Mehedi razu

Mehedi razu you have to lose few battles to learn to win a war....

20/08/2025
20/08/2025

আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছে এমন প্লেয়ারের ডেবিউ দেখতে মাদ্রিদ ভক্তদের প্রায় ১৫ বছর অপেক্ষা করতে হলো। কাল ওসাসুনার বিপক্ষে অভিষেক হয়ে গেল ফ্রাঙ্কো মাস্তানতুওনোর। মাস্তান যখন ওয়ার্ম আপ শুরু করে তখন থেকেই পুরো স্টেডিয়াম ফ্রাঙ্কোর নামে চিল্লাতে থাকে।

বোঝাই যাচ্ছিল বার্নাব্যু মাস্তানতুওনোর ঝলক দেখতে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ফোন কিংবা টিভির এপাশে থাকা আমরাও বেশ এক্সাইটেড ছিলাম। মাস্তানও আমাদের হতাশ করেন নি।

মাত্র ২৩ মিনিটের ক্যামিওতে নিজের প্রতিভার ছাপ রাখলেন। গোলমুখে ১ টা শট, দুইটা ডুয়েল ও একবার ড্রিবল কমপ্লিট করেন তিনি। তাছাড়া এই সময়ের মধ্যে ২৮ বার বল টাচ করেন তিনি। একবারও বল লুজ করেননি মাস্তান, যেটা পজিটিভ ব্যাপার।

ম্যাচ শেষে জাবিও তার প্রশংসা করেন। তিনি বলেন, “ আমি মাস্তানতুওনোর পারফরম্যান্সে খুশি, ম্যাচে সে ভালো ইমপ্যাক্ট রেখেছে। ভালো এনার্জি নিয়ে এসেছে আমাদের গেমপ্লেতে।"

ওয়ানডে ক্রিকেটে এমন ধ'স আগে কখনো দেখেনি কেউ! বাংলাদেশ গড়ল অবিশ্বাস্য রেকর্ড!
02/07/2025

ওয়ানডে ক্রিকেটে এমন ধ'স আগে কখনো দেখেনি কেউ! বাংলাদেশ গড়ল অবিশ্বাস্য রেকর্ড!

02/07/2025

মানুষ যেভাবে চায়, আমাদের (বিএনপি) সেভাবে চলতে হবে: তারেক রহমান

02/07/2025
02/07/2025

ইতিহাস ⚽🇧🇩 ফিফা রাঙ্কিংয়ে ৫৫ নম্বরে থাকা মায়ানমার কে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা
ফিফা রাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮ তম স্থানে। নিজেদের থেকে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মায়ানমার কে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের মধ্য দিয়ে আন-অফিসিয়ালি বাংলাদেশের এশিয়া কাপে অংশগ্রহণ প্রায় নিশ্চিত। এশিয়া কাপ থেকে এক পা দূরে বাংলাদেশ। আজকে দিনের দ্বিতীয় ম্যাচে বাহরাইন ও তুর্কেমেনিস্তানের মধ্যকার ম্যাচে বাহরাইন জিতলেই বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত। তা না হলে, অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত

অভিনন্দন বাংলাদেশ 🇧🇩⚽

02/07/2025

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ক্রিকেট উন্নয়নে শুরু হয়েছে এক নতুন যাত্রা। দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেট কাঠামো ঢেলে সাজাতে নানা কার্যক্রম হাতে নিয়েছেন তিনি— যার প্রশংসা করছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।

আকরামের মতে, বুলবুল কতদিন থাকবে, সেটা পুরোপুরি ওর নিজের সিদ্ধান্ত। তবে আমি চাই, যতদিন থাকবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য তা ততটাই ইতিবাচক হবে।

তিনি আরও জানান, বিসিবি সভাপতির আগ্রহেই চট্টগ্রামে একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির আগেই।

বিসিবির প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এই সভাপতি দায়িত্ব নিয়ে বলেছিলেন— তিনি টি-টোয়েন্টি ইনিংস খেলতে চান। তবে আকরামের আশা, বুলবুলের ইনিংসটা যেন হয় টেস্টের মতোই দীর্ঘমেয়াদি ও গভীর প্রভাববিস্তারী।

02/07/2025

শেষ ৮ ইনিংসে লিটন দাসের রান—৬, ১, ০, ০, ২, ৪, ০, ০, গড় ১.৮৬ রান ।
এই পরিসংখ্যান কাউকে দেখালে কেউ বলবে, “ভাই, ওর তো ব্যাট ধরাটাই ভুল হয়ে গেছে!”

ধরুন, এই ইনিংসগুলো এনামুল হক বিজয়ের নামের পাশে থাকতো—সমালোচনায় পুড়ত গ্রামের শেষ মোড়ের চায়ের দোকান পর্যন্ত।
আর যদি হতেন ইমরুল কায়েস—তাহলে ‘পুরাতন চাল ড্রামে’ তত্ত্ব চলত।
তামিম হলে?
"চাচার জোরে সব হচ্ছে”—এই ডায়ালগ নিশ্চয়ই ফেসবুক টাইমলাইনে ভাইরাল হতো!

কিন্তু যেহেতু নামটা লিটন দাস, তাই গল্পটা একটু ভিন্ন।
কোটা ট্যাগ আছে বলে ‘আস্থা’, ‘সম্ভাবনা’, ‘টেম্পারমেন্ট’—সব শব্দেই যেন ভরপুর তার ব্যাটিং বিশ্লেষণ।

Such a brilliant start Mustafiz!!! 🇧🇩
22/03/2024

Such a brilliant start Mustafiz!!! 🇧🇩

Address

Assasuni
Satkhira

Telephone

+8801780112830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi razu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi razu:

Share