MM Mahdi hasan

MM Mahdi hasan اتق المحارم تكن اعبد الناس

22/07/2025

দেশের ক্রান্তিকালে একটা অপ্রিয় সত্য বলি!

ইদানিং দেশের প্রায় সব ক্রিটিকাল মোমেন্টে উলামায়ে কেরাম এগিয়ে আসছেন, এটা চোখ শীতল করা দৃশ্য। এই ধারা ঠিক থাকলে আমরা গণমানুষের হয়ে উঠবো ইনশাআল্লাহ। প্রতি মুহূর্তে দুআ করছি, আল্লাহ আমাদের উম্মাহর দ্বীনি এবং দুনিয়াবি প্রয়োজনের জন্য কবুল করুন। অপ্রিয় সত্যটা হলো, গতকাল মাইলস্টোন স্কুলের জায়গায় যদি একটা মাদরাসা হতো, তাহলে এত হাহাকার এত দৌড়াদৌড়ি এত শোক কিংবা অর্থ ও সহযোগিতা— এসবের কত পার্সেন্ট দেখা যেত? বরং বিপরীত দৃশ্য বেশি দেখা যেত হয়তো। আমার বিশ্বাস বাঙ্গু সুশীলদের থেকে কথা উঠতো, এত এত মাদরাসার কী দরকার? যেখানে সেখানে মাদরাসা হতে হবে কেন? আল্লাহ সবসময়ই আমাদের মাদরাসাগুলোকে বড় বড় দুর্ঘটনা থেকে হেফাজত করছেন। কিন্তু আমি চিন্তা করি, আল্লাহ না করুন এমন একটা দুর্ঘটনা আমাদের হলে ক'জন মানুষ এগিয়ে আসতেন?

বাংলাদেশের সমাজে আমরা এখনো ঊন মানুষ! অথচ সব ক্রান্তিলগ্নে আমরাই রক্ত দিয়েছি। কখনো অধিকার পাইনি। আমরা নিজেদের অধিকার বুঝে নিতেও পারি না, এটা সত্য। এই সমাজও কি কখনো আমাদের অধিকার দিতে তৎপর হয়েছে? যাই হোক, এসব ভাবতে গেলে নিজেদের অসহায় লাগে। একটা রাষ্ট্রের জন্য এতকিছু করার পরও এ রাষ্ট্রে সবচেয়ে সস্তা রক্ত হুজুরদের! আজকে হুজুরদের ঘটনা হলে নিশ্চয়ই রাষ্ট্রযন্ত্রের কোথাও এত ছেদ পড়তো না, হুলুস্থুল তো দূর কি বাত! অথচ, মাইলস্টোনের ঘটনায় সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ হুজুররা করতেছেন। দুআ মুনাজাত থেকে শুরু করে শারীরিক ও আর্থিক সহযোগিতার সবখানে মোল্লাদের পাবেন। আল্লাহ করুন, আমার ধারণা বা বিশ্বাস ভুল হবে। আমাদের মাদরাসাগুলোকে ন্যূনতম অঘটন থেকে তুমিই রক্ষা কইরো খোদা 🤲। মাইলস্টোনে শহিদ ও হতাহতদের জন্যও দিলখোলা দুআ রবের কাছে। আল্লাহ তাদের সুস্থ করুন দ্রুততম সময়ে।
مأخوذ.

আলহামদুলিল্লাহ
25/06/2025

আলহামদুলিল্লাহ

04/05/2025

ইসলামপন্থীরা ক্ষমতায় এলে নারী কী পাবে?

১.
শরয়ী আদালত প্রতিষ্ঠা হবে। সেখানে সর্বপ্রকার বঞ্চনা ও জুলুমের সমাধান পাবে দ্রুত ও ন্যায্য। শরীয়া আদালত কারও ভ্রুকূটিতে প্রভাবিত হয় না। কারণ এটা ধর্মীয় কোর্ট, ধর্ম সবার জন্য সমান, রাজার জন্যেও। স্বামী জালেম হলে আদালত পৃথক করে দেবার এখতিয়ার রাখে, স্বামী না চাইলেও আদালত বাধ্য করতে পারে।

