
03/07/2025
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাঁতী গ্রামের হতদরিদ্র দিনমজুর মো. আফছার আলী মোল্যা। আজ পরিবার নিয়ে অমানবিক জীবন যাপন করছেন। তার সংসারে স্ত্রী ও দুই সন্তানসহ চারজন সদস্য। যে মানুষটি প্রতিদিন রোদ-বৃষ্টি-ধুলো-বালির সঙ্গে যুদ্ধ করে একটি চার্জার ভ্যান চালিয়ে সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতেন, আজ সেই মানুষটির ঘরে নুন-ভাত জোটানোও কঠিন হয়ে পড়েছে। কারণ, একমাত্র জীবিকার ভরসা, সেই ভ্যানটি চুরি হয়ে গেছে।
সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে সন্ধ্যায় নিজের বাড়ির উঠানে তালা দেওয়া অবস্থায় রাখা চার্জার ভ্যানটি চুরি হয়। পরদিন সকালে উঠে আফছার আলী দেখতে পান-জীবনের শেষ সম্বলটুকুও আর নেই। অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাননি।