Asma's Collection

Asma's Collection সবার ভালোবাসা চাই🫰
(1)

07/06/2025

আসসালামু আলাইকুম
ঈদ মোবারক

Good morning ❤️🥰
31/05/2025

Good morning
❤️🥰

25/05/2025

সবাইকে আম খাওয়ার দাওয়াত দিলাম





18/05/2025
17/05/2025

অবশেষে ইচ্ছাটা পূরণ হলো😋🥰
ধন্যবাদ বান্ধবী খাওয়ানোর জন্য 😋
Tazmira Parvin




শুভ সকাল
15/05/2025

শুভ সকাল

শুভ সকাল
13/05/2025

শুভ সকাল


যে স্বর্ণের বিষয়টা হাইলাইট করে আপনারা মেয়েটিকে স্বর্ণলোভী বলেছেন আপনাদের কি মনে হয় না একজন বিসিএস ক্যাডার সিনিয়র এএসপির ...
12/05/2025

যে স্বর্ণের বিষয়টা হাইলাইট করে আপনারা মেয়েটিকে স্বর্ণলোভী বলেছেন আপনাদের কি মনে হয় না একজন বিসিএস ক্যাডার সিনিয়র এএসপির স্ত্রীর বিয়ের গহনা এখানে খুব সামান্য।

একটা ধনী পরিবারের মেয়েকে বিয়ে করলে নিশ্চয়ই আরো বেশি গহনা দিয়ে বিয়ে করতো।সুস্মিতা গরিব বলেই পলাশের মা তাকে এদিকেও ঠকালো।শুধু এএসপির বউ হিসেবে মানসম্মান যাবে বলে এটুকু দিতে বাধ্য হলো।সুস্মিতার ছবির গলার ছোট সেটটি ও কানের দুল তার বাবার বাড়ি থেকে দেওয়া।আর বিয়ে বাদে তাকে কোন প্রকার স্বর্ণালংকারও দেয়া হয়নি। সুস্মিতার ইন্টারভিউর কথাগুলো কতটুকু সত্য তা এখানেই প্রমাণ পাওয়া গেল।

বিয়ের সময় কতটুকু গহণা নিয়ে এসেছে তা তাদের বিয়ের ভিডিওতেই আছে।আর এগুলোও এখন শ্বাশুড়ির দখলে।তাই স্বামী হিসেবে চাইছে পলাশ বউকে তার স্ত্রী সরূপ এই গহনাগুলো অত্যন্ত পাক যা সে শখ করে কিনেছিল তার প্রিয়তমা স্ত্রীর জন্য।তার পরিবার তার চিরকুটে লেখার কতটুকু মূল্যায়ণ করবে তারও গ্যারান্টি নেই।

পলাশের জমানো সব সম্পত্তি থেকেতো সুস্মিতাকে দিবেনা কিছু তাই মৃ*ত্যুর আগে এই চিন্তা করে গেল কারণ সে জানে তার লোভী পরিবার কেমন। টাকার মেশিন হিসেবে ইউজ করলো তাই সে সবাইকে সব বুঝিয়ে দিয়ে গেল। এতে ক্ষতিগ্রস্থ হলো এই অভাগী মেয়েটাই।

যেই স্বামী সারাজীবনের দায়িত্ব নিয়েছিল সে এই মাঝপথে ছেড়ে চলে গেল এই সমাজের কাছে মেয়েটা দোষ না করেও দোষী হল তার সর্বস্ব হারিয়ে।অপরদিকে পলাশের সকল জমানো সম্পত্তি পেয়ে তার পরিবার কতটা উৎফুল্ল তা তার পরিবারের সদস্যের প্রকাশ হওয়া ভিডিওগুলোতেই সবাই দেখতে পাচ্ছেন বিশেষ করে পলাশের মায়ের।

যে মায়ের জন্য ছেলের এত বড় আত্মত্যাগ অবশেষে জীবনবলি! এমন মা ভক্ত ছেলের মা কিভাবে এত তরতাজা হয়ে মিডিয়া এক নিশ্বাসে এত গলাবাজি করছে ছেলেকে চিতায় দেয়ার পর। সে কেঁদে কেঁদে আধমরা হয়ে বেড রেস্টে থাকার কথা যে তার কলি*জার ১ টা অংশ চলে গেছে আর সে লাফিয়ে লাফিয়ে উঠানেই পাখা, মুড়া পেতে পুএবধুর বদনামে লেগে পড়েছে বি*শ্রি ভা*ষায়।

আদরের ছেলেটা যে এত কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে সেটার মায়া না করে এই চাপাবাজ মহিলা এখনো পড়ে আছে পুএবধুর বদনাম করা নিয়ে। ছেলে ম*রেও এই মহিলার ঝগড়া থামাতে পারলোনা!

