Desperately Seeking Satkania DSS

Desperately Seeking Satkania DSS সাতকানিয়ার যে কোনো গুরত্বপূর্ণ তথ্য ?

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সাতকানিয়াবাসীকে।২৯ হাজার সদস্য নিয়ে DSS পাশে আছে তথ্য ও সহায়তায়।ত্যাগ হোক মন থেকে, উৎসব হোক ম...
06/06/2025

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সাতকানিয়াবাসীকে।
২৯ হাজার সদস্য নিয়ে DSS পাশে আছে তথ্য ও সহায়তায়।
ত্যাগ হোক মন থেকে, উৎসব হোক মিলনের।
ঈদ মোবারক – এডমিন প্যানেলের পক্ষ থেকে।

আজ, ১২ই এপ্রিল, ২০২৫– Desperately Seeking Satkania (DSS) গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী!এই বিশেষ দিনে আমরা আন্তরিক ধন্যবাদ...
12/04/2025

আজ, ১২ই এপ্রিল, ২০২৫– Desperately Seeking Satkania (DSS) গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী!

এই বিশেষ দিনে আমরা আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই DSS-এর প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম পারভেজ ভাইকে, যিনি মহামারী করোনার শুরুতেই সাতকানিয়া উপজেলার মানুষের জন্য নির্ভরযোগ্য তথ্য ও জরুরি জিজ্ঞাসার জায়গা হিসেবে এই গ্রুপটির যাত্রা শুরু করেছিলেন।

পাশাপাশি কৃতজ্ঞতা জানাই বিভিন্ন ইউনিয়ন থেকে যুক্ত থাকা সকল মডারেটরদের, যাদের অক্লান্ত পরিশ্রমে গ্রুপটি আজ এতদূর এসেছে।

এবং সবশেষে, DSS-এর সাথে যুক্ত থাকা প্রতিটি শুভাকাঙ্ক্ষী, সদস্য ও অনুসারীদের প্রতি জানাই ভালোবাসা ও অভিনন্দন—আপনারাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।

চলুন, আমরা সবাই মিলে DSS-কে আরও অর্থবহ ও সহায়ক করে তুলি আমাদের প্রিয় সাতকানিয়ার জন্য।

শুভ ৫ম বর্ষপূর্তি, DSS!

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। শারদীয় দুর্গোৎসব উপলক্...
11/10/2024

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সাতকানিয়া সহ সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন।।

Desperately Seeking Satkania DSS

Stay with Desperately Seeking Satkania (DSS) 🥰
17/04/2024

Stay with Desperately Seeking Satkania (DSS) 🥰

আলহামদুলিল্লাহ!

মঞ্জুর গার্মেন্টসের সৌজন্যে ঈদের সপ্তম দিনে আমরা উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে ঈদ সেলামি পৌঁছে দিলাম। আমাদের এই পর্বে সাথে থাকার জন্য Team SATKANIA™ ও Desperately Seeking Satkania (DSS) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সেলামি সবার কাছে পৌঁছাতে পারলে আমাদের আরও ভালো লাগতো। আমাদের সীমাবদ্ধতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিবেন। ইনশাআল্লাহ, সামনে আরও চমকপ্রদ ইভেন্ট আসবে। স্মার্ট ভিলেজ বিডি পরিবারের সাথেই থাকুন।

Desperately Seeking Satkania (DSS) পরিবারের পক্ষ থেকে সাতকানিয়াবাসী কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক 🥰🥰
10/04/2024

Desperately Seeking Satkania (DSS) পরিবারের পক্ষ থেকে সাতকানিয়াবাসী কে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক 🥰🥰

পবিত্র রাতে সৌভাগ্য আসুক সবার জীবনে।
25/02/2024

পবিত্র রাতে সৌভাগ্য আসুক সবার জীবনে।

17/01/2024

শুভেচ্ছা বার্তা-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এম এ মোতালেব সিআইপি মহোদয়কে Desperately Seeking Satkania (DSS) পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।।

এডমিন প্যানেল,
Desperately Seeking Satkania DSS

সাতকানিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি,ডলু এবং শঙ্খ নদী তীরবর্তী সাতকানিয়া এবং বান্দরবান জেলার প্রায় এলাকায় বাড়ছে পানি, বাড়...
08/08/2023

সাতকানিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি,ডলু এবং শঙ্খ নদী তীরবর্তী সাতকানিয়া এবং বান্দরবান জেলার প্রায় এলাকায় বাড়ছে পানি, বাড়ছে আতংক। দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করে সরকারিভাবে মনিটরিং করে ত্রাণ,শুকনো খাবার সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছে সাতকানিয়াবাসী। ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে, সাতকানিয়ায় সেনা মোতায়েন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী প্লাবিত এলাকায় উদ্ধার কাজে নামবেন। চট্টগ্রাম থেকে সাতকানিয়া যেতে যারা আগ্রহ দেখাচ্ছেন, চন্দনাইশ পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক,পরবর্তী পথ আপনাকে হেটে যেতে হবে। অনেকেই চন্দনাইশ হতে চট্টগ্রামে ফিরে এসেছেন। সবাই প্রার্থনা করুন, এবং ধৈর্যের সাথে দুর্যোগ মোকাবেলা করুন। বিপদে ধৈর্যহারা হবেন না। সাতকানিয়ার যে কোন আপডেট পেতে যুক্ত থাকুন Desperately Seeking Satkania (DSS) গ্রুপে।

Address

Satkania
4386

Telephone

+8801845502088

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desperately Seeking Satkania DSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desperately Seeking Satkania DSS:

Share