সাতকানিয়া নিউজ

  • Home
  • সাতকানিয়া নিউজ

সাতকানিয়া নিউজ সাতকানিয়ার উন্নয়নের সঙ্গী

19/07/2025

বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন বলেছেন জামায়াতের পক্ষ থেকে সমাবেশে যাওয়ার জন্য দাওয়াত দেয়নি,আর দাওয়াত দিলেও বিএনপি নাও যাইতো পারতো। যথার্থ বলেছেন আপনি।
কিন্তু জামায়াতের আমির অসুস্থ হয়ে যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তার শারীরিক খোঁজখবর নিয়েছেন। অতি দ্রুততম সময়ের মধ্যে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ডক্টর মঈন খানসহ বিএনপি এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন
এখন আমার প্রশ্ন হচ্ছে যে, জামাতের পক্ষ থেকে তো বিএনপির লোকজনকে আমির শফিকুর রহমানকে দেখতে আসার জন্য বলা হয়নি। তাহলে বিএনপি এখন কেন জামায়াতের কাছে গেল। বিএনপির কোন ভাই থাকলে যুক্তি তর্ক করে জবাব দেবেন আশা করছি।

19/07/2025

সবাই শেয়ার করেন প্লিজ

17/07/2025
সবাই দ্রুত শেয়ার বা কপিপেস্ট করে প্রচার করুন।আমি ৯০% নিশ্চিত যে, নওফেল বাংলাদেশেই আছে!কিভাবে?১. সে বারবার ভিডিওর ব্যাকগ...
03/07/2025

সবাই দ্রুত শেয়ার বা কপিপেস্ট করে প্রচার করুন।
আমি ৯০% নিশ্চিত যে, নওফেল বাংলাদেশেই আছে!
কিভাবে?
১. সে বারবার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সীমিত রাখছে। এমনকি মাথা ও শরীরের উভয় পাশে শুধু সেটুকুই দেখাচ্ছে যেটুকু না দেখালে তার শরীর স্পষ্টভাবে দেখা যাবে না।

২। তার ড্রেসআপ এবং চেহারায় শতভাগ বহুদিনের বন্দিজীবনের ছাপ সুস্পষ্ট এবং ইতিমধ্যে যারা বাইরে পালিয়েছে তাদের চেহারা এবং নওফেলের পূর্বের চেহারার সঙ্গে এখনের একেবারে ফ্যাকাশে চেহারা তুলনা করুন।

৩। সে একটি বদ্ধ ও নরমাল রুমের ফ্লোরে দেয়াল ঘেঁষে বসে লাইভ ভিডিও করছে, যদি তা না হতো তবে তার বসার চেয়ার বা সোফা একটু হলেও দৃশ্যমান হতো এবং একটি অন্তত স্বাভাবিক ফ্ল্যাট/হোটেল রুমের যে দৃশ্য হয় তা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই দেখা যেতো।

৪. সে যদি দেশে লুকিয়ে না থেকে বিদেশে হতো তাহলে তার চেহারা, চুল, ড্রেসআপ এবং অনেকটা অন্ধকার রুমে মোবাইল ফোনের ব্রাইটনেস বাড়িয়ে লাইভে কথা বলার কোনো ধরনের যুক্তি নেই।

সুতরাং, নওফেল বাংলাদেশেই আছে। অনেকেরই ধারণা সে চট্টগ্রামেই আছে এবং তা চট্টগ্রাম শহরের প্রবর্তকস্থ ই-স*কন মন্দিরে যেখানে ই*স*কনের নির্ধারিত ও নির্বাচিত সিকিউরিটি ম্যান ছাড়া বাংলাদেশ সরকারের প্রশাসনের কোনো লোক প্রবেশ ও তল্লাশির অনুমতি নেই।

সর্বশেষ, চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নং গেট মেয়র গলির তার নিজস্ব বাসভবন এখনো সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সবগুলো সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।

এবং তার বাসভবনের কয়েক বিল্ডিং পরেই তার ব্যবসাপ্রতিষ্ঠান গরু ও গরুর দুধের ফার্ম একেবারে ঠিক আ.লীগ আমলের মতো সক্রিয়ভাবে সকল কার্যক্রম চলমান রয়েছে।

কারো যদি বিশ্বাস করতে কষ্ট হয় তো সরাসরি এসে দেখে যাওয়ার অনুরোধ রইলো।

সরকারি নিরাপত্তা সংস্থাগুলোর দেশপ্রেমিক সদস্যগণ এবং দেশপ্রেমিক ছাত্রজনতার প্রতি বিনীত অনুরোধ, আপনারা যথাযথ অনুসন্ধানের ব্যবস্থা করে দ্রুত নওফেলকে গ্রেফতার করুন।

সাতকানিয়া এওচিয়া শান্তির টেক এই ছেলেটিকে পাওয়া গেছে। কেউ চিনে থাকলে এই নাম্বারে যোগাযোগ করেন।বাচ্চাটা অনেক কান্না করতেছে...
03/07/2025

সাতকানিয়া এওচিয়া শান্তির টেক এই ছেলেটিকে পাওয়া গেছে। কেউ চিনে থাকলে এই নাম্বারে যোগাযোগ করেন।
বাচ্চাটা অনেক কান্না করতেছে🥲

সবাই একটু দ্রুত শেয়ার করে দিন।

01827286117. 01833492089

দৈনিক আমার দেশ
30/06/2025

দৈনিক আমার দেশ

22/06/2025

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ ছেড়ে চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন পা....

22/06/2025

কেরানিহাটের ব্রিক ফিল্ড সমসু বিএনপি' ক্ষমতায় থাকা অবস্থায় ছিল বিএনপি,আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হয়ে যায় আওয়ামী লীগ,নদভী এমপি হলে হয়ে যায় নদভীর অনুসারী। নদভীর সূর্য ডুবতে শুরু করলে বনে যায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছের মানুষ। কিছুদিন পলাতক থেকে এখন আবার যোগ দিলেন এলডিপিতে। কারণ হিসেবে ধরে নিয়েছে কর্নেল অলি আহমদ বীর বিক্রম থাকবেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ভাই তুমিই সেরা,তুমি অপ্রতিরোধ্য, তোমার টাকার কাছে সবাই হার মানতে বাধ্য

22/06/2025

এলডিপিতে যোগ দিয়েছো এটি তোমার ব্যাপার। কিন্তু কেরানিহাটের সিএনজি স্টেশনে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
কারণ এটি জনতার..

22/06/2025

সাংবাদিকতার মাধ্যমে আওয়ামী লীগের দাসত্ব বনে যাওয়া কিছু কিছু নামধারী সাংবাদিক কিছুদিন বিএনপি জামাত ও ছাত্রদের বেশ সুনাম করে সংবাদ করেছে। এখন আবার সেটি নেই। খোলস পাল্টে আগের জায়গায় ফিরছে তারা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when সাতকানিয়া নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাতকানিয়া নিউজ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share