Dipta Priyaka Together

  • Home
  • Dipta Priyaka Together

Dipta Priyaka Together Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dipta Priyaka Together, Video Creator, village: Goalchotar, post/of: panikawria, police/of: kalaroa, Zilla : Satkhira, Khulna, .

পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, আমাকে বাস্তবতাটা শিখিয়ে দেওয়ার জন্য,, কারণ
তোমার সাথে দেখা না হলে বুঝতামই না, সব আপন মানুষ আপন হয় না,,
ছেলেদের কে অর্ধেক কষ্ট দেয় টাকা
বাকি অর্ধেক নারী.. 💸👰

ভালোবাসলাম নিঃস্বার্থভাবে,নিজেকে হারিয়ে তোর মাঝে খুঁজলাম।সব দিয়ে দিলাম, কিছু চাইনি...শুধু তোকে চেয়েছিলাম।কিন্তু তোর ভ...
04/08/2025

ভালোবাসলাম নিঃস্বার্থভাবে,
নিজেকে হারিয়ে তোর মাঝে খুঁজলাম।
সব দিয়ে দিলাম, কিছু চাইনি...
শুধু তোকে চেয়েছিলাম।
কিন্তু তোর ভালোবাসাটা
অচেনা রয়ে গেল সারাজীবন...

"অপমান করেছিল, আমি দেখেছি। জবাব দিতেও পারতাম, কিন্তু ওদের লেভেলে নামিনি। ক্ষমা করেছি — কারণ আমি জানি, প্রতিশোধ নয়, উন্ন...
02/08/2025

"অপমান করেছিল, আমি দেখেছি। জবাব দিতেও পারতাম, কিন্তু ওদের লেভেলে নামিনি। ক্ষমা করেছি — কারণ আমি জানি, প্রতিশোধ নয়, উন্নতিই আমার সেরা উত্তর।"

যদি কোন দিন তোমার সাথে দেখা হয় তাহলে তোমাকে কিছু প্রশ্ন করবো। যদি তোমার সাথে ১ বছর ৫ বছর এমনকি ১০ বছর পরও দেখা হয় তোমার ...
30/07/2025

যদি কোন দিন তোমার সাথে দেখা হয় তাহলে তোমাকে কিছু প্রশ্ন করবো। যদি তোমার সাথে ১ বছর ৫ বছর এমনকি ১০ বছর পরও দেখা হয় তোমার কাছে প্রশ্ন করবো তুমি কি আমাকে একটু ভালোবাসোনি। তোমার মনে তিনটা বছরে আমি কি একটুও জায়গা করতে পারিনি। তোমার জন্য কি আমি কিছু করিনি। তুমি কি আমার চোখে তোমার জন্য কতটা ভালোবাসি একটুও তুমি দেখতে পাওনি। আমি কি তোমার চোখে এতোটা খারাপ নর্দমা দুর্গন্ধ ময়লার মত। আমি বুঝতে পারিনি কখনো আমি তোমার কাছে এতো জঘন্যতম একটা ছেলে হয়ে যাবো। আমি বুঝতে পারিনি তুমি অন্যের কাছে তোমার মুখের বাক্য দ্বারা আমাকে জঘন্য প্রমান করতে আমার নামে কতশত কথা বলবে। আমি বুঝতে পারিনি তুমি এটাও বলতে পারবে। আমি ভাবতেও পারিনি তুমি এটাও বলতে পারো আমার নামে। জানো কষ্ট হয় অনেক কষ্ট হয় যখন এই সব খারাপ কথা বলছো যে সব মানুষের কাছে। সেই সকল মানুষের নিকট থেকে এই সব কথা গুলো শুনতে হয় আমাকে। জানো কি তখন এই সব শোনার পরে চোখে পানি ধরে রাখতে পারিনা।তখন ভাবতে বসি আমার পিংকি এটাও বলতে পারলো।

হারিয়ে যাওয়া একটা মানুষ। আমার মায়ের মৃত্যু মত আমার জীবন থেকে এই মানুষটার ও মৃত্যু হয়েছে।
11/07/2025

হারিয়ে যাওয়া একটা মানুষ। আমার মায়ের মৃত্যু মত আমার জীবন থেকে এই মানুষটার ও মৃত্যু হয়েছে।

