Hi Naim Random Video

Hi Naim Random Video My Name is Naim. In this Channel I discuss current times.Pls sharing this page.

30/09/2025

তোমার আচরণে আমি খুব আঘাত পেয়েছি, কিন্তু চিৎকার করিনি, কোনো অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি..!

জানো তো...!

ধৈর্যের শক্তি বেড়ে গেলে মানুষ কাঁদে না, বরং হাসে..

আঘাত যখন ভেতর পর্যন্ত পৌঁছায়, মানুষ তখন নিরব হয়ে যায়। আমিও তার ব্যতিক্রম নই, আমার নিরবতায় ভাসমান শূন্যতা তোমাকে আর বুঝাতে পারলাম কই..?

আমার না বলা কথা তুমি কখনোই বুঝলে না, বুঝার চেষ্টাও করলে না,

অথচ না বলা, না জানার মাঝেই সবটা ছিলো.!

আমি সবকিছু সহজেই মেনে নিই বলে সবাই আমার প্রতি কঠোর হতে দু'বার ভাবে না।

আসলে আমি মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম, এইটা কেউ একবার জানার চেষ্টাও করে না..!

অবশেষে, সবকিছু মনে রাখলাম, মেনেও নিলাম, অভিশাপে অভিশপ্ত না করে দোয়াতে রেখে গেলাম, সুখী হও

Mind it
30/09/2025

Mind it

Mind it.
30/09/2025

Mind it.

29/09/2025

মানুষের বহুরূপ

মানুষের বহুরূপ বড়ই বিস্ময়কর, এক মুখে মিষ্টি কথা বলে, অন্য মুখে ছুরি চালায় নিঃসংকোচে।

হাসির আড়ালে লুকিয়ে থাকে হিসাব, ভালোবাসার ভেতরেও থাকে শর্তের দেয়াল। এক মুহূর্তে আপন হয়ে জড়িয়ে ধরে, পরের মুহূর্তেই হয়ে যায় সম্পূর্ণ অচেনা।

কেউ মুখোশ পরে ভদ্রতার অভিনয় করে, আবার কেউ নীরব থেকে সব বোঝায়। চোখে বিশ্বাসের ছাপ, মনে গোপন ষড়যন্ত্র।

মানুষের বহুরূপ চিনতে শিখলে ভাঙা মনকে আর কেউ সহজে ভাঙতে পারে না।

27/09/2025

প্রতারণা করে সন্তানের বয়স না কমিয়ে সত্যিকারের বয়স দিয়ে জন্মনিবন্ধন করে নিয়েছেন এমন সৎ মানসিকতা সম্পন্ন অভিভাবকদের দেখতে চাই,

তাসনিম জারা বাংলাদেশের ইতিহাসে ১ম মেয়ে যিনি ২০১৬ সালে দাদীর  একটা সুতির শাড়ি পরে কোন গয়না আর মেক আপ ছাড়াই খালেদ সাইফুল্ল...
27/09/2025

তাসনিম জারা বাংলাদেশের ইতিহাসে ১ম মেয়ে যিনি ২০১৬ সালে দাদীর একটা সুতির শাড়ি পরে কোন গয়না আর মেক আপ ছাড়াই খালেদ সাইফুল্লাহকে বিয়ে করেন। তাসনিমের সেই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায় এবং বিস্ময়করভাবে অধিকাংশ মেয়েরাই তাসনিমের এই গয়না আর মেক আপ বিহীন বিয়েকে স্টান্টবাজি হিসেবে সমালোচনা করেছিলেন।

পরবর্তীতে অবশ্য তাসনিম জারা বহুবার প্রমাণ করে দিয়েছেন যে নারী হিসাবে পাহাড় সমান উচ্চতায় উঠতে মেধা আর যোগ্যতাই যথেষ্ট, মেক আপ লাগে না। তাসনিম এখনো কোন মেক আপ করেন না। আসলে করার প্রয়োজনই পড়ে না।

তাসনিম জারা ভিকারুননিসা - ঢাকা মেডিকেল কলেজ এর ছাত্রী। ঢাকার অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স-বেইজড হেলথ কেয়ার বিষয়ে ডিসটিংশনসহ স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০২১ সাল থেকে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালসমূহে অভ্যন্তরীণ চিকিৎসা বিষয়ে রেসিডেন্ট হিসেবে কর্মরত। তাসনিম ইতিমধ্যে ইংল্যান্ডের প্রেস্টিজিয়াস MRCP ডিগ্রিও সম্পন্ন করেছেন।

জারা 'সহায় হেলথ' নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা, যা বাংলাভাষী জনগণের জন্য প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান করে। ২০২৩ সালে জারা ‘সহায় প্রেগন্যান্সি’ মোবাইল অ্যাপের উন্নয়নে নেতৃত্ব দেন, যা গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহের জন্য তথ্য ও পরামর্শ প্রদান করে।

গবেষক হিসেবে তাসনিম জারা আন্তর্জাতিক পর্যালোচিত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। কোভিড-১৯ মহামারির শুরুতে তাসনিম জারা বাংলাভাষায় স্বাস্থ্যবিষয়ক ভিডিও তৈরি করা শুরু করেন যা ফেসবুক আর ইউটিউবে প্রচন্ড জনপ্রিয় হয়।

