16/07/2024
কি দোষ ছিল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র -ছাত্রীদের?
# তারা তো বৈষম্য বিরুদ্ধে রুখে দাড়িয়েছে।
# তাদের ন্যার্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামছে।
# তারা কি ভুলে গেছে ১৯৫২ সালে পাকিস্তানের ক্ষমতাশীলরা বাংলাদেশকে কোনো অধিকার দিতো না সেই অধিকার আদায় করে নেই বাংলার ছাত্ররা,, বিলিয়ে দেই তাজা রক্ত ফলে বাংলা কে ভাষা হিসেবে সৃকৃতি দেয় ।