SI Activity

SI Activity অন্যের সাফল্যে খুশি হতে শিখুন,

আল্লাহ আপনাকেও দিতে

দেরি করবেন না।

❤️Follow me❤️
(3)

ঊমি উর্মিলা!  নিয়মিত টিকটকার।লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও। ভিডিও মেকআপ করার জন্য ...
14/01/2025

ঊমি উর্মিলা!
নিয়মিত টিকটকার।
লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।
প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও। ভিডিও মেকআপ করার জন্য দু তিনদিন পর পর নতুন ড্রেস কিনতে হয় তার। টিকটক আইডিতে শত শত নাচের ভিডিও । কিনে এনেছেন দামি দামি রিং লাইট।

গত সোমবার রাত ১২ টা।
ঊমি নিজ রুমে ভিডিও বানাচ্ছে।
সকাল হলে আপলোড করবে নিজ টিকটক আইডিতে। ভিডিওর কাজ শেষ করে ঊমি নিজ বেডে শুয়ে পড়ে। এবং দেখা শুরু করে অন্যান্য টিকটকারদের ভিডিও... এক সময় ঘুমের অতল গহব্বরে ডুবে যায়।

সকাল ৮ টা বাজে।
ঊমির মা ঊমিকে ডাকতে যায় নাস্তা করার জন্য।
উমি অচেতন হয়ে ঘুমিয়ে আছে।পাশে পড়ে আছে মোবাইল। হাতে নিতেই দেখা যায় রাতে টিকটক ডান্স দেখতে দেখতেই সে ঘুমিয়ে পড়েছে। কেননা মোবাইলটি টিকটক এপ্সেই ঢুকা ছিল

অনেকক্ষন ডাকাডাকি করার পরেও সাড়া মিলছেনা ঊমির। চিল্লাচিল্লি শুরু করলে দেখা যায় ঊমি রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছে। সারা শরির শক্ত কাঠ হয়ে আছে। উমির হাতটি মোবাইল ধরা অবস্হায় ছিল। তাই হাতটি যেমন ছিল তেমনই শক্ত হয়ে গিয়েছে হাতটি সোজা করা যাচ্ছিলনা। সারা শরির শক্ত হয়ে পড়েছে। ঘুমের মধ্যে বা টিকটক দেখা অবস্হাতেই তার মৃত্যু হয়

ঊমি নেই রয়ে গিয়েছে তার শত শত অর্ধনগ্ন ভিডিও।
ঊমি আজ" কবরে" যারা ঊমির নাচ ডান্সের ভিডিওগুলি দেখছে তারা জানানেইনা যে যার ডান্সের ভিডিও দেখছি সে একজন মৃত।

আফসোস- মানুষ তার মৃত্যুর পরেও পাপ জারি রেখে যায়। যদিও ভিডিওগুলি ডিলেট করে দেয়া হয় তবু কিয়ামত পর্যন্ত এই গোনাহ তার কবরে জারি থাকবে কেননা সে তো নিজে আর ভিডিওগুলি ডিলেট করে তাওবা করে যায়নি।

এভাবে অগনিত ঊমিরা " কবরে চলে যায়।
থেকে যায় তাদের জারিকৃত পাপ গুলি.......

Collected

12/01/2025

অশ্লীল গল্প, ভিডিও এসব দেখার আগে দয়া করে এই পোস্টটি পড়ুন।

যদিও ছেলের কথাটি উল্লেখ করা আছে কিন্তু ছেলে মেয়ে দুজনের জন্যই এই পোস্টটি।

চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেনো একটা দেখছে! অন্ধকার গাঢ় আবছা, কানে ইয়ারফোন।

দেখছে যিনার দৃশ্য। স্বাদ নিচ্ছে তার চোখ। বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি।

নিস্তব্ধ রাত ১১ টা বেজে ২০ মিনিট। নেকেড দেখছে, বা অবৈধ কোনো নারীর সাথে যিনার আলাপ করছে নিভৃতে। কত স্বাদ গুনাহ করতে!

