Hobaib Tarek

Hobaib Tarek Enjoy your life

*Push yourself to success; nobody will do that for you:*1. Get tired of remaining where you used to be and get out of yo...
05/01/2025

*Push yourself to success; nobody will do that for you:*

1. Get tired of remaining where you used to be and get out of your comfort zone.
2. Get tired of begging people for what you want and work for yourself and get all you need.
3. Get tired of relying on your parents and family for your survival and start being responsible for yourself.
4. Get tired of making excuses and start making progress every day.
5. Get tired of waiting for the perfect opportunity and create your own.
6. Get tired of feeling sorry for yourself and take action to change your situation.
7. Get tired of hearing "no" and make your own path to success.
8. Get tired of being average and push yourself to be exceptional.
9. Get tired of procrastination and start taking steps toward your goals now.
10. Get tired of being afraid to fail and use failure as a stepping stone.
11. Get tired of depending on luck and build your success with effort.
12. Get tired of comparing yourself to others and focus on your own growth.
13. Get tired of being comfortable with mediocrity and strive for excellence.
14. Get tired of living in fear and embrace challenges as opportunities.
15. Get tired of being passive and start actively working toward your dreams.
16. Get tired of the same old routine and make bold, new choices.
17. Get tired of doubting your abilities and start believing in yourself.
18. Get tired of being around negative people and surround yourself with positivity.
19. Get tired of wasting time and start investing in your future.
20. Get tired of hoping for change and be the change you wish to see.

Encouragement:
Success won’t come to you if you stay in your comfort zone. *Take control of your own life* and push yourself to do what others won’t. The world is full of opportunities, but they require *dedication, hard work*, and *self-reliance*. Stop waiting for someone else to motivate you—*be your own driving force*. The journey may not be easy, but get it right.

মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামাতের জনপ্রিয় নেতা শাহজাহান চৌধুরী মুক্তি পেয়েছেন,আলহামদুলিল্লাহ।
17/01/2024

মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর জামাতের জনপ্রিয় নেতা শাহজাহান চৌধুরী মুক্তি পেয়েছেন,আলহামদুলিল্লাহ।

16/01/2024

আপনার এলাকায় ঠান্ডা কত ডিগ্রি সেলসিয়াস এখন? শিশু ও বৃদ্ধদের যত্ন নিন।

09/01/2024

নির্বাচনের পরপরই স্মার্ট বাংলাদেশের সুযোগ জনগণ পেতে শুরু করেছে🙂

"এখন থেকে গ্রাহকগণ একই প্যাকেজ এর সকল অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজ এ ব্যবহার করতে পারবেন"-বিটিআরসি

07/01/2024

সর্বশেষ তথ্যমতে,সাতকানিয়া - লোহাগাড়ায় খুবই উত্তেজনাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে🙂 ঈগল এবং নৌকা দু'জনই জয়ের প্রত্যাশী🙂

06/01/2024

গতবার যারা একসাথে মিলে ডাকাতি করছে,তারাই আজ একে অপরকে পাহারা দিচ্ছে। করুণ পরিণতি।

কিষোওয়ানের ব্যাগটা আমার পছন্দ হইসে🙂
06/01/2024

কিষোওয়ানের ব্যাগটা আমার পছন্দ হইসে🙂

24/07/2023

হাঁসভোজন,বনভোজন।

23/07/2023

রাজহাঁস

23/07/2023

Beautiful place,near in Bandarban.

ক্যারিয়ার উন্নয়নে তাহসানের ৫ পরামর্শ ❗ব্র্যাক ইউনিভার্সিটির নবীন বরণে একটি বক্তব্য দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনে...
14/07/2023

ক্যারিয়ার উন্নয়নে তাহসানের ৫ পরামর্শ ❗

ব্র্যাক ইউনিভার্সিটির নবীন বরণে একটি বক্তব্য দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। যেখানে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ৫টি বিষয়ে কথা বলেছেন তিনি। ইতোমধ্যে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বাস্তবধর্মী দুক নির্দেশনামূলক এ বক্তব্যের জন্য ভক্ত- শুভাকাঙ্ক্ষীসহ সব মহলের প্রশংসায় ভাসছেন তাহসান।

ইংরেজিতে দেওয়া তার বক্তব্যটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল।

সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাহসান বলেন, আমি বলব আপনারা ভাগ্যবান কারণ আপনারা একটু উত্তম যায়গায় জীবন শুরু করতে যাচ্ছেন। এটাকে আমি উত্তম যায়গায় বলছি কেননা, এটা এমন একটি জায়গা যেখানে আপনাকে কেউ বলবেনা তুমি পড়তে বসো কিংবা কোন শিক্ষক আপনাকে পড়ার জন্য চাপ প্রয়োগ করবে না।

আপনাকে নিজে নিজেই আপনার ক্যারিয়ার সম্পর্কে সম্পর্কে সচেতন হতে হবে। নিজের জীবন গড়ার জন্য। যারা সচেতন হবে, তারা সফল হবে। যারা সচেতন হবে না, তারা হয়তো বা সফল নাও হতে পারে। তবে সচেতন সবাই সফল হবে। আমি যখন এখানে গাড়ি চালিয়ে আসছিলাম তখন ভাবছিলাম, কি বলব সেখানে গিয়ে? আমি ভাবছিলাম আমি ক্লাসে কি কি করতাম? আমি ভাবছিলাম এমন কি বললে সবাই অনুপ্রাণিত হয়ে ভাল কিছু করতে পারবে।

