Soyad & Ayat Brothers

Soyad & Ayat Brothers ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে চাই
(8)

হার মানলে শেষ, চেষ্টা করলে শুরু…সফলতা হলো ধৈর্য আর পরিশ্রমের পূর্ণ রূপ।
06/08/2025

হার মানলে শেষ, চেষ্টা করলে শুরু…
সফলতা হলো ধৈর্য আর পরিশ্রমের পূর্ণ রূপ।

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা…ছবির লোকেশন: ঝালোপাড়া ঘাট, সরিষাবাড়ী, জামালপুর।
27/07/2025

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা…
ছবির লোকেশন: ঝালোপাড়া ঘাট, সরিষাবাড়ী, জামালপুর।

কোন এলাকায় কি নামে পরিচিত?সবাইকে "শুভ রাত্রি"
05/07/2025

কোন এলাকায় কি নামে পরিচিত?
সবাইকে "শুভ রাত্রি"

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা!
30/06/2025

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা!

"স্বপ্নের ঠোঙা"গাজীপুর সাফারি পার্কের গেটের ঠিক বাঁ পাশে এক পুরনো ছাউনি আছে, যেটার নিচে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্...
29/06/2025

"স্বপ্নের ঠোঙা"

গাজীপুর সাফারি পার্কের গেটের ঠিক বাঁ পাশে এক পুরনো ছাউনি আছে, যেটার নিচে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন এক বাদাম বিক্রেতা। তার বয়স ৫০ পেরিয়ে গেছে অনেক আগেই কিন্তু তাঁর কণ্ঠে একরাশ দৃঢ়তা আর চোখে স্বপ্নের দীপ্তি।

সকালবেলা গেট খুলবার আগেই তিনি চুলায় আগুন দেন। কাঠকয়লার হালকা ধোঁয়ার সঙ্গে বাদামের ঘ্রাণ মিশে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়।

এই বাদামই তাঁর জীবন।
এই বাদামেই চলে তাঁর সংসার, এই বাদামের হাঁড়িতেই গলেছে তাঁর আত্মত্যাগ।

তিন ছেলে ছিল হানিফ কাকার, কিন্তু কেউই পাশে থাকেনি। শুধু একমাত্র মেয়ে মরিয়ম—মাটি ছোঁয়া স্বপ্ন নিয়ে বড় হয়েছে। ছোটবেলা থেকে সে পড়তে ভালোবাসত, স্কুলের পরীক্ষায় সবসময় প্রথম হতো। কিন্তু অভাব ছিল প্রতিটা দিনে, প্রতিটা ভাতে, প্রতিটা রাতে।

হানিফ কাকা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে চুলায় আগুন ধরাতেন, বাদাম ভাজতেন, আর নিজের খাওয়া ভুলে মরিয়মের খাতা কিনে আনতেন।
যখন বাড়ির চাল ঝরতে শুরু করত, তখনো কাকা বলতেন, “চাল পরে ঠিক করবো, আগে মেয়েটার লেখাপড়া হোক।”

অনেক কষ্টে, অনেক অনাহারে, অনেক অপমানের ভিতর দিয়ে মরিয়ম কলেজে উঠল। লোকজন বলত, "এই বয়সেও হানিফ কাকা বাদাম বিক্রি করেন! মেয়েকে কাজ শেখান, লেখাপড়া দিয়ে কী হবে?"

কিন্তু কাকা কোনোদিন কথায় পাত্তা দেননি।
তিনি শুধু মেয়েকে বলতেন,
“তুই একদিন এমন জায়গায় দাঁড়াবি, যেখান থেকে আমাকে আর কেউ 'বাদামওয়ালা' বলে হেয় করতে পারবে না।”

সেই স্বপ্নের কথা মনে রেখেই মরিয়ম পড়াশোনা চালিয়ে গেছে। তার চোখে ছিল বাবার কুয়াশাঘেরা সকাল, কাঠকয়লার আগুন, আর গরম বাদামের ঠোঙার ঘ্রাণ।

বছর ঘুরে গেল।

একদিন সাফারি পার্কের গেটের সামনে একটি বড় গাড়ি থামে। হানিফ কাকা তখনও বাদাম ভাজছেন।

গাড়ি থেকে নামে এক স্মার্ট তরুণী, পরনে সরকারি কর্মকর্তার পোশাক, পাশে প্রটোকলের লোকজন।

লোকেরা বলে, ঐ যে দেখেন- আমাদের হানিফ কাকার মেয়ে—ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে!