হঠাৎ - আচমকা শরীরটা ঝাকুনি দিয়ে উঠলো! ছেলেটির মনে হলো কে যেনো ঢুকেছে রুমে কিন্তু, রুমের দরজা তো আটকানো। কি ব্যাপার, কে ঢুকলো রুমে অন্ধকারে?
হঠাৎ - শরীরটা শিউরে উঠলো। অজানা কেমন একটা শব্দ কানে বাজলো। অনুভব করতে পারলো, কেনো জানি শরীরটা অবস হয়ে যাচ্ছে!

- হঠাৎ বা দিকে দেখলো এটা কি?
- ওমাহ কে এটা? বিশাল বড় কে? আমার পাশে দাড়িয়ে আছে। কিভাবে ঢুকলো রুমে, হায় মাবুদ এ কেমন ভয়ানক মূর্তি দাড়িয়ে আছে আমার সামনে। থর থর করে কাপছে শরীর, হাত থেকে বুকের উপর পড়লো মোবাইলটা।

মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ের পাশে গিয়ে পড়লো, কিন্তু চলছে উলঙ্গ নারী - পুরুষের যিনার ভিডিও।

হয়তো মৃত্যুর ডাক পড়ে গেলো তার।
- সে দেখছে মালাকুল মউতকে দাড়িয়ে আছে মৃত্যু দূত।

একটু আগেও দেহটা ছিলো অনেক গরম, কিন্তু মুহূর্তেই ঝিম মেরে ঠান্ডা হয়ে গেছে। মৃত্যু আজ তার সামনে, মনে মনে ভাবছে হায় আপসোস! একটু যদি তওবা করতে পারতাম! কিন্তু সময় যে আর নেই।

ছেলেটি পাপ ছাড়তে পারেনি এর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর। সময় ও পাইনি তওবা করতে। মোবাইলে ছিলো অগনিত উলঙ্গ ভিডিও ছিলো কত রঙ, বেরঙের সুরেলা গান। ডিলিট ও করতে পারেনি তার আগেই মৃত্যু হাজির।

- মৃত্যু ডাকছে তাকে, আসো হে নাপাক আত্মা!
- আসো হে নাপাক জালিম! নফসের উপর অত্যাচারী রুহু।

ভয়ে রুহু দৌড়াদৌড়ি শুরু করলো দেহের আনাচে কানাচে। পা দুটি হিম ঠান্ডা হতে শুরু করলো। কেউ নেই পাশে চোখ উল্টিয়ে ভয়ে, গলাটাও শুকিয়ে গেছে। পাশেই পড়ে আছে নেকেডের মোবাইলটা।

হঠাৎ লাফ দিয়ে উঠে বসে হুম! কেউতো নেই, মৃত্যু দূত চলে গেছে আমাকে সুযোগ দিয়ে।

- তাই সময় থাকতেই
মোবাইলটা হাতে নিয়ে যা অশ্লীল কিছু আছে সব ডিলিট করুন। যতো অবৈধ কিছু আছে সব মুছে ফেলুন, তওবা করুন।

আমাদের রব পরম দয়ালু তাই নিরাশ হবেন না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল।
আল্লাহ সবাইকে মাফ করুক আমিন।

12/01/2025

জীবনের সবচেয়ে খারাপ সময় মানুষ জাতি আমাকে দূরে ঠেলে দিলেও, আমার আল্লাহ আমাকে কখনো দূরে ঠেলে দেন নাই। আলহামদুল্লিলাহ।
শুভ সকাল💜❤️

10/01/2025

শুক্রবার হলো গুনাহের মাফ পাওয়ার দিন। আল্লাহ তা’আলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিন। আমিন। জুম্মা মোবারক।

জুমার দিনের শ্রেষ্ঠ ফজিলত,, রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন উওমরুপে গোসল করবে, অতঃপর কোন রকম যানবাহনে না চড়ে পা...
09/01/2025

জুমার দিনের শ্রেষ্ঠ ফজিলত,,

রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন উওমরুপে গোসল করবে, অতঃপর কোন রকম যানবাহনে না চড়ে পায়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী বসবে,চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, তবে মহান আল্লাহ তাকে বাড়ি থেকে মসজিস পর্যন্ত প্রতি কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের তাহাজ্জুদ সালাতের সওয়াব দান করবেন।

[আবু দাউদ -৩৪৫ / মুসনাদে-আহমাদ ৫৮১]