অপরদিকে স্ত্রীটা ঠিকই কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলছে যা তার মলিন চেহারায় ফুটে ওঠেছে এবং সে তার স্বামীর মৃ*ত্যু কষ্টটাও উপলদ্ধি করে কষ্ট পাচ্ছে।এজন্যই বলে দিনশেষে বউ ছাড়া কেউ আপন না।স্বামী মা*রা গেলে বউ একমাএ অন্তর থেকে কাঁদে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে সঙ্গীহারা হয়ে প্রতিনিয়ত তার অভাব অনুভব করে।দেয়ালে পীঠ না ঠেকলে কিছু পুরুষ স্ত্রীর মূল্য বুঝেনা। মায়ের আনুগত্য দেখাতে গিয়েই নিজের ভবিষ্যত, সন্তান ও স্ত্রীর জীবনটা শেষ করে দিল বোকা পলাশ সাহা।

আর অন্য দিকে পলাশের দুই সহদর ভাই ঠিকই বউ বাচ্চাসহ নিজের সংসার নিয়ে দিব্যি দিন কাটাচ্ছে যেখানে মায়ের কোন কর্তৃত্বের অধিকার নেই।

12/05/2025

আজ থেকে ঠিক এক বছর পর তোমার পরিস্থিতি আরো ভালো হবে মিলিয়ে নিও!
শুভ রাত্রি

শুভ সকাল
12/05/2025

শুভ সকাল



এই  চিঠি থেকে যা বেঝা যায় তা হচ্ছে মা শব্দটা আগে মানে  মেইন অপরাধী মা আর বউও আছেন তবে কম। ১/ উনি মরলে তার স্ত্রী কে তার ...
11/05/2025

এই চিঠি থেকে যা বেঝা যায় তা হচ্ছে মা শব্দটা আগে মানে মেইন অপরাধী মা আর বউও আছেন তবে কম।

১/ উনি মরলে তার স্ত্রী কে তার মা ও পরিবার কিছুই দিবে না তাই গহনা স্ত্রী কে স্পষ্ট ভাবে দিতে বলেছেন কারণ তিনি তার স্ত্রী কে ভালবাসেন এবং তার অবস্থা বুঝেছেন।

২/ তার মায়ের দায়িত্ব দুই ভাই কে দিয়েছেন এবং ভাল রাখতে বলেছেন এর থেকেও বোঝায় ভাইরা তাদের দায়িত্ব পালন করতো না।

৩/ বাকি সব মায়ের, এটার মানে মা তার একাডেমিক উন্নতি , আর্থিক উন্নতির বিষয়ে যতটা চাপ দিতেন। কিন্তু তার শান্তি ও ভালো থাকার বিষয়ে ছিলেন স্বার্থ। ছেলে বউ নিয়ে ভাল থাক এটা মা মোটেও পছন্দ করতেন না। তাই মা যার জন্য ছেলের জীবন অশান্ত করেছে ( টাকা, সম্পদ ) তাই এগুলো সব এখন মার।

৪/ আর বোন হচ্ছে সেই মানুষ যে মায়ের সাথে মিলে ভাই এর জীবন অতিষ্ঠ করতে সক্ষম তাই তাকে বাকি টা coordinate করতে বলছে।

৫/ বোন দুই ভাই এর কথা ভাল ভাবে শুনলেই সব বোঝা যায়। এরা প্রত্যেকেই দোষী। আর মা হচ্ছে এই মৃত্যুর জন্য দায়ী একমাত্র মানুষ।

তবু মরে গেছে আমাদের মন!হেমন্ত আসেনি মাঠে -হলুদ পাতায় ভরে হৃদয়ের বন!শুভ রাত্রি
11/05/2025

তবু মরে গেছে আমাদের মন!
হেমন্ত আসেনি মাঠে -
হলুদ পাতায় ভরে হৃদয়ের বন!

শুভ রাত্রি




Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asma's Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asma's Collection:

Share