06/04/2025
রোমান সাম্রাজ্যের অধিপতিদের মধ্যে অন্যতম ছিলেন সম্রাট নিরো, যিনি 'রোম ধ্বংস হয়ে যাওয়ার সময় বাঁশি, বাজানোর (নির্লিপ্ত অর্থে) জন্য কুখ্যাত'। বাংলায় 'রোম যখন পুড়ছিলো, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন' প্রবাদটি যেই ইংরেজি প্রবাদের (Nero fiddles while Rome burns). মুসলিম দেশ গুলার শাসক গুলা তেমনি ফিলিস্তিন এর গাজা, রাফা যখন দখলদার ইসরাইল এর সেনাবাহিনী ঠাণ্ডা মাথায় যুদ্ধ বিমান থেকে বোমা হামলা করে মাঠির সাথে মিশিয়ে দিচ্ছে তখন তারা চুপ করে ঘুমাচ্ছে। আবাবিল পাখির অপেক্ষায় আছে, পাখি তাদের উপরে না, মুসলিম শাসক গুলার মাথায় পাথর গুলা নিক্ষেপ করুক। ছোট শিশু দুনিয়াতে আসার আগেই আগুনে পুড়ে, পাথর বা বিল্ডিং এর ইটের চাপা পড়ে শহীদ হয়ে যাচ্ছে। হামাস এর দোহায় দিয়ে ফিলিস্তিন মাটিতে মিশিয়ে দিচ্ছে। জাতিসংঘ তারা ইসরাইল এর দাস। বিশ্ব রাজনীতিতে ইসরাইল এর শক্তি এখানেই প্রকাশ পাই তাদের থামানোর কেউ নাই????????
ধ্বংস হোক ইসরাইল এবং সেই সাথে সেই শাসক, বাদশা, সুলতান গন যারা চুপ করে দেখে গেছে।