২.
নারী পাবে পৃথক স্কুল, পৃথক কলেজ, পৃথক নারীবান্ধব শিক্ষাপদ্ধতি ও শিক্ষাক্রম। পৃথক ট্রান্সপোর্ট।, পৃথক মেডিকেল কলেজ, পৃথক হাসপাতাল। পৃথক শপিং মল/ ফ্লোর। সৃষ্টি হবে নারীর জন্য স্বতন্ত্র ও নিরাপদ বিপুল কর্মসংস্থান। গবেষণায় এসেছে পুরুষশংকুল কর্মস্থলে নারী উচ্চ-স্ট্রেসবিশিষ্ট অবস্থায় থাকে। এই অবস্থার নিরসন হবে।

৩.
সকল বিধবা, দুস্থ, নিঃস্ব নারী পাবে রাষ্ট্রীয় ভাতা। ইসলামী সমাজ সকলের জন্য উপযুক্ত পরিবার প্রদানে সচেষ্ট হবে। নিজেদের কোন মেয়ে অবিবাহিত পড়ে রয়েছে, এটা মুসলিম গায়রতমন্দ পুরুষদের জন্য অপমানের।

৪.
নারী পাবে শরীর-মনের সাথে মিলিয়ে পৃথক কর্মঘণ্টা, পৃথক বেতন স্কেল। ইলম ও জ্ঞানে আগ্রহী ও পারিবারিক ব্যস্ততাহীন নারীরা পাবেন স্পেশাল ব্যবস্থা। যেমন: সন্তানরা বড় হয়ে গেলে গ্রাজুয়েট করা, ডাক্তারদের পোস্টগ্রাজুয়েট করার ব্যবস্থা ও প্রয়োজনবোধে চাকরি/খেদমত।

৫.
পতিতাবৃত্তি-সহ নারীকে হীনকারী যত পেশা, সব নির্মূল করে তাদের সম্মানজনক পেশা, প্রশিক্ষণ কিংবা ভাতা দিয়ে পুনর্বাসন। ইউরোপে পতিতারা সবচেয়ে বেশি শারীরিক প্রহারের শিকার হয়, সবচেয়ে জুলুম-বঞ্চনার পেশা এটা।

৬.
সম্পত্তির অধিকার নারীর জন্য ফরজ হক। ইসলামী শাসন ফরজের ব্যাপারে আপোষহীন। ফরজ নিশ্চিত করতে যত ধরনের শক্তি ব্যবহার করতে হয়, ইসলামী রাষ্ট্র করবে।

৭.
যেকোন অপরাধের দ্রুত ও নিশ্চিত বিচার হবে। নিশ্চিত বিচারের ইনসাফময় কালচার গড়ে উঠবে। যৌন হয়রানি, ধর্ষণের মতো অপরাধগুলো শূন্যে নেমে আসবে। প্রকাশ্যে বেত্রাঘাত ও প্রকাশ্য মৃত্যুদণ্ডের সামাজিক প্রভাব সমাজে থাকবে।

৮.
হিজড়া/যৌনপ্রতিবন্ধীদের সমাজে মূলধারায় আনা হবে। পরীক্ষানিরীক্ষা করে তাদের নারী/পুরুষের যেকোন একদিকে ফেলা হবে। পেশা, উত্তরাধিকার, বিবাহশাদী করবে স্বাভাবিক মানুষের মতো।

৯.
নারী একটা সমাজের সম্মানের প্রতীক। নারীর অপমান মানে সমাজের অপমান। ইসলামী সমাজে মুসলমান পুরুষ রক্ত দিয়ে রক্ষা করবে নারীর সম্মান।

১০.
এতসব পেতে নারীকে করতে হবে কেবল একটা কাজ। সেটা হল: ইসলামের বিধি-বিধানের সামনে পূর্ণ আত্মসমর্পণ। শরীয়ার সামনে আত্মবিলীন এবং শরীয়া প্রতিষ্ঠায় আপোষহীন হতে হবে। নারীবাদ নামক নারী-হীনকারী মতবাদ, তন্ত্রমন্ত্র থেকে নারীকে ফিরে আসতে হবে ইসলামের ছায়ায়।

