Faruky Entertainer Production

  • Home
  • Faruky Entertainer Production

Faruky Entertainer Production It's a Facebook community of an YouTube channel which is :- https://youtube.com/channel/UC0BJWiQxjgOSTcczAikXSkg

08/12/2025

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জাতির জনক এবং ইতিহাসের উপর আঘাত কে সুশীলতা দিয়ে থামানো যাবে না,

আপনার চুপ থাকা তাদের কে আরো হিংস্র হতে সাহস যুগাচ্ছে, আপনার ঝামেলা এড়ানোর অভ্যাস, কেক শেয়ালরা পুজি করে নির্বোধ এর মত দেশ দখলে নিচ্ছে , আপনার দুঃসাহসী না হতে পারার কারণে, মুক্তিযোদ্ধারা তাদের সম্মান হারাচ্ছে!! হারাচ্ছে প্রাণ। অকাতরে।

আপনাদের কে সম্মান ও শ্রদ্ধায় মনে রাখবো আজীবন। তবে শুধু এতো টুকুই বলবো , গতকাল শুধু একজন মুক্তিযোদ্ধা মরেনি, মরেছে বাঙালির বিবেক।

26/11/2025

ভিডিও টি খুলনার, বাউল আবুল সরকারের গ্রেপ্তারের বিরুদ্ধে একটি সমাবেশে তৌহিদী জনতার হামলার ভিডিও।

২৪ আন্দোলন ছিল বৈষম্যবিরোধী। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দেশে কেন জানি বৈষম্য বেড়ে গেসে বেশী। তাহলে ২৪ কি বৈষম্যবিরোধী নাকী বৈষম্যকারী মোনাফেকী আন্দোলন?? আর যদি মনে করেন ২৪ আসলেই বৈষম্যবিরোধী, তাহলে এই বৈষম্যকারী তৌহিদী জনতার শ্যাডার হাড্ডী ভাঙতে পারেন না কেন!!

23/11/2025

মানিক গঞ্জের ঘটনা!!! বাউল সরকার কে গ্রেপ্তার করা হলে সে গ্রেপ্তারের বিপরীতেমানব বন্ধনের উপর অতর্কিত হামলা করেছে তৌহিদী জনতারা। তার আগে মানিক গঞ্জে জামায়েত ইসলামী "একটা একটা বাউল ধর, ধইরাধইরা জবাই কর" স্লোগান দিয়ে মিছিল করেছিল তারা!!!

মাঝে মাঝে ভাবি, এই হইলো ইসলাম!! এই হইলো ইসলামিক দল, যে ইসলাম আমাদের ভাতৃত্ব শেখায়, মূল্যবোধ শেখায়, সহমর্মিতা শেখায়, পরমত সহিষ্ণু হতে বলে👌 জামায়েত ইসলামী আসলেই মনে প্রাণে ইসলাম কে ধারণ করে..! তবে সে ইসলাম কোন শয়তানের তৈরি , আমি আসলে জানি না।

28/09/2025

মীরজাফর ছিলো যুগে যুগে,

১৭৫৭ তেও, ১৯৫২ তেও, ১৯৭১ এও, ৭২-৭৫ এও।।। এইসব কথা আপনাকে কেউ বলবে না!! শুধু যুক্তি দিবে এসব বিশ্ব-পরিচয় পড়া ইতিহাসের🐶

17/07/2025

২০২২ এর মে মাসের একটা ভয়েস ক্লিপ!!!
বঙ্গবন্ধু হলের ২০৩০ নাম্বার রুম থেকে..!
২জন সিনিয়র রুম্মেটের অনুপ্রেরণায় গীটারের সাথে গলা মেলানোর একটা চেষ্টা!!

26/06/2025

আপনাদের সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে গত ২৫-০৭-২৫ ইং রাত আনুমানিক রাত ১২:৫০-১:২০ এর মধ্যে আমার মালিক জনাব বোরহান ফারুকী এর মোবাইল হারিয়ে গিয়েছে বিধায় উনার সাথে সবার সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন! আশা রাখি উনি খুব শীঘ্রই অনলাইন জগতে ফিরে আসবেন।। তার আগ অবধি দোয়া রাখুন তিনি যাতে তার এই বিপদ-সম মুহূর্ত কাটিয়ে উঠতে পারে।। আমীন।

আরো একবার দাওয়াত দিলাম🫢
06/06/2025

আরো একবার দাওয়াত দিলাম🫢

05/06/2025
04/06/2025

পিরিত ভালা না🙂

03/06/2025

আস্তে আস্তে সবাই বলতে শুরু করেছে...! এটা তোমাদেরই পুন্দাপুন্দির ফল🙂

03/06/2025

chatgpt chor ke Aur koi muj se baat bhi nehi karna chata toh me kya karo...!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Faruky Entertainer Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faruky Entertainer Production:

  • Want your business to be the top-listed Media Company?

Share