Ami o sikhaba

Ami o sikhaba Come on guys, let's all float in the same euphoria
(2)

আপনার উন্নতি দৃশ্যমান না হওয়া মানে এই নয় যে কিছুই হচ্ছে না।
21/08/2025

আপনার উন্নতি দৃশ্যমান না হওয়া মানে এই নয় যে কিছুই হচ্ছে না।

আসলে ভিক্ষুক তখনই কারও কাছে হাত বাড়ায়, যখন তার মনে হয়—ওই ব্যক্তির কাছে কিছু দেওয়ার সামর্থ্য আছে,আর তিনি হয়তো করুণা করে ন...
21/08/2025

আসলে ভিক্ষুক তখনই কারও কাছে হাত বাড়ায়, যখন তার মনে হয়—

ওই ব্যক্তির কাছে কিছু দেওয়ার সামর্থ্য আছে,

আর তিনি হয়তো করুণা করে নিরাশ করবেন না।

এর ভেতরে একটা মানসিক দিকও আছে। ভিক্ষুক চাইলেও সবার কাছে হাত পাতে না, বরং যাকে সামর্থবান বা দয়ালু মনে করে কেবল তার কাছেই হাত বাড়ায়।

👉 অর্থাৎ, এটা মানুষের সামর্থ্য ও দয়ার প্রতি বিশ্বাসের প্রতিফলন।

🔹 মানুষের আশা নির্ভর করে বিশ্বাসের উপর
ভিক্ষুকের কাছে ভিক্ষা চাওয়া শুধুই অর্থের প্রয়োজনে নয়, বরং তার মনে বিশ্বাস থাকে যে, এই মানুষটা সক্ষম এবং সহানুভূতিশীল। তাই আশা জাগে।

🔹 অভাবী সবসময় সামর্থবানকে খোঁজে
যেমন তৃষ্ণার্ত পানি খোঁজে, অসুস্থ চিকিৎসক খোঁজে, তেমনি অভাবী মানুষ তাকায় তার দিকেই, যার কাছে তার চাহিদা পূরণের সম্ভাবনা আছে।

🔹 মানুষ কেবল সামর্থ্যের নয়, হৃদয়ের কাছেও হাত বাড়ায়
ভিক্ষুক জানে, সব সামর্থবান মানুষ দানশীল নয়। তাই সে অনুমান করে, সামনে থাকা মানুষটির হৃদয়ে দয়া আছে কি না।

🔹 এটি জীবনের প্রতীকী রূপও হতে পারে
আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে ভিক্ষুকের মতো হয়ে যাই—
কখনো ভালোবাসার জন্য, কখনো সাহায্যের জন্য, কখনো ক্ষমার জন্য। তখন আমরা হাত পাতি সেই মানুষটার দিকে, যাকে মনে হয় আমাদের নিরাশ করবে না।

👉 সংক্ষেপে, ভিক্ষুকের এই হাত বাড়ানো শুধু ক্ষুধা নয়, বরং মানুষের প্রতি তার আস্থার প্রতীক।

বিসমিল্লাহির রহমানির রহিমমেমের দেশে আমার বাড়ি, ঘুরে আসি সাজেক ভ্যালিস্থান- সাজেক জিরো পয়েন্ট, রুইলুই পাড়া, হেলিপ্যাড, কং...
15/08/2025

বিসমিল্লাহির রহমানির রহিম

মেমের দেশে আমার বাড়ি, ঘুরে আসি সাজেক ভ্যালি

স্থান- সাজেক জিরো পয়েন্ট, রুইলুই পাড়া, হেলিপ্যাড, কংলাক পাহাড়, ঝুলন্ত সেতু, আলুটিলা গুহা ও রিসাং ঝর্ণা।

তারিখ: ১৭ই ডিসেম্বর ২০২৫, বুধবার।

অবশ্যই দুপুর ২.০০টায় সবাইকে হাজির হতে হবে।

15/08/2025
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দিকে রওনা হয়েছে লাল-সবুজের পতাকার ব্যানারে আবৃত বিশাল ত্রাণের বহর। বিশ্বজুড়ে ম...
06/08/2025

