Qari Adnan Sarker

Qari Adnan Sarker _মোনাজাতে ঝড়ে পড়া চোখের পানি কখনো বিফলে যায়না,—হযরত মুহাম্মদ (সঃ) 🌺🌸

15/10/2025

The Power Of 'সূরা মূলক' ❤️‍🩹

মনে করুন, আপনি মারা গেছেন!
আপনার জানাজার নামাজ শেষ! আপনাকে কবরে রাখা হলো! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য! কিন্তু, তাঁরা আসছে না!
অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি!

একটু পরেই–
কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো! আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন - উত্তর কই!? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই! কবর আজাবেরও কোনো চান্স নাই! অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- আলহামদুলিল্লাহ! 🤎

[ তিরমিজি ২৮৯০ এর সহীহ অংশ থেকে ]

15/10/2025

জামালপুরের সানসেট পয়েন্টের যে ভিউ ছাড়লেই ফর ইউ৷ ゚viralシfypシ゚viralシalシ

14/10/2025

শুভ রাএী৷

12/10/2025

কাশ ফুল দিয়ে মুখুশ বানাইলো। দেখেন কি ঘটলো৷ ゚viralシfypシ゚viralシalシ

11/10/2025

শুভ রাএি। 💝❤️

শামীম ভাই এটা কী করলো৷ এটা আমার দৃষ্টিতে ভালো লাগলো না৷ , মূর্তির সামনে দুই হাত জোড় করে সালাম বা শ্রদ্ধা জানানো ইসলামে জ...
08/10/2025

শামীম ভাই এটা কী করলো৷ এটা আমার দৃষ্টিতে ভালো লাগলো না৷ , মূর্তির সামনে দুই হাত জোড় করে সালাম বা শ্রদ্ধা জানানো ইসলামে জায়েজ নয়।
🔹 কারণ —
ইসলামে সিজদা, রুকু বা হাত জোড় করা ইত্যাদি কাজ যদি ইবাদতের বা সম্মানের উদ্দেশ্যে মূর্তি বা মানুষের সামনে করা হয়, তবে তা শিরক বা হারাম কাজ হিসেবে গণ্য হয়।

🔹 আল্লাহ বলেন:
> “তোমরা কেবল আল্লাহকেই সেজদা করো।”
(সূরা ফুসসিলাত, আয়াত ৩৭)
🔹 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “যে ব্যক্তি কারো সামনে সেজদা করে, সে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করল।”
(মুসনাদে আহমদ)
🛑 তাই, মূর্তির সামনে হাত জোড় করা—even if it’s “শ্রদ্ধা” বা “সংস্কৃতি” হিসেবে—ইসলামে অনুমোদিত নয়।
এটা শিরক বা মূর্তি পূজার অনুকরণ, যা থেকে মুসলমানকে দূরে থাকতে বলা হয়েছে।

সবাই একটু আমিন লিখে যান৷ হে আল্লাহ আপনি সবাই কে সুস্থ রাখুন৷ (আমিন৷)
07/10/2025

সবাই একটু আমিন লিখে যান৷ হে আল্লাহ আপনি সবাই কে সুস্থ রাখুন৷ (আমিন৷)

04/10/2025

শুভ রাএী। সবাই ঘুমানোর আগে আমল করে ঘুমান৷

04/10/2025

অসাধারণ জালে মাছ। ゚viralシfypシ゚viralシalシ

শুভ সকাল। 💖
04/10/2025

শুভ সকাল। 💖

শুভ রাএী। দাওরা পাশের সার্টিফিকেট।
03/10/2025

শুভ রাএী। দাওরা পাশের সার্টিফিকেট।

গজলটি রিলিজ হয়েছে৷ শুনবেন সবাই।
03/10/2025

গজলটি রিলিজ হয়েছে৷ শুনবেন সবাই।

Address

Vill: Adacaki, Post: Garadoba, Upazila: Sarishabari, Zila: Jamalpur
Sarishabari
2050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qari Adnan Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share