বীর ভদ্রা

বীর ভদ্রা Hare Krishna. This page has been created for the purpose of promoting Hare Krishna name.

We hope that all the traditional brothers and sisters will be by our side in promoting Hare Krishna Mahanam.

27/06/2025

হরে কৃষ্ণ মহামন্ত্র রথযাত্রা মহোৎসব 2025.

24/06/2025

রথ যাত্রা মানে শুধু উৎসব নয়, এ এক বিশ্বাসের যাত্রা—ভক্তির অটল পথচলা। 🚩
প্রতিটি রথযাত্রা হোক অন্তরের পবিত্রতার উৎসব, যেখানে হৃদয় মিলিত হয় ভক্তির সুরে। 🕉️
জগন্নাথ দেবের কৃপায় আপনার আমার সকলের স্বপ্ন পূরণ হোক। আগামী 27/06/25 তারিখ রথ যাত্রার পুণ্য তিথিতে বিশ্ববাসীর জীবন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক। অগ্রীম রথ যাত্রার শুভেচ্ছা নিন শুভ রথ যাত্রা! 🙏

21/06/2025

নন্দ দুলাল ব্রজের গোপাল
মা যশোদার নয়ন মনি।

20/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

ভগবান জগন্নাথের মহিমান্বিত রথযাত্রা ২০২৫ শুরু হয়ে গেছে এবং লাখো ভক্তের হৃদয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। এই বিশ্বব্যা...
20/06/2025

ভগবান জগন্নাথের মহিমান্বিত রথযাত্রা ২০২৫ শুরু হয়ে গেছে এবং লাখো ভক্তের হৃদয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। এই বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন উৎসব স্নান পূর্ণিমার মাধ্যমে শুরু হয়েছে এবং আগামী জুলাই পর্যন্ত বিস্তৃত থাকবে।

রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সমতা ও ঐক্যের প্রতীক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ রথ টানতে পারেন এবং ভগবানের কৃপা লাভ করতে পারেন। এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সামাজিক সংহতি বৃদ্ধি করে।

রথযাত্রার মাধ্যমে ভগবান জগন্নাথ তার গর্ভগৃহ থেকে বেরিয়ে সাধারণ মানুষের কাছে আসেন। এটি প্রতীকী অর্থে দেখায় যে ঈশ্বর সকল ভক্তের কাছে সমানভাবে পৌঁছে যান এবং কোনো ভেদাভেদ করেন না।

জগন্নাথ রথযাত্রা ২০২৫ একটি অভূতপূর্ব আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে। এই মহোৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সাথে গভীর সংযোগ স্থাপনের একটি বিরল সুযোগ। এই পবিত্র যাত্রা কেবল একটি উৎসব নয়, বরং মানবতার একটি উদযাপন যা আমাদের সকলকে একসূত্রে বেঁধে রাখে। জয় জগন্নাথ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

তপ্তকাঞ্চনগৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবি প্রণমামি হরিপ্রিয়ে। অর্থাৎ, তপ্ত কাঞ্চনের মতো গৌরাঙ্গী যে রাধা...
11/09/2024

তপ্তকাঞ্চনগৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী,
বৃষভানুসুতে দেবি প্রণমামি হরিপ্রিয়ে।
অর্থাৎ, তপ্ত কাঞ্চনের মতো গৌরাঙ্গী যে রাধা বৃন্দাবনের অধীশ্বরী, সেই হরিপ্রিয়া বৃষভানুর কন্যাকে আমি প্রণাম করি।
রাধা অষ্টমীর এই শুভ মুহূর্তে আপনাকে জানায় কৃষ্ণপ্রিতী শুভেচ্ছা ও অভিনন্দন, রাধা রানীর কৃপায় আপনার আমার সকলের জীবনে আসুক অনাবিল সুখ ও সুমধুর সমৃদ্ধি । হরে কৃষ্ণ‌🙏🙏🙏

রথযাত্রা মহোৎসব 2024 উপলক্ষে সকল কে জানাই  অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ভগবান জগন্নাথ এর কৃপায় আপনার জীবন সুখ সমৃ...
06/07/2024

রথযাত্রা মহোৎসব 2024 উপলক্ষে সকল কে জানাই অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ভগবান জগন্নাথ এর কৃপায় আপনার জীবন সুখ সমৃদ্ধি তে ভরে উঠুক, হরে কৃষ্ণ।

Address

Satkhira
SATKHIRA

Alerts

Be the first to know and let us send you an email when বীর ভদ্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category