
01/08/2025
এসব মানুষ ব্রেন কই নিয়ে যে ঘুমায় আল্লাহ ভালো জানে 🤣🤣 ফুড রিভ গ্রুপে এসে বার বার ই পোস্ট করছে জুয়েলারী নিয়ে আবার পেজে এসে এসএমএস দিচ্ছে কেন তার পোস্ট এপ্রুভাল দেওয়া হয় না? আবার জেরা করে সিরিয়াসলি ম্যান???🤣🤣🤣🤣
আপনারা যারা গ্রুপে খাবার বাদে এমন জামাকাপড়, জুয়েলারি, জুতা, নিজের নাচ গানের প্রতিভা সহ ব্লা ব্লা পোস্ট করেন করার আগে অবশ্যই নিজের ব্রেন কে একটু ঝালায়ে নিয়েন কোথায় কি পোস্ট করতে হয় নাহলে এবার থেকে এভাবে এক্সপোজ খাবেন বলে দিলাম।