08/12/2025
মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জাতির জনক এবং ইতিহাসের উপর আঘাত কে সুশীলতা দিয়ে থামানো যাবে না,
আপনার চুপ থাকা তাদের কে আরো হিংস্র হতে সাহস যুগাচ্ছে, আপনার ঝামেলা এড়ানোর অভ্যাস, কেক শেয়ালরা পুজি করে নির্বোধ এর মত দেশ দখলে নিচ্ছে , আপনার দুঃসাহসী না হতে পারার কারণে, মুক্তিযোদ্ধারা তাদের সম্মান হারাচ্ছে!! হারাচ্ছে প্রাণ। অকাতরে।
আপনাদের কে সম্মান ও শ্রদ্ধায় মনে রাখবো আজীবন। তবে শুধু এতো টুকুই বলবো , গতকাল শুধু একজন মুক্তিযোদ্ধা মরেনি, মরেছে বাঙালির বিবেক।