Wavy Word

Wavy Word The meaning of WAVY is rising or swelling in waves; also : abounding in waves. How to use wavy in a sentence

Get your Chance on comment.
07/08/2025

Get your Chance on comment.

24/05/2024
সাতক্ষীরা জেলা সেরা কর দাতা হিসেবে ভূষিত দক্ষিণ বঙ্গের  সেরা বানিজ্যিক প্রতিষ্টান তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাষ্ট্রিস লি:...
11/12/2023

সাতক্ষীরা জেলা সেরা কর দাতা হিসেবে ভূষিত দক্ষিণ বঙ্গের সেরা বানিজ্যিক প্রতিষ্টান তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাষ্ট্রিস লি:।
ধন্যবাদ জানাই লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের স্বপ্ন পূরনের আইকন বিশিষ্ট সমাজসেবক ম্যানেজিং ডিরেক্ট্রর মীর শাহীন ।
প্রতিষ্টানের জন্য শুভ কামনা রইল।

পাটকেলঘাটা প্রেসক্লাবে ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিতপাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:জাতীয় দৈনিক ভোরের চ...
15/11/2023

পাটকেলঘাটা প্রেসক্লাবে ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাটকেলঘাটা প্রেস ক্লাবে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ জহুরুল হক এর সভাপতিত্বে ও ভোরের চেতনা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শেখ রায়হান হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার খুলনা ব্যুরো প্রধান বরুণ ব্যানার্জী, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মমিন।
সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান,
মোঃ মাহফুজুর রহমান মধু, আব্দুল মোতিন, সৈয়দ আব্দুস সালাম পান্না, মো: নাজমুল হক, মো: নাজমুল হাসান মিঠু, কিশোর কুমার, মো: মনিরুজ্জামান, শাহিন আলম শাহিন বিশ্বাস সহ সাংবাদিক বৃন্দ ও অতিথি বৃন্দ প্রমুখ।

03/10/2023

সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ নুরুল ইসলাম

ব্রাক ও খুলনা  বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে পাটকেলঘাটা ব্রাক অফিসের উদ্যোগে আজ বিকাল পাঁচটার সময় পাটকেলঘাটা ব্রাক ...
23/08/2023

ব্রাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে পাটকেলঘাটা ব্রাক অফিসের উদ্যোগে আজ বিকাল পাঁচটার সময় পাটকেলঘাটা ব্রাক অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ক্যাম্প অর্গানাইজার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাবে এর সাধারণ সম্পাদক আব্দুল মমিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি সহ সেখানে উপস্থিত সম্মানিত ব্যক্তিরা ব্রাক এর এই মহতি উদ্যোগকে স্বাগত জানান, এবং আগামী কালকের বিনামূল্যে স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের প্রোগ্রামটির সফলতা কামনা করেন।

টাটা ক্রপ কেয়ার কোম্পানির পক্ষ থেকে সাতক্ষীরা ও দেবহাটা টেরিটরির পরিবেশক সম্মেলন করা হলো। স্থানঃআসাননগর কোম্পানির ফ্যাক...
21/08/2023

টাটা ক্রপ কেয়ার কোম্পানির পক্ষ থেকে সাতক্ষীরা ও দেবহাটা টেরিটরির পরিবেশক সম্মেলন করা হলো। স্থানঃআসাননগর কোম্পানির ফ্যাক্টরি পাটকেলঘাটা,সাতক্ষীরা। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম (অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা)প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর বাবু কেশব কুমার সাধু,আরো উপস্থিত ছিলেন ডাইরেক্টর বাবু স্বপন কুমার সাধু, কান্ট্রি সেলস ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম, development manager মোঃ শহিদুল ইসলাম,ডেপুটি সেলস ম্যানেজার উত্তম কুমার মল্লিক,মার্কেটিং অফিসার মোঃ হাফিজুর রহমান,তাপস কুমার মন্ডল প্রমুখ।

টাটা ক্রপ কেয়ার কোম্পানীর রাজলক্ষ্মী  ৩৩৫৫ ভু্ট্টা মানেই বাজারের সেরা ভুট্টা.......আসুন আমরা টাটা ক্রপ কেয়ার কোম্পানীর র...
27/07/2023

টাটা ক্রপ কেয়ার কোম্পানীর রাজলক্ষ্মী ৩৩৫৫ ভু্ট্টা মানেই বাজারের সেরা ভুট্টা.......আসুন আমরা টাটা ক্রপ কেয়ার কোম্পানীর রাজলক্ষ্মী ৩৩৫৫ জাতের ভু্ট্টা
লাগাই এবং প্রতি বিঘায় ৪৫ থেকে ৫২ মন শুকনা ভুট্টা ঘরে তুলি।

ডুমুরিয়ার চুকনগরে টাটা ক্রপ কেয়ার কোম্পানির লোগো ব্যবহার করে অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে...
22/07/2023

ডুমুরিয়ার চুকনগরে টাটা ক্রপ কেয়ার কোম্পানির লোগো ব্যবহার করে অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে অর্ধ কোটি টাকার নকল সার ও কিটনাশক তৈরির ক্যামিক্যাল উদ্ধার পুর্বক জব্দ করা হয়। তবে মুল হোতাকে এখনও খুজে পাওয়া যায়নি.............

Address

Satkhira
9421

Alerts

Be the first to know and let us send you an email when Wavy Word posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share