Balad - বালাদ

Balad - বালাদ এইতো আর কিছু পথ বাকি- অতঃপর মৃত্যু
(1)

14/05/2025

সাংবাদিক ইলিয়াস হোসাইন

জেনারেল শেখ ওয়াকার যে আওয়ামিলীগ নাকি মুসলমান সেটার প্রমান নিবেন?
৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত থোঁতা খারাপ হাসিনার মুখ থেকে ওয়াকার সম্পর্কে কোন খারাপ মন্তব্য শুনেছেন? এটাই ওয়াকারের সার্টিফিকেট৷
বিভিন্ন টিভি-পত্রিকায় ডিজিএফআইয়ের লেখা ওয়াকারের বন্দনা করে লাভ নেই৷ ওয়াকারকে ন্যাং'টা করেই ছাড়বো৷ এই দেশে নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে৷ এরমাঝে কোন যদি কিন্তু নেই৷

13/05/2025

সাংবাদিক ইলিয়াস হোসাইন

আমাদের কথিত জাতীয় সঙ্গীত যারা রাখতে চান তাদের কাছে কিছু প্রশ্ন৷
#আমার সোনার বাংলা গানটা কি ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদের আন্দোলনের সময় লেখা হয়েছিলো?
#আমার সোনার বাংলা গান কি রবীন্দ্রনাথ দুই বাংলাকে এক রাখার জন্যে লিখেছিলেন৷
#সেই দুই বাংলা এক রাখার মুল উদ্দেশ্য কি পশ্চিম বাংলার জমিদার শ্রেনী দ্বারা পুর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) কৃষক-দরিদ্র প্রজাদের শোষন করা ছিলো?
#রবীন্দ্রনাথ কি পূর্ব বাংলার গরীব, নিম্ন বর্নের হিন্দু এবং মুসলমানদের বিদ্যা অর্জনের বিরোধীতা করেছিলেন?
#রবীন্দ্রনাথের এই গানের সুর কি গগন হরকরার 'আমি কোথায় পাবো তারে' গানের সুর থেকে চুরি করে আনা সুর?
#রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা-উপন্যাসে কি মুসলমানদের ধর্ম নিয়ে কটাক্ষ করেছেন?
★★★
সব বাদ দিলাম রবীন্দ্রনাথ কি প'তিতা ব্যবসায়ী ছিলেন?
যদি উত্তর 'হ্যা' হয় তাহলে প'তিতা ব্যবসায়ীর চুরি করে আনা সুরের বাংলাদেশ বিরোধী গান আপনি জাতীয় সঙ্গীত হিসেবে গাইতে পারেন৷ যাদের পরিবারের কেউ পতি'তালয়ে থাকেনা তারা আশা করি গাইবেন না৷
তারপরেও প'তিতালয়ে বসে লেখা গান আপনার যদি গাইতে মনে চায় তাহলে গান দৌলতদিয়া যাওয়া বেআইনী কিছু না৷

13/05/2025

📝 পিনাকী ভট্টাচার্য
জামাতের রাজনীতির ক্রিটিক আছে, সমালোচনা আছে। আপনি সেইটা করতেই পারেন। সেই অধিকার সবার আছে। কিন্তু লীগ যেই ভাষায় করে, যেই বয়ানে করে সেই ভাষায় সেই বয়ানে যখন জামাতের সমালোচনা করবেন, তখন আপনি ইন্ডিয়ান পারপাস সার্ভ করতেছেন।

বিএনপি সেই ভুল করছে, এনসিপিও সেই একই ভুল করতেছে। ভাইডি তুমি র এর খপ্পড়ে পড়িছো।

13/05/2025

পিনাকী ভট্টাচার্য

~ফ্যাসিবাদপন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জড়িয়ে পড়েছে~

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত ও বিচলিত বোধ করছে। তারা এখনো ভারতীয় সেনাকমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী কোন ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপ্পুকে চাপ দেওয়ার পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে। এমন সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার শামিল, যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ।

সেনাপ্রধান গতকাল বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে বৈঠক করেছেন। সেখান থেকে গুজব রটেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস সেনাপ্রধানকে অপসারণ করতে চান। এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার এবং সৈনিকদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে।

আগামী কয়েক দিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ, তবে তরুণ অফিসার ও সৈনিকদের সমর্থন না পাওয়ায় শীর্ষ জেনারেলদের সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ইন্ডিয়ানদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

13/05/2025

সাংবাদিক ইলিয়াস হোসাইন

~বাংলাদেশের সশ'স্ত্র বাহিনীর দখল নিতে চায় ভারত: সবাই সাবধান হোন~

আওয়ামী লীগকে নি'ষিদ্ধ করার দাবিতে আন্দোলন চলার মধ্যে গত শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করে। বৈঠকের আগে হঠাৎ সে'নাপ্রধান উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগকে নি'ষিদ্ধ না করার পরামর্শ দেন।

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে জেনারেল ওয়াকার-উজ-জামান তার মতামত জানান। তিনি বিএনপি নেতাদের সঙ্গেও যোগাযোগ করে আওয়ামী লীগ নি'ষিদ্ধ না করার জন্য প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতে বলেন।

উপদেষ্টা পরিষদের জরুরী বৈঠকের সময় বিএনপি মহাসচিব মির্জা আলমগীরও ফোন করে অন্তত দুইজন উপদেষ্টাকে একই পরামর্শ দেন। তবে বৈঠক শেষে আওয়ামী লীগ নি'ষিদ্ধের সিদ্ধান্ত শুনে সে'নাপ্রধান ক্ষু'ব্ধ ও হ'তাশ হয়ে পড়েন।

পরবর্তীতে সে'নাপ্রধান তাঁর সমর্থিত কিছু কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার পরিকল্পনা করেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের সশ'স্ত্র বা'হিনীর শীর্ষ পদগুলোতে ভারত তাদের সমর্থকদের বসাতে চায়। এখন দেখার বিষয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই চেষ্টায় সায় দেন কিনা।

05/05/2025
এতিমদের প্রতি আপনি সুন্দর আচরণ করেন কী?
30/04/2025

এতিমদের প্রতি আপনি সুন্দর আচরণ করেন কী?

25/04/2025

মরতেই হবে.....নিশ্চিত

রাসূলুল্লাহ ﷺ  বলেছেন,তোমরা মুসলিমদের গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান করোনা। কেননা, যে ব্যক্তি মুসলিমদের দোষ অনুসন্ধ...
25/04/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
তোমরা মুসলিমদের গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান করোনা। কেননা, যে ব্যক্তি মুসলিমদের দোষ অনুসন্ধান করে, আল্লাহ তার দোষ অনুসন্ধান করেন। আল্লাহ যার দোষ অনুসন্ধান করেন, তাকে স্ব-গৃহেও লাঞ্ছিত করে দেন। {আবু দাউদ: ৪৮৮০}

Address

Satkhira

Telephone

+8801601454045

Website

Alerts

Be the first to know and let us send you an email when Balad - বালাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share