাগল হইল রে"'
"উইড়া যাও রে ময়না পাখি"
"সখি জানলে"
"তোর পিড়িতে ঘুন ধরাইল"।
(তথ্য: উইকিপিডিয়া)

26/06/2025

সময়টা ২০১৮। বয়ড়া স্কুল। সরিষাবাড়ী। বাচ্চাদের পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন স্কুলের বাইরে অভিভাবকদের অবসর কাটছে গাছের পাকা কাঁঠাল ভেঙ্গে খেয়ে। মধুর এই স্মৃতি কার কার মনে আছে?

কর্ণফুলী নদীতে জোয়ারের পানি বৃদ্ধি। চন্দ্রঘোনা ফরীঘাটের পল্টুন ডুবে গেছে। ফেরীর উপরে গাড়ি আটকা।
19/06/2025

কর্ণফুলী নদীতে জোয়ারের পানি বৃদ্ধি। চন্দ্রঘোনা ফরীঘাটের পল্টুন ডুবে গেছে। ফেরীর উপরে গাড়ি আটকা।

নতুন আশার আলো....
17/06/2025

নতুন আশার আলো....

31/05/2025
31/05/2025

বিড়ালের ঝগড়া দেখলাম। দুইটা বিড়ালের মুখ এত কাছাকাছি যে, এক ইঞ্চিরও কম দূরত্ব, তবু কেউ কাউকে আক্রমন করছে না। ওদের ভাব দেখে যা বুঝলাম তাতে মনে হলো একজন আরেকজনকে বলছে, সাহস থাকলে আগে মেরে দেখ না। ঠিক তাই, কেউ কাউকে আগে আক্রমন করছে না। কুকুরটা মনে হয় এদের ঝগড়ার মিমাংসা করতে এসেছে। কিন্তু শেষ পর্যন্ত শক্তিশালী বিড়ালটার পরিচয় ঠিকই পাওয়া গেল।

30/05/2025

প্রকৃতির কী অপরূপ দৃশ্য

30/05/2025

গতকাল চন্দ্রঘোনা ফেরীঘাটের অবস্থা

মরমী  শিল্পী আব্দুল আলীম (১৯৩১-১৯৭৪) এর বিখ্যাত কিছু গান:কালজয়ী এ সব গান আমরা অনেকেই কমবেশি শুনেছি। কিন্তু গীতিকার ও সুর...
29/05/2025

মরমী শিল্পী আব্দুল আলীম (১৯৩১-১৯৭৪) এর বিখ্যাত কিছু গান:
কালজয়ী এ সব গান আমরা অনেকেই কমবেশি শুনেছি। কিন্তু গীতিকার ও সুরকারের নাম অনেকেই জানি না। আসুন জেনে নেয়া যাক কোন গানের গীতিকার ও সুরকার কে।
• আমার দেশের মতন এমন- কথা ও সুর: আব্দুল লতিফ
• মেঘনার কূলে ঘর বান্ধিলাম- কথা ও সুর: আব্দুল লতিফ
• আর কতকাল ভাসবো আমি- কথা ও সুর: আব্দুল লতিফ
• সর্বনাশা পদ্মা নদী- কথা ও সুর: আব্দুল লতিফ
• আমার প্রাণের প্রাণ পাখি- কথা ও সুর: কানাইলাল শীল
• কে যাও ভাটির দেশের নাইয়া- কথা ও সুর: কানাইলাল শীল
• শোনো গো রূপসী কন্যা গো- কথা ও সুর: কানাইলাল শীল
• দোল দোল দোলনি- কথা ও সুর: আব্দুল লতিফ
• প্রেমের মরা জলে ডোবে না- কথা ও সুর: কামাল পাশা
• চিরদিন পুষলাম এক অচিন পাখি- কথা ও সুর: ফকির লালন শাহ
• ও যার আপন খবর- কথা ও সুর: ফকির লালন শাহ
• এই যে দুনিয়া কিসেরও লাগিয়া- কথা ও সুর: মমতাজ আলী খান
• বহুদিনের পিরিত গো বন্ধু- কথা ও সুর: কানাইলাল শীল
• অসময় বাঁশি বাজায় কে রে- কথা ও সুর: কানাইলাল শীল
• মন ভোমরা মজলি না তুই- কথা ও সুর: সিরাজুল ইসলাম
• আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু- কথা ও সুর: সিরাজুল ইসলাম
• নবী মোর পরশ মনি- কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
• দুয়ারে আইসাছে পালকি- কথা ও সুর: আব্দুল লতিফ
• পরের জায়গা পরের জমি- কথা ও সুর: আব্দুল লতিফ
• মনে বড় আশা ছিল যাব মদিনায়- কথা ও সুর: আব্দুল লতিফ
• দয়া করে এসো দয়াল- কথা ও সুর: কালা শাহ ফকির
• এই সুন্দর ফুল এই সুন্দর ফল- কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
• একূল ভাঙ্গে ওকুল গড়ে- কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
• লা ইলাহা ইল্লাল্লাহ দিলে- কথা ও সুর: আব্দুল লতিফ
• মাঝি বাইয়া যাও রে- কথা ও সুর: জসীম উদ্দীন
• নিরিখ বান্ধরে দুই নয়নে- কথা ও সুর: জসীম উদ্দীন
• নোঙ্গর ছাড়িয়া নায়ের দেরে দে মাঝি ভাই- কথা ও সুর: আব্দুল লতিফ
• রুপালী নদীরে রূপ দেইখা তোর- কথা: আনিসুল হক চৌধুরী, সুর: সত্য সাহা
• সে পারে তোর বসত- কথা ও সুর: জালাল উদ্দিন খাঁ
• স্বরূপ তুই বিনে- কথা ও সুর: জসীম উদ্দীন
• থাকবো না আর এই আবেশে- কথা ও সুর: সিরাজুল ইসলাম ভুইয়া
• থাকতে পার ঘাটাতে তুমি পারে নাইয়া- কথা ও সুর: শ্রীকান্ত ক্ষ্যাপা
• তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি- কথা ও সুর: আব্দুল লতিফ
• উজান গাঙ্গের নাইয়া- কথা ও সুর: জসীম উদ্দীন।

জহুরুল ইসলাম

ভক্ত হওয়া ভালো। তবে অন্ধ ভক্ত হওয়া ভালো না। কারণ অন্ধ বিশ্বাস করে না দেখে।
25/05/2025

ভক্ত হওয়া ভালো। তবে অন্ধ ভক্ত হওয়া ভালো না। কারণ অন্ধ বিশ্বাস করে না দেখে।

Address

Sarishabari

Telephone

+8801727803016

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahurul Islam Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahurul Islam Tech:

Share