05/08/2025
"আজ যদি হাল ছেড়ে দাও, কাল হয়তো তোমার স্বপ্নের দোরগোড়ায় পৌঁছানোর সুযোগ হারিয়ে যাবে।
কেউ তোমার জন্য যুদ্ধ করবে না, নিজের স্বপ্নের জন্য যুদ্ধ করতে হবে তোমাকেই।
তুমি হয়তো ক্লান্ত, কিন্তু মনে রেখো—ক্লান্ত শরীর বিশ্রাম পেলে সুস্থ হয়,
কিন্তু হাল ছেড়ে দিলে স্বপ্ন চিরতরে ম'রে যায়।
তাই থামো না, চলতে থাকো… একদিন এই পথই তোমাকে সাফল্যের দরজায় নিয়ে যাবে।"