আমি চিন্তা করলাম আমাকে এমনভাবে ক্লাস নিতে হবে, যেমন অন্য শিক্ষকরা নেন। সুতরাং এমন কিছু বলতে হবে যা সবার জন্য ভাল। উদাহরণ স্বরূপ, আমি স্টেজে উঠলাম ৮ মি। আমি চিন্তা করলাম আমি কি বলতে পারি? সুতরাং আমি এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য পড়াশোনার পাশাপাশি জীবনের জন্য ৫ টি বিষয়ে পরামর্শ দিতে চাই।

১. পরিবর্তন: তাহসান বলেন, আমার ১ম পরামর্শ হলো পরিবর্তন। পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে। বর্তমান যুগে এগিয়ে যেতে হলে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তিনি উদাহরণ হিসেবে বলেন, তিনি যখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তখন তার ব্যবসা অনুষদের শিক্ষকরা কোকাকোলাকে অন্যতম ব্রান্ড হিসেবে তাদের কাছে উপস্থাপন করত। তারা কোকাকোলা খাওয়াকে সাধারণ ব্যাপার মনে করত। কিন্তু বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো যখন তার সাক্ষাৎকারের পূর্বে কোকাকোলার বোতল টেবিল থেকে সরিয়ে রাখলেন, ঠিক তখন মুহূর্তেই কোকাকোলা শেয়ারবাজারে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হারালো। কেননা, তরুণ প্রজন্ম এখন বুঝতে পারছে যে, কোকাকোলার মতো পানীয় আসলে কোন স্বাস্থ্যসম্মত খাবার নয়।

সুতরাং কোন কিছুই স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। সব কিছুকে পরিবর্তন হতে হয়। এই পরিবর্তনের মধ্যে নিয়েই আমরা শিক্ষা গ্রহণ করি।

২. আবেগকে প্রধান্য না দেয়া: সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগকে প্রধান্য দেয়া যাবে না। বরং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো বেশি বাস্তবিক ও প্রায়োগিক হতে হবে। নেতিবাচক আবেগকে কোন কারণ হিসেবে নিয়ে কখনোই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না। এগুলো থেকে অবশ্যই সবাইকে দূরে থাকার পাশাপাশি একজন পরিপক্ব ব্যক্তি হয়ে উঠার পরামর্শ দেন তিনি।

৩. খুব সহজে অন্যকে বিচার করার যে প্রবণতা সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা খুব সহজেই অন্যকে বিচার করে থাকি এবং এমনটাও মনে করে থাকি এটা যেন আমাদের কোন অধিকারের অংশ। কিন্তু সর্বক্ষেত্রে এটা হওয়া উচিত নয়। কেননা, তার নিজেরও কোন গল্প থাকতে পারে যেটা অন্যের কাছে সঠিক বলে বিবেচিত নয়। তিনি উদাহরণ হিসেবে বলিউডের একজন অভিনেতার এডভাইসম্যান্টের কথা তুলে ধরেন, সম্ভবত ১৯৯৫ সালের একটা টিভি এডভাইসে সঞ্চয়দত্ত অ্যালকাহলিক বেভারেজের টক্সিক ম্যাসকুলনিটি বা পুরুষত্বের বড়াই প্রকাশ করে এটাকে প্রমোট করেন। যেটা সম্প্রতি বাংলাদেশ ও ভারতে ভাইরাল হয়েছে। যেখানে সেই বড়াইটাকে সমালোচনা করে অনেকে মন্তব্য করছেন। এখন তারা মনে করছেন এটা এভাবে করা ঠিক হয় নি। তাহসান সেটাই বলেছেন যে, আমি এটাকে ডিফেন্ড করছি না, আমি এটা বুঝাতে চাই যে, এতো বছর আগে যে অবস্থায় এই এডাভার্টাইম্যান্ট হয়েছে, এখন বর্তমান সময়ে সেটাকে টেনে বিচার করা মোটেও যুক্তি সঙ্গত নয়। আমি এটাকে সমর্থন করছি না কিন্তু তখনকার প্রেক্ষাপট ও বর্তমান প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। সুতরাং এমন যেকোনো বিষয়কে বিচার করার আগে আরো গভীর ভাবে সে সম্পর্কে জেনে তারপর বিচার করা উচিত।

৪. আত্মদর্শন : তিনি চতুর্থ নম্বর পরামর্শে আত্মদর্শন সম্পন্ন হওয়ার পরামর্শ দেন। আমরা নিজে কি চাই, নিজের মানসিক ও আবেগিক বিষয়গুলো জানান মাধ্যমে নিজের সক্ষমতা ও লক্ষ্যকে স্থির করা। অন্যরা কি করল? তারা কি চায়? এ সবকিছু দূরে রেখে অন্যের উপর নির্ভরশীলতা কমানোর মাধ্যমে নিজের সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং নিজের লক্ষ্য অর্জনে আত্মমগ্ন হয়ে নিজেকে চিনতে ও জানতে হবে।

৫. সর্বশেষ পরামর্শে নিজে কিছু করার কথা বলেছেন তিনি। অন্যরা কি করল সেটার দিকে না তাকিয়ে বরং নিজের কর্মের মাধ্যমে নিজের একটা জায়গা তৈরি করতে হবে এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরও নিজেদের মূল্য তৈরিতে সহায়তার মাধ্যমে মাধ্যমে বিশ্বকে একটি উপযোগী স্থানে পরিণত করার পরামর্শ দেন অভিনেতা তাহসান খান।

-সংগৃহীত

Address

Satkania
3434

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hobaib Tarek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category