তাসনিম জারার কোভিড-১৯ প্রতিরোধ, টিকা সংক্রান্ত সচেতনতা, প্রজনন স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা নিয়ে ভিডিওগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে। বিবিসি, স্কাই নিউজ, আইটিভি এবং ফাইন্যান্সিয়াল টাইমস-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ২০২১ সালে, যুক্তরাজ্য সরকার তাকে বৈশ্বিক "ভ্যাকসিন লুমিনারি" হিসেবে স্বীকৃতি প্রদান করে।

তাসনিম জারার বয়স মাত্র ৩১ বছর। চাইলেই শুধু ডাক্তার হিসাবে কিংবা ফেসবুক, ইউটিউব কন্টেন্ট তৈরি করেই এই মেয়েটা কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। কিন্তু উনি সবকিছু স্যাক্রিফাইস করে এসেছেন বাংলাদেশের রাজনীতিকে বদলাতে, তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে আর পুরো বাংলাদেশের দায়িত্ব নিতে।

বিনিময়ে এই প্রচন্ড মেধাবী আর জ্ঞানী মেয়েটাকে আমরা কি দিলাম? যুক্তরাষ্ট্রের একটা এয়ারপোর্টে অশ্লীল গালাগালি আর অপমান !

১৯৭১ সাল হতে ২০২৪ সাল, পুরো ৫৩ বছরে যত ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ নারী নেতাকর্মী এসেছে, তাদের মধ্যে মাত্র ১জনকে দেখান যিনি এই বয়সেই জ্ঞানে, কর্মে, ব্যবহারে আর দেশপ্রেমে তাসনিম জারার সমান !

তাসনিম জারাকে অপমান করার অর্থ হল, বাংলাদেশকেই অপমান করা। কারণ এই মেয়েটা বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে।

Atique UA Khan

পায়ের গোড়ালিতে নতুন একটা হাড় বের হয়েছে
26/09/2025

পায়ের গোড়ালিতে নতুন একটা হাড় বের হয়েছে

26/09/2025

শেষ বিদায়ে তুমি এসো,,,,,

আমি একদিন সত্যিই থেমে যাবো, আর কোনোদিন কারো ডাক শুনবো না। চেনা মুখগুলো দূর থেকে তাকিয়ে থাকবে, কিন্তু চোখ আর খুঁজবে শুধুই তোমাকে।

তুমি আসবে কি না জানি না, তবুও চাওয়া থাকবে-শেষবার যেন তোমার মুখটা দেখি। একবার, একটুখানি, চুপচাপ।

কোনো কথা বলার দরকার নেই, তুমি শুধু এসো-যেমনটা একসময় আসতে। তুমি এসে দাঁড়ালে মনে হবে সব ঠিক ছিল একসময়।

তুমি আসবে তো ?

ভিড়ের মাঝে একবার দাঁড়িয়ে থাকবে? যেন আমি চোখ বন্ধ করার আগে বুঝতে পারি-যে মানুষটাকে সারাজীবন ভালোবেসেছি, সে অন্তত শেষ বিদায়ে এসেছিল।

26/09/2025

এরপর আর দেখা হবেনা.......

শেষ। খুব ছোট একটা লাইন।

একটা বড় দীর্ঘশ্বাস আর অভ্যাসে পরিণত হওয়া মানুষটার বিদায়।

যাকে দেখে শান্তি লাগতো, সেই মানুষটাকে আর দেখা হবেনা।

শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মানুষটাই আর সেখানে থাকবে না।

সবকিছু স্মৃতি হয়ে থাকবে, শুধু সেই মানুষটা থাকবেনা।

সবকিছু থাকা সত্ত্বেও খালি খালি লাগবে

কারণ আর দেখা হবেনা। আর দেখা হবেনা।

26/09/2025

আপনি দূরত্ব চেয়েছিলেন, আর আমি দূর থেকে আপনাকে চাইলাম।”

দূরত্বের নামে আপনি মুক্তি পেলেন, আর আমি বন্দি হলাম আপনার স্মৃতির ভেতর।

ওপরওয়ালা আপনার চাওয়াটা নিদারুণভাবে পূরণ করে দিলেন, অবশ্য আমার চাওয়াও পূরণ করেছেন। ওনার নিকট যে আপনার সকল চাওয়ার পূর্ণতা চেয়েছিলাম-এই অছিলায় হয়তো আপনার আমার থেকে দূরত্বের চাওয়াটাও পূরণ হয়ে গেল।

আমি আপনাকে চেয়ে গেলাম, চেয়ে যাবও।

হয় দুনিয়ার জন্য, না হয় ওপারের জন্য।

26/09/2025

"আমাকে গুছিয়ে দেও আল্লাহ আমি বিভ্রান্তি" আর দুশ্চিন্তায় ক্লান্ত"।

Address

Satkhira

Website

https://www.youtube.com/channel/UCl6ClgW5aa_TquWU6KhAXlQ

Alerts

Be the first to know and let us send you an email when Hi Naim Random Video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share