GOP Media Cell.Satkhira

  • Home
  • GOP Media Cell.Satkhira

GOP Media Cell.Satkhira স্বাগতম 🇧🇩 ❤️
তারুণ্যের রাজনৈতিক প্রচার বাস্তবায়নের প্লাটফর্ম
GOP Media Cell.Satkhira
আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার ...
(1)

22/10/2025

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নীরব যোদ্ধা সাতক্ষীরা কৃতি সন্তান Naous Khan Bappy ভাইয়া 💝

22/10/2025

বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আস্থা,ভরসা, সার্বভৌমত্বের প্রতীক। অপরাধীদের বিষয়ে "নো কম্প্রোমাইজ উইদ ইনসাফ" রক্ষায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।

21/10/2025

গণআধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলা বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হচ্ছে...

21/10/2025

গণআধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তালা উপজেলায় বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হচ্ছে...

21/10/2025

গণআধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হচ্ছে...

শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ' গণঅধিকার পরিষদ - জিওপি ' এর সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন,  "সরকা...
20/10/2025

শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ' গণঅধিকার পরিষদ - জিওপি ' এর সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, "সরকার শিক্ষকদের যৌক্তিক দাবি না মানলে শিক্ষকদের দাবি আদায়ে আমরা প্রয়োজনে ছাত্র-অভিভাবকদের নিয়ে রাজপথে নামবো। "

গণঅধিকার পরিষদ এর লোগো।লোগোর ব্যাখা ; লাল-সুবজ ব্লক তিনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজি...
19/10/2025

গণঅধিকার পরিষদ এর লোগো।

লোগোর ব্যাখা ;
লাল-সুবজ ব্লক তিনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারের প্রতীক।

লাল-সবুজ রং ; মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত সুজলা- সুফলা বাংলাদেশের প্রতিচ্ছবি।

কলমঃ ছাত্রআন্দোলনের মধ্যে দল তৈরি হওয়ায় লাল-সবুজের ব্লকের উপর কলম ব্যবহার করা হয়েছে।
কারণ, আগামীর বাংলাদেশ বির্নিমানে শিক্ষিত প্রজন্মকে পরিবর্তনের দায়িত্ব নিতে হবে।
যারা কলমের শক্তিতে বলীয়ান হবে।

অভিনন্দন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ খুলনা বিভাগীয় প...
18/10/2025

অভিনন্দন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রিয় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ খুলনা বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে!

এই গৌরব শুধু বিদ্যালয়ের নয়—এটি আমাদের সমগ্র সাতক্ষীরা জেলার গর্ব ও অহংকার। 💪

অভিনন্দন জানাই সকল খেলোয়াড়, কোচ, শিক্ষক, অভিভাবক এবং অসংখ্য সমর্থকদের, যাদের অক্লান্ত পরিশ্রম, শৃঙ্খলা ও দৃঢ় মনোবল এই সাফল্যের মূল ভিত্তি।

তোমরা প্রমাণ করেছো—মন থেকে চেষ্টা করলে অসম্ভব বলে কিছু থাকে না।
আশা করি ফাইনালেও তোমরা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে এবং রতনপুরের নাম আরও উজ্জ্বল করবে ইনশাআল্লাহ।

জুলাই সনদে স্বাক্ষর করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
17/10/2025

জুলাই সনদে স্বাক্ষর করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

17/10/2025

জাতীয় ঐক্যমত কমিশনে গণঅধিকার পরিষদ সহ অন্যান্য দলের জাতীয় নেতৃবৃন্দ।

অভিনন্দন ⚽🏆💐রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ।আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সকল খেলোয়াড় ও ট...
13/10/2025

অভিনন্দন ⚽🏆💐
রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ।আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট-সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপে বরিশাল জেলাকে পরাজিত করে জয়ী হলেন সাতক্ষীরা জেলা।
12/10/2025

তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপে বরিশাল জেলাকে পরাজিত করে জয়ী হলেন সাতক্ষীরা জেলা।

Address


Telephone

+8801721455059

Website

Alerts

Be the first to know and let us send you an email when GOP Media Cell.Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share