
26/04/2025
এই দলটাই নাকি বাংলাদেশের সম্ভাব্য সেরা দল ! জিম্বাবুয়ের বিপক্ষে তথাকথিত সেরা দল অলআউট হয়েছে ১৯১ রানে। অথচ ঘরোয়া লিগে ম্যাচের পর ম্যাচ পারফর্ম করেও দলে ডাক পাচ্ছেন না নাঈম শেখ, অমিত হাসান, নুরুল হাসান সোহান, এনামুল বিজয়ের মতো ক্রিকেটাররা।
আর দল ঘোষণার সময় বড় বড় গলায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাহেব বলেছিলেন যে, এই দলটাই তাদের কাছে এই মুহূর্তে বাংলাদেশের সম্ভাব্য সেরা দল। এমনকি সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও এমন বড় গলাবা'জি করেছিলেন লিপু সাহেব। ফলাফল ব্যর্থ প্লাস্টিক টাইগার 😂
মানুষের আবেগ নিয়ে খেলা করা আর কত?? দা'লা'লি আর কত?? ফারুঈক্কা আর কত? তোদের দ্বারা আসলেই কিছু হবে না। দ্রুত চিয়ার ছাই'ড়া পা'লা! জনগন ক্ষে'প'লে পা'লানোর জায়গা পাবি না তোরা