পিছন থেকে দেশ এবং দেশের মানুষ যদি  এভাবে  সাহস যোগায় তাহলে শত্রুকে ঘায়েল করার জন্য আমাদের ট্রেনিং এর দরকার হবেনা, অস্ত্র...
09/01/2025

পিছন থেকে দেশ এবং দেশের মানুষ যদি এভাবে সাহস যোগায় তাহলে শত্রুকে ঘায়েল করার জন্য আমাদের ট্রেনিং এর দরকার হবেনা, অস্ত্র অটোমেটিক চলবে।💪💪 পা চাঁটার দিন শেষ।😇😇
আমাদের জন্মই হয়েছে মানচিত্র রক্ষার জন্য। ❤️❤️

08/01/2025

ফজরের নামাজ হচ্ছে দিনের প্রথম ইবাদত, যা আমাদের মন ও আত্মাকে শুদ্ধ করে।
🥀শুভ সকাল🥀

08/01/2025

Good Night 🌃

শুভ সন্ধ্যা।📍রাজস্থলী,রাঙ্গামাটি।ফারুয়া রোড।🛣️
08/01/2025

শুভ সন্ধ্যা।
📍রাজস্থলী,রাঙ্গামাটি।
ফারুয়া রোড।🛣️

শুভ সকাল। অপরূপ সৌন্দর্য সেন্টমার্টিন।।
08/01/2025

শুভ সকাল।
অপরূপ সৌন্দর্য সেন্টমার্টিন।।

শুভ রাত্রি।
07/01/2025

শুভ রাত্রি।

03/01/2025

✨════✨এই পৃথিবীতে করা ভালো আমল গুলো, আপনার আখিরাতকে সাজিয়ে দিবে ।✨════✨

01/01/2025
01/01/2025

সবাই কে হ্যাপি নিউ ইয়ার।

01/01/2025

আস-সালামু-আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার।
শুভ সকাল।
আজ নতুন বছরের প্রথম দিনে লাইভে আসব ইনশাআল্লাহ।

31/12/2024

হ্যাপি নিউ ইয়ার ২০২৫

কয়টা বাজি ফুটাবেন এই নিউ ইয়ারে...?০১-০১-২০২৪ এর কথা কি মনে আছে,,,,,?? ঐ  রাতে আপনারা এই বাজি ফুটিয়ে হাজার হাজার পাখি জীব...
31/12/2024

কয়টা বাজি ফুটাবেন এই নিউ ইয়ারে...?
০১-০১-২০২৪ এর কথা কি মনে আছে,,,,,?? ঐ রাতে আপনারা এই বাজি ফুটিয়ে হাজার হাজার পাখি জীবন কেড়ে নিয়েছেন। ছোট বাচ্চাদের হার্ট অনেক দুলভল দুর্বল থাকে এই বাজির আওয়াজ এ বাচ্চারা ও মারা যায়। ২০২২ সালে নিউ ইয়ারের আতশবাজির শব্দে ৪ মাসের শিশু তানজিম উমায়ের মারা যায়,, আতশবাজির বিকট শব্দ তার ছোট্ট হৃদপিণ্ড সহ্য করতে পারেনি।
অনেক অসুস্থ রুগী আছেন যাদের হার্টের সমস্যা এই আতসবাজি শব্দে তাদের ও অনেক ক্ষতি হয়।

চলুন আমরা নতুন বছর মানুষ এর দোয়া ও ভালোবাসা নিয়ে শুরু করি...🥰

এই বাজির পিছনে টাকা নষ্ট না করে ঐ টাকা দিয়ে পথে পাশে শুয়ে থাকা মানুষ গুলোর পাশে দাঁড়াই🖤
আপনার চারপাশের মানুষকে সচেতন করুন৷,,, আমাদের ছোট্ট পদক্ষেপগুলোই পারে বড় পরিবর্তন আনতে✊
(পোস্ট টা সবাই শেয়ার করুন)

আসসালামু আলাইকুম । ২০২৪ সালের শেষ সকালের,ভালবাসা। শুভ  সকাল।
31/12/2024

আসসালামু আলাইকুম । ২০২৪ সালের
শেষ সকালের,
ভালবাসা।
শুভ সকাল।

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when SI Activity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share