মরিয়ম বাবার সামনে হাঁটু গেঁড়ে বসে বলল-
“আব্বা, এই আমি তোমার সেই স্বপ্নের ঠোঙা। তুমি গরম বাদাম বিক্রি করো বলেই আমি গরম আসনে বসতে পেরেছি।

সেদিন সাফারি পার্কের বাতাসে গরম বাদামের সঙ্গে মিশে গিয়েছিল গর্ব, ভালোবাসা আর এক স্বপ্নপূরণের গন্ধ।

শিক্ষণীয় একটি গল্পঃস্বামী ঘরে ঢুকেই দেখল স্ত্রী কাঁদছে ৷ কারণ জানতে চাইলে বলল, আমাদের বাড়ির গাছটি থেকে কয়েকটা চড়ুই আমা...
28/06/2025

শিক্ষণীয় একটি গল্পঃ
স্বামী ঘরে ঢুকেই দেখল স্ত্রী কাঁদছে ৷ কারণ জানতে চাইলে বলল, আমাদের বাড়ির গাছটি থেকে কয়েকটা চড়ুই আমাকে দেখে ফেলেছে ৷অথচ তখন আমার মুখ ঢাকা ছিল না ৷ এ কারণে আল্লাহ যদি পাকড়াও করেন, তখন যে আমার কোন উপায় থাকবে না গো স্ত্রীর সতীত্ব এবং আল্লাহভীতি দেখে খুশিতে স্বামী তার কপালে চুমু খেল এবং কাঠুরে এনে গাছটি কেটে বিক্রি করে দিল৷
সপ্তাহখানেক পর কর্মস্থল থেকে স্বামী একদিন একটু তাড়াতাড়ি বাসায় ফিরে দেখল, তার স্ত্রী আপন প্রেমিকের কোলে লেপটে পড়ে আছে ৷এতে স্বামী মর্মাহত হল কিন্তু টু শব্দটি না করে কিছু প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে সে একবারে তাঁর শহর ছেড়ে চলে গেল৷ বহু দূরের এক লোকালয়ে পৌঁছে দেখল, রাজপ্রাসাদের সামনে জনগণের ঢল নেমেছে৷

সে একজনকে জিজ্ঞেস করল, এখানে এত মানুষ কেন? জবাব এলো,সুলতানের রত্নভান্ডার চুরি হয়ে গেছে তাই৷
এর খানিক পর সে দেখল, রাস্তা দিয়ে বুযুর্গের মতন একটা লোক হেটে যাচ্ছেন ৷ তবে স্বাভাবিকভাবে নয়, পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে ৷ সে তার ব্যাপারে জিজ্ঞেস করলে জানল, তিনি এই শহরের সবচেয়ে বড় বুযুর্গ ৷পায়ের আঘাতে কোন পিপড়া মারা যেতে পারে এই ভয়ে তিনি সবসময় এভাবে হাটেন ৷খুব পরহেযগার মানুষ ৷ আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে তার আরো কিছু আমল দেখলে আপনি এরচেয়ে বেশি অবাক হবেন! একথা শুনে গৃহত্যাগী লোকটি চেচিয়ে উঠে বলল, আমি চোর চিনে ফেলেছি ৷ আমাকে সুলতানের কাছে নিয়ে চলুন ৷ সে সুলতানকে বলল, কথিত ঐ বুযুর্গই আপনার রত্নভান্ডার চুরি করেছে ৷
এরপর দীর্ঘ তদন্তের পর গৃহত্যাগীর দাবিই সত্য প্রমাণিত হল! সুলতান জানতে চাইল, তুমি কি করে বুঝলে যে,
সে-ই চোর?
গৃহত্যাগী বলল,
যখন তুচ্ছ বিষয়েও কাউকে বড় রকমের সাধুতা যাহের করতে দেখবেন, তখন বুঝবেন— তার এই সাধুতা আসলে একটা পর্দা ৷ যার আড়ালে সে অনেক বড় ধরনের কোন অপরাধ লুকিয়ে রেখেছে।

[Collectted]

বিকেল বেলায় ঘোরাফেরার ফাঁকে তোলা একটা সেলফি…লোকেশন: গাজীপুর সাফারি পার্ক।
28/06/2025

বিকেল বেলায় ঘোরাফেরার ফাঁকে তোলা একটা সেলফি…
লোকেশন: গাজীপুর সাফারি পার্ক।

নদী পাহাড় ডাকে মনের আঙিনায়,জীবনের অনেক ক্লান্তি মুছে যায় ভ্রমণের ছোঁয়ায়।
26/06/2025

নদী পাহাড় ডাকে মনের আঙিনায়,
জীবনের অনেক ক্লান্তি মুছে যায় ভ্রমণের ছোঁয়ায়।

আলহামদুলিল্লাহ!সাদা পাথর, ভোলাগঞ্জ।
24/06/2025

আলহামদুলিল্লাহ!
সাদা পাথর, ভোলাগঞ্জ।

শুধু ব্যস্ততা আর ব্যস্ততা…
23/06/2025

শুধু ব্যস্ততা আর ব্যস্ততা…

22/06/2025

ইতিহাস সাক্ষী ক্ষতি সব সময় কাছের মানুষ এবং বিশ্বস্তরাই করে থাকে 😢

কখনো কখনো নিজেকে ফ্রেশ করার জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয়…
21/06/2025

কখনো কখনো নিজেকে ফ্রেশ করার জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয়…

Address

Sarishabari
2050

Alerts

Be the first to know and let us send you an email when Soyad & Ayat Brothers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category