Everytime News

Everytime News PRESS of Times Bangladesh

ওরস্যালাইন খাওয়ার আগে কিছু সতর্কতা!!ওরস্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন  এবং অবশ্যই ঔষধ মনে করুন। এবং নিয়ম মেনেই পান...
30/04/2024

ওরস্যালাইন খাওয়ার আগে কিছু সতর্কতা!!

ওরস্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন। এবং নিয়ম মেনেই পান করুন।

ফেনীর সোনাগাজীতে ২১ বছর বয়সের এক ছেলের রক্তে সোডিয়াম লবণ পাওয়া গেছে ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। জানা যায় গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । এতে মৃত্যুর কারণ সহজে জানা যায় না। মৃত্যুর কারন অনেকটাই স্বাভাবিকের মতোই। তবে এটা মোটেও স্বাভাবিক মৃত্যু নয়।

তবে কি ভাবে খেতে হবে স্যালাইন ????

ওরস্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি ওরস্যালাইন মিশিয়ে খেতে হবে। পানি একটুও কমবেশি দিয়ে খাওয়া যাবে না। তাহলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনিও। তাই আপনি সর্তক হউন এবং আশপাশে সকলকে সর্তক করুন।

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আ...
24/04/2024

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আছে। কারণ, বিটুমিন ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও গলে না। যদি বিটুমিনের পরিবর্তে 'টার' ব্যবহার করে তবেই এরকম ঘটতে পারে, কারণ 'টার' ৪০ ডিগ্রিতেই নরম বা গলতে পারে।

সাউদি আরব কাতার কুয়েতে প্রায় ৪০~৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হয়ে থাকে সেখানে পিচ গলেনা কারণ ১০০% বিটুমিন ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনি হিসেব করে দেখেন আমাদের রাস্তায় বিটুমিনের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে !

ভিন্ন তথ্য মোতাবেক, সাউদি, কাতার দুবাই ইউরোপ আমেরিকার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচের রাস্তা কিন্তু বাংলাদেশেই হয়ে থাকে ।

10/04/2024
28/12/2023

@ফলোয়ার এখন থেকে আপনার ভিডিও, ও ভাইরাল হবে ১০০%।
#এধরনের গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।

28/12/2023

@ফলোয়ার ফেসবুক থেকে ইনকাম করার গোপন সেটিং।
এধরণের নিত্যনতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।

24/12/2023

আমার দেখা সেরা হলিউড, বলিউড অভিনেতা 🙊🙊😸

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Everytime News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Everytime News:

Share