
30/04/2024
ওরস্যালাইন খাওয়ার আগে কিছু সতর্কতা!!
ওরস্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন। এবং নিয়ম মেনেই পান করুন।
ফেনীর সোনাগাজীতে ২১ বছর বয়সের এক ছেলের রক্তে সোডিয়াম লবণ পাওয়া গেছে ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। জানা যায় গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । এতে মৃত্যুর কারণ সহজে জানা যায় না। মৃত্যুর কারন অনেকটাই স্বাভাবিকের মতোই। তবে এটা মোটেও স্বাভাবিক মৃত্যু নয়।
তবে কি ভাবে খেতে হবে স্যালাইন ????
ওরস্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি ওরস্যালাইন মিশিয়ে খেতে হবে। পানি একটুও কমবেশি দিয়ে খাওয়া যাবে না। তাহলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনিও। তাই আপনি সর্তক হউন এবং আশপাশে সকলকে সর্তক করুন।