26/06/2025
কাজটা আমার এক পরিচিত ভায়ের বাড়ির কাজ।। মিস্ত্রিকে শত বার ডাকার সত্তেও তিনি যখন কাজ শেষ করতে এলেন না তখন আমার ঐ ভাই আমকে ডাকে,। গিয়ে দেখি এই অবস্থা।। হ্যা ভূল ত্রুটি সবারই হয়।। তাই বলে এমন টা,, এটা কি আসলে ভুল নাকি মালিকের ক্ষতি করা??? এমন কাজ কয়জনই বা করে??
সাধারণ ঞ্জান থ্কলে তো কেউ এমন ভাবে কাজ করতে পারে না।।
একে তো কলম কেটেছে তারপর আবার ব্যান্ড না দিয়ে পইপ কেটে পলিথিন দিয়ে রেখেছে,, তাও আবার কলমএর কর্ণারে।।আবার পাইপ গুলা সব ক্রসিং ভাবে দিয়েছে।।কেন ভাই সোজা করে দিলে কি সময় অনেক বেশি লেগে যেত নাকি?? কম রেটে কাজ নিয়ে বাড়ি ওয়ালার এমন ক্ষতি করো না।।