03/07/2025
11/06/2025

ভাই আমি বাহিরে থেকে যখন বলতাম মা আমার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যেত ফোন দেওয়া মাত্র মা বলতো বাবা তোর শরীর কি রকম বাবা তুমি ভাত খাইছো ভাই আজ ৭ মাস হয়ে গেল আমাকে কেউ একবার জিজ্ঞাসা করে না তুমি ভাত খাইছো তুমি চিৎকার দিয়ে কাঁদতে পারতেছ আমি যে চিৎকার দিয়ে কাঁদতে পারছি না কেন জানিনা আমার মারকথা মনে হলে চিৎকার দিয়ে কাঁদতে গেলে আমার ভিতরের সব শুকিয়ে যায় হয়তো আমি মরে যাবো মা মা মা করে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কিন্তু মা আর আসে না। আজ একটা ভিডিও দেখে ওখানে মাকে নিয়ে চিৎকারটা শুনে ভাই চোখের জল ধরে রাখতে পারলাম না কি বলে তোমাকে সান্ত্বনা দিব এ ভাষা আমার জানা নাই আমি একজন মা হারা সন্তান

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই...
05/06/2025

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজশাহীতে নতুন ভাবে ৯ জনের করোনা শনাক্ত!

১. নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।

iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।

vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।

viii). ক্ষুধা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

২. এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩. খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪. তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি নাসোফ্যারিঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায়নি, এবং তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫. COVID-OmicronXBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যে কেন COVID-Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে। *

৬. যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।
* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।



27/05/2025

নিজেকে হ্যাপি রাখতে হবে।

কোনো কিছুরই অভাব ছিলোনা। যেমন মেধাবী তেমনই সুদর্শন পুরুষ। শুধু পারিবারিক শান্তিটা ছিলোনা! যা তিনি বারবার চেয়েছিলেন!!"কাও...
07/05/2025

কোনো কিছুরই অভাব ছিলোনা। যেমন মেধাবী তেমনই সুদর্শন পুরুষ। শুধু পারিবারিক শান্তিটা ছিলোনা! যা তিনি বারবার চেয়েছিলেন!!
"কাওকে ভালো রাখতে পারলাম না"
—পলাশ সাহা, এএসপি-৩৭তম বিসিএস
চিরকুট এই উক্তিটি লিখে আজ ৭ মে, ২০২৫ এএসপি পলাশ সু*ইসা*ইড করেছেন।

প্রথমে সাব-রেজিস্ট্রার, এরপর শিক্ষা ক্যাডার এবং সর্বশেষ জয়েন করেছিলো পুলিশ ক্যাডারে।
বর্তমানে সিনিয়র এএসপি হিসেবে চট্টগ্রামে র‍্যাবে কর্মরত ছিলেন। নিজের ইস্যু করা পিস্তল নিজের উপর ব্যবহার করেই আ-ত্ম-হ*ত্যা*র পথ বেছে নিয়েছেন।
কি হবে এতো এতো অর্জন দিয়ে যদি পরিবারেই শান্তি না থাকে....!!!!

মৃত্যুর চেয়েও কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ গুলো কেবল মাত্র জীবনেই ভোগ করতে হয়। আর মৃত্যু তা থেকে মুক্তি দ...
06/05/2025

মৃত্যুর চেয়েও কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ গুলো কেবল মাত্র জীবনেই ভোগ করতে হয়। আর মৃত্যু তা থেকে মুক্তি দেয়।

“মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"............ রবীন্দ্রনাথ।❓বিপরীতে যাঁর দানকৃত ৬০...
02/04/2024

“মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"............ রবীন্দ্রনাথ।

বিপরীতে যাঁর দানকৃত ৬০০ একর জমির উপর আজকের

📌 ঢাকা বিশ্ববিদ্যালয়,
📌 ঢাকা মেডিকেল কলেজ,
📌 বুয়েটের মতো

দেশের নামকরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতার কথা কমবেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন-দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সেসময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন “মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা!” অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবী ঠাকুর বলেছিলেন “সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করোনি”। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসবসহ আরো অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়।

আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনাতো দূরের কথা নামটাও জানেনা। আমরা এতোটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে!

মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এইসব ইতিহাস ও জানাতে হবে নতুন প্রজন্ম কে।
⚖️

নারী তুমি আবারও প্রমান করে দিলে তুমি ছলনাময়ী💔💔💔
30/11/2023

নারী তুমি আবারও প্রমান করে দিলে তুমি ছলনাময়ী💔💔💔

Address

Village: Goalchotar, Post/of: Panikawria, Police/of: Kalaroa, Zilla : Satkhira, Khulna

9413

Telephone

+8801300844071

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipta Priyaka Together posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dipta Priyaka Together:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share