19/07/2025
কলারোয়ায় ক্লোলেস হত্যা মামলার অজ্ঞাতনামা আসামী গ্রেফতার ও ইজিবাইক উদ্ধার:
গত ১১/০৭/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ০৬:০০ ঘটিকার সময় স্থানীয় গ্রাম পুলিশ মোঃ এখলাসুর রহমানের মাধ্যমে কলারোয়া থানায় সংবাদ প্রাপ্তি হয় যে, কলারোয়া থানাধীন ইলিশপুর সাকিছু বাঁতলা সংলগ্ন পুলের মাথা নামক স্থানে পানির মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। উক্ত সংবাদ প্রাপ্তীর পর কলারোয়া থানার একটি টিম উক্ত স্থানে হাজির হইয়া পানির মধ্য হতে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। ইতোমধ্যে মৃতের ছেলে অত্র মামলার বাদী বাবলুর রহমান উক্ত স্থানে হাজির হয় এবং মৃত ব্যক্তি তার বাবা হাসান আলী (৫০) বলে শনাক্ত করেন।
এই ঘটনায় নিহতের ছেলে বাবলু রহমান (২৩), পিতা-মৃত হাসান আলী, সাং-বেনেয়ালি, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর বাদী হয়ে থানায় হাজির হইয়া লিখিত এজাহার দায়ের করেন। তার পিতা মৃত হাসান আলী (৫০) কে অজ্ঞাত নামা আসামী/আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করিয়া লাশ গোপন ও তার ইজবাইক চুরি করিয়াছে বলে জানায়।
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করিলে অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, জনাব শেখ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) নিকুঞ্জ রায়, এসআই (নিঃ) কে এম নাসির উদ্দিন, এসআই(নিঃ) তারিকউর রহমান শুভ, এএসআই (নিঃ) মোঃ আনিছুর রহমানসহ মামলাটি তদন্তকালে সিসি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরার সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামীকে প্রাথমিক ভাবে শনাক্ত করেন।
১২/০৭/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ২২:৪০ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন জাফরনগর এলাকা হতে আসামী মোঃ ইব্রাহীম হোসেন (৩৪), পিতা- মৃতঃ মুজিবর রহমান, সাং-জাফরনগর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোরকে আটক করেন। আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, অত্র মামলার ঘটনার সহিত জড়িত আছে মর্মে স্বীকার করে এবং ধৃত আসামীর স্বীকারমতে ১২/০৭/২০২৫ খ্রিঃ রাত্র ২৩:৩০ ঘটিকার সময় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন নবীব নগর উত্তরপাড়া গ্রামস্থ জনৈক মোহাম্মদ আলী(৫৭) এর বসত বাড়ির পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে অত্র মামলার আলামত ভিকটিমের ব্যাটারি চালিত নীল রংয়ের ইজিবাইক উদ্ধার করা হয়।
আসামীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করিলে তাহার দেওয়া তথ্য মতে উক্ত আসামী সহ ১৩/০৭/২০২৫ খ্রি