নারীবাদ হল খারাপ পুরুষদের বানানো মতবাদ, যা নারীকে খারাপ পুরুষদের জন্য উন্মুক্ত করে দেয়। নারীর সুরক্ষাকবচগুলোকেই (পরিবার-সমাজ-ধর্ম-বাবা-স্বামী) ঘৃণা করতে শেখায়, যাতে সে সেটা খুলে ফেলে নিজেই।

আল্লাহ ও তাঁর রাসুলের চেয়ে বেশি অধিকার যদি কেউ দিতে চায়, সেটা অধিকার নয়, সেটা ফাঁদ। এই পুঁজিপতিরা নারীকে কখনোই আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে না।

#নারীবাদ
#নারী_কমিশন

18/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

11/04/2025
19/03/2025

18/03/2025

بسم الله الرَّحمن الرَّحيم
হামাসের প্রেস বিবৃতি

আমাদের জাতি এবং বিশ্বের মুক্তিকামী মানুষের প্রতি আহ্বান:

গাজা অঞ্চলের সাথে একাত্মতা প্রদর্শনের আন্দোলনকে পুনরুজ্জীবিত ও তীব্র করার আহ্বান, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন এবং গণহত্যার যুদ্ধ পুনরায় শুরু করার প্রতিবাদে।

যেহেতু ফ্যাসিস্ট দখলদার সরকার তার বর্বর আগ্রাসন এবং গণহত্যার যুদ্ধ গাজা অঞ্চলে পুনরায় শুরু করেছে, এবং যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক সমাজের প্রতিবাদকে উপেক্ষা করে, এবং রমজান মাসে মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, আমরা ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট (হামাস) থেকে আমাদের আরব ও ইসলামিক জাতির জনগণ এবং পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তারা গাজা অঞ্চলে হিসরাইলি আগ্রাসন এবং নেথানিয়াহু সরকারের যুদ্ধের নিন্দা জানিয়ে সমস্ত ধরনের একাত্মতার আন্দোলন এবং প্রতিবাদী কার্যক্রম চালিয়ে যেতে এবং তীব্র করতে পারে।

আমাদের দাবি হল:

প্রথমত: বিশ্বের বিভিন্ন শহর ও রাজধানীতে সমবেত মিছিল এবং একাত্মতা জানিয়ে উচ্চ কণ্ঠে এই সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদ এবং দখলদারিত্বের অপরাধ এবং এই যুদ্ধের জন্য আমেরিকার সমর্থনের নিন্দা জানানো।

দ্বিতীয়ত: দখলদার রাষ্ট্রের এবং আমেরিকার দূতাবাসের সামনে সমবেতভাবে প্রতিবাদ কর্মসূচি পালন এবং প্রতিটি উপায়ে চাপ প্রয়োগ করা, যাতে গাজায় চলমান গণহত্যা এবং আগ্রাসন বন্ধ হয়।

তৃতীয়ত: ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, তাদের স্বাধীনতা, ন্যায়সঙ্গত জীবন, অবরোধের অবসান, এবং স্বাধীনতা ও মুক্তির দাবিতে ফিলিস্তিনি পতাকা উড়ানো এবং সকল প্রচেষ্টা সমর্থন করা।

আমরা আমাদের সকল প্রচেষ্টা একত্রিত করি আরব, ইসলামিক এবং আন্তর্জাতিক স্তরে, এবং একটি একক কণ্ঠে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন এবং গণহত্যার যুদ্ধের প্রতিবাদ জানাই। আমরা নেথানিয়াহু ও তার ফ্যাসিস্ট সরকারের আন্তর্জাতিক মানবাধিকার এবং আইন উপেক্ষার জন্য শাস্তি দাবি করি এবং গাজা অঞ্চলের উপর সন্ত্রাসী আগ্রাসন এবং গণহত্যা বন্ধ করার জন্য কাজ করি।

ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট (হামাস)
মঙ্গলবার, ১৮ রমজান ১৪৪৬ হিজরি
মিলাদী: ১৮ মার্চ ২০২৫
কাসসাম ব্রিগেডসের সামরিক মিডিয়া

যাকাত ফিতরার পরিমান দেওয়া হয়েছে।
05/03/2025

যাকাত ফিতরার পরিমান দেওয়া হয়েছে।

Address

Dhaka

Telephone

+8801799049091

Website

Alerts

Be the first to know and let us send you an email when MM Mahdi hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MM Mahdi hasan:

Share