ɪᴍʀᴜ

ɪᴍʀᴜ Alhamdulillah

04/09/2024
একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার জন্য অসুস্থ হতে হয় বলতে পারো?একটা মানুষকে ঠিক কতটা নিজের ভাবলে তাকে মনে করে রাত-বিরা...
02/09/2024

একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার জন্য অসুস্থ হতে হয় বলতে পারো?
একটা মানুষকে ঠিক কতটা নিজের ভাবলে তাকে মনে করে রাত-বিরাতে হাউমাউ করে কাঁদতে হয় বলতে পারো?
একটা মানুষকে ঠিক কতটা আপন ভাবলে তার জন্য নাওয়া-খাওয়া ছেড়ে দিতে হয় বলতে পারো?

তুমি বলতে পারবে না কারণ বিধাতা তোমাকে সেই হৃদয় দান করেননি, যেই হৃদয় দ্বারা অন্যজনের কষ্ট উপলব্ধি করা যায়।
ঠিক কতটা কঠিন ধাতুতে তোমার হৃদয় গড়া হয়েছে আমার জানা নেই। তবে এতটুকু বলতে পারি, পৃথিবীর সমস্ত কঠিন ধাতু গলে গেলেও তোমার হৃদয় গলবে না!

একটা মানুষ ঠিক কতটা পাষাণ হলে প্রিয়জনের অসুস্থতার খবর শুনেও চুপ থাকতে পারে বলতে পারো?
নাহ! আমি তো কখনোই তোমার প্রিয়জন ছিলাম না।

তুমি কখনোই আমাকে ভালোবাসতে পারোনি, মন দিয়ে কখনোই বুঝতে চাওনি আমায়, আমি তোমায় কতটা ভালোবাসি সেটা যদি বুঝতে পারতে, তাহলে এই পৃথিবীর সমস্ত কিছু তোমার কাছে তুচ্ছ মনে হতো। তুমি সব কিছু ছেড়েছুড়ে আমার কাছে ফিরে আসতে!
অথচ তোমায় আমি প্রিয়জন ভাবতাম, এখনো ভাবি।

তোমায় নিয়ে ভাবতে ভাবতে নিদ্রাহীন কাটে আমার একেকটা দীর্ঘ রাত, আমার সমস্ত কিছুতেই যেন তোমার বিচরণ, তোমার বসবাস!

আমি ভেবেছিলাম আমিও হয়তো সারাজীবন তোমার প্রিয়জনই থাকবো অথচ তোমার প্রয়োজনের মধ্যেও এখন আর আমি নেই, আমি হয়ে গেলাম অবহেলায় মোড়ানো কোনো পুরাতন বস্তু!

যখন তোমার অবহেলায় আমি বারবার ছিটকে পড়ে যাই তখন খুব ইচ্ছে হয় শক্ত হয়ে উঠে দাঁড়াতে, তোমায় ভুলে যেতে। অথচ আমি উঠে দাঁড়াই ঠিকই, কিন্তু তোমাকে ভুলে যাওয়ার বদলে আরো বেশি করে তোমার সাথে জড়িয়ে যাই, ইচ্ছে করেই তোমার অবহেলার শহরে হারিয়ে যাই!

💔💘
27/08/2024

💔💘

03/08/2024

বাংলাদেশ 🇧🇩

18/03/2024

ইফতারি একা কেউ করবেন না...🕋

02/03/2022

সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাকজমক উদ্বোধনী অনুষ্ঠান... ... ⚽

Address

Satkhira

Telephone

+8801840238447

Website

Alerts

Be the first to know and let us send you an email when ɪᴍʀᴜ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category