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দিকে রওনা হয়েছে লাল-সবুজের পতাকার ব্যানারে আবৃত বিশাল ত্রাণের বহর। বিশ্বজুড়ে মানবিক সহানুভূতির বার্তা নিয়ে এই কাফেলা পৌঁছাবে এক অনির্বচনীয় বেদনাঘন ভূমিতে—যেখানে ক্ষুধা, পিপাসা আর যন্ত্রণাই যেন প্রতিদিনের বাস্তবতা।

03/08/2025

শিক্ষা হলো তোমার মেজাজ বা আত্মবিশ্বাস না হারিয়ে প্রায় সবকিছু শোনার ক্ষমতা।

...জীবন টা খুব অল্প সময়ের। অথচ কত কিছু করা বাকি রয়ে গেছে এখনো!আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে।...
30/07/2025

...জীবন টা খুব অল্প সময়ের। অথচ কত কিছু করা বাকি রয়ে গেছে এখনো!আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে পারবে তত তাড়াতাড়ি তুমি তোমার লক্ষ্যকে ছুঁতে পারবে!

আর এই লক্ষ্য ছুঁতে যাওয়ার রাস্তায় যেতে যেতে দেখো অনেক খারাপ সময় আসবেই! সবারই আসে।তাই বলে অবহেলায় পাহাড়ের গায়ে অযত্নে বেড়ে ওঠা বেনামী অর্কিডের মত হেলায় হারিয়ো না!এত না ভেবে সময়ের স্রোতে ভেসে শক্ত হাতে সব বাধা কে পেরিয়ে চলো! আগামীর ঝলমলে সূর্য দেখার উদ্দেশ্যে এই খারাপ, কালো রাত টুকু তোমায় অপেক্ষা করতেই হবে।

নিজের জন্য,তোমার জীবনের কিছু প্রিয় মানুষের গাল ভরা হাসি দেখার জন্য তোমায় বাঁচতেই হবে!উঠে পড়ো, প্লিজ একটা মুহুর্তও নষ্ট করো না! সর্বোচ্চ চেষ্টা টা তোমাকেই করতে হবে!!হ্যাঁ এটুক তুমি পারো! কথায় আছে, যা হয় ভালোর জন্যই হয়। শেষে সব ভালোই হবে, দেখো..!
ভাল থেকো!
সংগৃহীত। ..Life is very short. But there is still so much to do! If you neglect life today, life will leave you tomorrow. The sooner you can evaluate life, the sooner you can reach your goal!

And as you go along the road to reaching this goal, you will see that many bad times will come! Everyone comes. So don't get lost like an anonymous orchid growing carelessly on a mountain due to negligence! Don't think so much and float through the stream of time and overcome all obstacles with a strong hand! You have to wait for this bad, dark night to see the bright sun of tomorrow.

You have to live for yourself, to see the smiles on the cheeks of some of the dear people in your life! Get up, please don't waste a single moment! You have to try your best!! Yes, you can do this! As the saying goes, whatever happens is for the best. In the end, everything will be fine, see..!
Be well!.

কেউ কেড়ে নিবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা।
17/07/2025

কেউ কেড়ে নিবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা।

Life
12/07/2025

Life

              গতকালকেও তার মার্কেট ভ্যালু ছিল ৪০ মিলিয়ন ইউরো।টাকার অঙ্কে কত জানেন? প্রায় ৫৭৫ কোটি টাকা! আর আজকে? শূণ্য।দ...
03/07/2025


গতকালকেও তার মার্কেট ভ্যালু ছিল ৪০ মিলিয়ন ইউরো।

টাকার অঙ্কে কত জানেন? প্রায় ৫৭৫ কোটি টাকা!

আর আজকে?

শূণ্য।

দুনিয়া কতটা ক্ষণস্থায়ী। মৃত্যু আমাদের কত সন্নিকটে। টাকা, খ্যাতি কোন কিছুই আমাদের মৃত্যু থেকে বাঁচাতে পারবে না।

ডিয়েগো জোটার বয়স মাত্র ২৮। খেলেছেন ইউরোপের সেরা সব ক্লাবে। রোনালদোর পর্তুগালের হয়েও নেমেছেন মাঠে। দিনকয়েক আগে সেরেছেন বিয়ে।

কিন্তু এখন সে শুধু মানুষের স্মৃতিতেই। অর্থ, খ্যাতির কোন মানে আর নেই।

Address

Shakira
Satkhira
9410

Alerts

Be the first to know and let us send you an email when Ami o sikhaba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share