Jone007Bond

Jone007Bond Hi, this is Md. Yeasin Gazi Jone, a content creator on voice art and motivation. I love to spread out the positivity of life.Welcome To my Page Jone007bond.
(3)

জীবন যেখানে যেমন ....
21/10/2025

জীবন যেখানে যেমন ....

মানুষের মনের চাহিদার কোনো শেষ নেই। একটা চাওয়া পূরণ হলে আরেকটা নতুন চাওয়া জন্ম নেয়। মনে হয়—এটাই যদি পাই, তাহলে হয়তো সুখী ...
20/10/2025

মানুষের মনের চাহিদার কোনো শেষ নেই। একটা চাওয়া পূরণ হলে আরেকটা নতুন চাওয়া জন্ম নেয়। মনে হয়—এটাই যদি পাই, তাহলে হয়তো সুখী হবো। কিন্তু সেই পাওয়ার পরও মনটা তৃপ্ত হয় না, আবার নতুন কিছু চাওয়া শুরু হয়। এভাবেই আমরা সারাজীবন দৌড়াই এক অদৃশ্য “সুখ” নামের জিনিসটার পেছনে, যেটা আসলে আমাদের ভেতরেই লুকিয়ে থাকে।

অতিরিক্ত চাহিদা মানুষকে কখনোই শান্তি দেয় না, বরং অশান্তি বাড়ায়। আমরা যত বেশি চাই, তত বেশি হারাই—সময়, সম্পর্ক, হাসি, আর মানসিক শান্তি। জীবনে যে মানুষটি সামান্যতেই খুশি থাকতে জানে, তার মুখে সত্যিকারের হাসি থাকে। কারণ সে জানে—সুখ জিনিসটা প্রাচুর্যে নয়, তৃপ্তিতে।

যার চাহিদা কম, সে-ই আসল সুখী মানুষ। তার কাছে ছোট্ট কিছুই বড় আনন্দের উৎস। পৃথিবীটা তখন অনেক সহজ লাগে, মনটা থাকে হালকা আর হাসিটা হয় নিঃস্বার্থ। 🌿✨

#জীবনের_কথা #মনোজগত #সুখের_চিন্তা #জীবনের_দর্শন

প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মনে হয়—জীবন আসলে কত শান্ত, কত সরল। বাতাসের ছোঁয়ায় যেন মনটা হালকা হয়ে যায়, গাছের পাতার দোলায় যেন দু...
18/10/2025

প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মনে হয়—
জীবন আসলে কত শান্ত, কত সরল। বাতাসের ছোঁয়ায় যেন মনটা হালকা হয়ে যায়, গাছের পাতার দোলায় যেন দুঃখগুলো হারিয়ে যায় দূরে কোথাও।
পাখিদের কূজন, রোদ আর ছায়ার খেলা—সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় মনে।
এই প্রকৃতি শেখায়,
যা কিছুই হোক না কেন, জীবনের ছন্দ থেমে থাকে না।
বৃষ্টি শেষে যেমন রোদ আসে,
তেমনি কষ্টের পরেও হাসি ফিরে আসে জীবনে। 🌿🌤️
#প্রকৃতি ারাপ_ভালো_হয়ে_যাক

06/10/2025

যে যে ভুলের জন্য ফেসবুক পেজ হ্যাক হতে পারে

কারো প্রতি যদি একবার মায়া লেগে যায়, তখন মনে হয় তার ছাড়া পৃথিবীটা অসম্পূর্ণ।প্রতিটি ভোরে চোখ খুলে সবার আগে তার মুখটাই দেখ...
30/09/2025

কারো প্রতি যদি একবার মায়া লেগে যায়, তখন মনে হয় তার ছাড়া পৃথিবীটা অসম্পূর্ণ।
প্রতিটি ভোরে চোখ খুলে সবার আগে তার মুখটাই দেখতে ইচ্ছে করে,
প্রতিটি রাতে ঘুমিয়ে পড়ার আগে শেষ ভাবনাটাও ঘুরে ফিরে তার চারপাশেই ঘোরে।

মায়া যখন হৃদয়ে গেঁথে যায়, তখন তার ছোট্ট কষ্টও বুকের ভেতর তীব্র ব্যথা হয়ে বাজে,
তার সামান্য হাসিটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় স্বস্তি।
তাকে ছাড়া অন্য কিছুতে মন বসে না,
তার স্মৃতিগুলোই তখন হয়ে ওঠে বেঁচে থাকার একমাত্র কারণ।

ভালোবাসার থেকেও গভীর এই মায়া—
যা ভাঙতে চাইলেও ভাঙা যায় না,
যা ভুলতে চাইলেও ভোলা যায় না।

27/09/2025

বৃদ্ধ বাবা-মায়ের যত্ন নেওয়া সন্তানের দায়িত্ব।
প্রত্যেকটা কথাগুলো .........

25/09/2025

জীবনের দৌড় কখনই শেষ হয় না।
জীবন এক অদ্ভুদ দৌড়..........

23/09/2025

কথাগুলো গরু বা গাধাকে নিয়ে বললেও এটা কিন্তু মানুষের জন্য।।
কথাগুলো

তুমি যাকে বেশি ভালোবাসবে কষ্টটা তুমি তার কাছ থেকেই বেশি পাবে।।
23/09/2025

তুমি যাকে বেশি ভালোবাসবে কষ্টটা তুমি তার কাছ থেকেই বেশি পাবে।।

একদিন বাইক চালানো ছিল আমার জীবনের স্বপ্ন। চারপাশে যখন দেখতাম অন্যরা বাইক চালাচ্ছে, মনে হতো – কবে আমার সেই দিন আসবে? তখন ...
21/09/2025

একদিন বাইক চালানো ছিল আমার জীবনের স্বপ্ন। চারপাশে যখন দেখতাম অন্যরা বাইক চালাচ্ছে, মনে হতো – কবে আমার সেই দিন আসবে? তখন হয়তো পকেটে টাকা ছিল না, সুযোগও ছিল না, তবুও স্বপ্ন দেখতাম একদিন নিজের একটা বাইক থাকবে।

আজ আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমি বাইক চালাই, নিজের স্বপ্নের রাস্তা দিয়ে ছুটে যাই। কিন্তু আমি ভুলিনি সেই দিনের কষ্ট, সেই দিনের হতাশা। সেই কষ্টগুলোই আমাকে শিখিয়েছে পরিশ্রমের মূল্য, ধৈর্যের গুরুত্ব আর স্বপ্ন না ছাড়ার শক্তি।

যারা আজও স্বপ্ন নিয়ে লড়াই করছো, তাদের বলি – হাল ছেড়ো না। কষ্ট একদিন হাসিতে বদলে যাবে, যদি তুমি পরিশ্রম করে যাও। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, কাল তোমারও হবে ইনশাআল্লাহ। 🌸💪

21/09/2025

বাবার ৩ টি চিঠি
৩ ছেলেকে দেওয়া ৩ চিঠি জানলে অবাক হবেন।।

20/09/2025

জীবনে কোন কিছুই পারফেক্ট হয়ে আসে না। সব কিছুকে নিজের মত করে পারফেক্ট করে নিতে হয়।।

Address

Village: Ghone, Thana:-Tala, District:-Satkhira
Satkhira
9420

Alerts

Be the first to know and let us send you an email when Jone007Bond posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jone007Bond:

Share