শুভ্র

শুভ্র Hi everyone! I'm Shuvro Debnath from Satkhira. This page is an expression of my mind and eyes. ☺️

ছোট্ট একটি পরিবারের বড় ছেলে আমি। আমি, ছোট ভাই আর বাবা-মা মিলে আমার ছোট পরিবার। গ্রামীন পরিবেশে আমার শৈশব ও কৈশর অত্যন্ত চমকপ্রদভাবে কেটেছে, তাই গ্রামীন পরিবেশের প্রতি একটা অস্বাভাবিক মায়া অনুভব করি।।।

আমি শান্তিপ্রিয় মানুষ, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। ঝগড়া-বিবাদ, বিশৃঙ্খল পরিবেশ আমার একদমই পছন্দ নয়। আমি সুখী পরিবার এবং সমাজের স্বপ্ন দেখি।।।

পরিষ্কার-পরিচ্ছন্নতাকে আমি সর্বাধিক প্রাধা

ন্য দিয়ে থাকি। তাই নিজের ঘর ও চারপাশের পরিবেশ সবসময় গুছিয়ে রাখা আমার শখ এবং অভ্যাস। যত সময় সক্ষমতা আছে, নিজের কাজ নিজেই করতে পছন্দ করি।।।

মিথ্যা বলা মানুষদেরকে আমি একদমই সহ্য করতে পারিনা। যারা সঠিক আদর্শ ও নীতি নৈতিকতা নিয়ে চলাফেরা করে তাদেরকে আমি অতিশয় পছন্দ করি এবং অনুসরণ করি। আমি নিজেও আমার পারিবারিক শিক্ষা এবং নিজের বিবেকের আলোকে সঠিক নৈতিকতা বজায় রেখে চলতে চেষ্টা করি।।।

মোটের উপর আমি এক কথার মানুষ। নিজের কথার সাথে কাজের মিল রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। কথা ও কাজের অমিল বা নড়চড় আমার পছন্দ নয়।।।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদিন।ডিভাইস: Samsung Galaxy F23ছবি কপিরাইট: Shuvro Debnath 🙂
04/05/2025

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদিন।
ডিভাইস: Samsung Galaxy F23
ছবি কপিরাইট: Shuvro Debnath 🙂

সাগুনী রাবার ড্যাম এলাকা।পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বাংলাদেশ।
16/04/2025

সাগুনী রাবার ড্যাম এলাকা।
পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বাংলাদেশ।

এক নজরে দিনাজপুর জেলারকাহারোল উপজেলা পরিষদ কমপ্লেক্স।ডিভাইস: Samsung Galaxy F23 🙂
12/04/2025

এক নজরে দিনাজপুর জেলার
কাহারোল উপজেলা পরিষদ কমপ্লেক্স।
ডিভাইস: Samsung Galaxy F23 🙂

Address

Kanaidia
Satkhira
9282

Alerts

Be the first to know and let us send you an email when শুভ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share