Qari Adnan Sarker

Qari Adnan Sarker _মোনাজাতে ঝড়ে পড়া চোখের পানি কখনো বিফলে যায়না,—হযরত মুহাম্মদ (সঃ) 🌺🌸

দাওয়াতি কাজে৷
20/06/2025

দাওয়াতি কাজে৷

18/06/2025

পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম। এই কিতাব পেয়েছেন সবাই আলহামদুলিল্লাহ বলেন

17/06/2025

নৌকা ভ্রমণে গিয়ে মোহাব্বতের আসিফ ভাইয়ার কন্ঠে অসাধারণ গজল।সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন।

15/06/2025

টাকার মধ্যে মসজিদ কে বাদ দিয়ে মন্দিরের ছবি।

14/06/2025

📖 ইসলামিক আরবি লেখা:

1. بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
Bismillāhir-Raḥmānir-Raḥīm
অর্থ: পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু।

2. ٱلْحَمْدُ لِلَّٰهِ
Alḥamdu lillāh
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

3. اللَّهُ أَكْبَرُ
Allāhu Akbar
অর্থ: আল্লাহ সর্বশক্তিমান।

4. سُبْحَانَ ٱللَّٰهِ
Subḥānallāh
অর্থ: আল্লাহ পবিত্র।

5. مَا شَاءَ ٱللَّٰهُ
Mā shāʾ Allāh
অর্থ: আল্লাহ যা চেয়েছেন, তাই হয়েছে।

6. إِنْ شَاءَ ٱللَّٰهُ
In shāʾ Allāh
অর্থ: যদি আল্লাহ চান।

7. أَسْتَغْفِرُ ٱللَّٰهَ
Astaghfirullāh
অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি।

---

✨ অন্যান্য আরবি বাক্য:

8. السلام عليكم ورحمة الله وبركاته
As-salāmu ʿalaykum wa raḥmatullāhi wa barakātuh
অর্থ: আপনার প্রতি শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।

9. وَعَلَيْكُمُ السَّلَامُ
Wa ʿalaykumu-s-salām
অর্থ: এবং আপনার প্রতিও শান্তি।

10. رَبِّ زِدْنِي عِلْمًا
Rabbi zidnī ʿilmā
অর্থ: হে আমার রব, আমাকে জ্ঞান বৃদ্ধি দাও।

12/06/2025

ঘুমানোর আগে কিছু বিশেষ আমল রয়েছে যা করলে পুরো রাত নফল ইবাদতের সাওয়াব লাভ হয়। একটি হাদীস থেকে জানা যায় এমন একটি আমলের কথা:
🌙 হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
> “যে ব্যক্তি পবিত্র অবস্থায় (অর্থাৎ ওযু করে) ঘুমায় এবং ঘুমানোর সময় ডান কাতে শুয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ৩৩ বার করে পড়ে—আল্লাহ তা'আলা তার জন্য পুরো রাত নফল ইবাদতের সওয়াব লিখে দেন।”
📚 তিরমিজি, হাদীস: ৩৪০০
📚 মুসনাদ আহমদ – কিছু বর্ণনায় ৩৩ বার বা ৩৪ বার করে এই যিকিরের উল্লেখ রয়েছে।
---✅ করার নিয়ম:
১. ওযু করে শোয়া (পবিত্র অবস্থায় ঘুমানো) ২. ডান কাতে শোয়া 3. তিনটি যিকির পড়া:
সুবহানাল্লাহ – ৩৩ বার
আলহামদুলিল্লাহ – ৩৩ বার
আল্লাহু আকবার – ৩৪ বার
> এই তিনটি যিকিরকে একত্রে তাসবিহে ফাতিমা বলা হয়। এটি ফাতিমা (রা.)-কে রাসূল (সা.) শিখিয়েছিলেন রাতে ঘুমানোর আগে পড়ার জন্য।
🌟 ফজিলত:
রাতের ঘুম ইবাদতের সওয়াবের মতো গণ্য হবে
আত্মা ও হৃদয় প্রশান্ত থাকবে
শয়তানের কুমন্ত্রণায় রক্ষা পাওয়া যায়
ঘুম সহজ হয় এবং স্বপ্ন ভালো হয়
উপসংহার:
এই আমল খুব সহজ কিন্তু ফজিলত অনেক বড়। প্রতিরাতেই এটি অভ্যাস করলে রাতটি ইবাদতপূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ।

দেওয়ানগঞ্জ টু সরিষাবাড়ি তারাকান্দি৷ নিরাপদ সফরের জন্য দুআ চাই৷
12/06/2025

দেওয়ানগঞ্জ টু সরিষাবাড়ি তারাকান্দি৷ নিরাপদ সফরের জন্য দুআ চাই৷

11/06/2025

দুনিয়ার সামান্য তাপ সহ্য করতে পারতেছি না। আর জাহান্নামের তাপ কেমনে সহ্য করব। 😭 ইয়া রব সঠিক পথে চলার তৌফিক দান করুন আমাদের৷

08/06/2025

ঘুমানোর আগের দোয়া اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا উচ্চারণ : 'আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।

07/06/2025

ঈদ মোবারক। সবাইকে

06/06/2025

পবিএ জুম্মা মোবারক ৷

Address

Vill: Adacaki, Post: Garadoba, Upazila: Sarishabari, Zila: Jamalpur
Sarishabari
2050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qari Adnan Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share