মানবিক প্রভাষকের গল্প

মানবিক প্রভাষকের গল্প সৃষ্টির সেবায় তব স্রষ্টাকে খুঁজে ফিরি

সুন্দরবনের জনজীবনঃ ( জীবন যেথায় যেমন)কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আ-...
01/10/2025

সুন্দরবনের জনজীবনঃ ( জীবন যেথায় যেমন)
কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আ-ক্র-ম-ণ করে। গত বছর মা-রা গেলো মোশাররফ। তাই সবাই বেশ সতর্ক।

পাঁচ জনের কাঁকড়া শিকারীর দল। সবাই পার হয়ে গেলেন। সুব্রত ছোটখাটো মানুষ। উঠার সময় পানিতে একটু খাবি খেয়ে দাঁড়িয়ে পড়লেন। এক মুহুর্ত। দুই পা একসাথে কা-ম-ড়ে ধরলো বিশাল এক কুমির।

সাথে সাথে সুব্রতর হাত ধরে ফেললো সহযাত্রীরা। শুরু হলো টানাটানি। চারজন মিলে প্রায় তিন মিনিট চেষ্টা করলো। কিন্তু পানির নিচে থাকা কুমিরের শক্তির কাছে পরাস্ত হলো। সুব্রতকে নিয়ে গেলো সুন্দরবনের কুমির।

ওরা চেষ্টা করছে। মিনিট ১৫ পানির নিচে কুমির। তারপর সুব্রতকে মুখে নিয়ে ভেসে উঠলো সে। বিশাল কুমিরটির মুখে যেন ছোট্ট একটা শি-কা-র। অনেক্ষণ ভেসে বেড়ালো। সহযাত্রীরা অনুসরণ করছে। সুযোগ পেলেই করবে পাল্টা আ-ক্র-ম-ণ। এর মধ্যে ট্রলার নিয়ে আসলেন বনরক্ষীরা। শিকার মুখে নিয়ে ডুব দিলো কুমির। আর ভাসলো না।

সন্ধ্যা হলো। গ্রামের মানুষেরা আসলো করমজল খালে। কিন্তু অন্ধকারে কী ভাবে উদ্ধার করবে সুব্রতকে? যদি বড় নদীতে চলে যায়! যদি শি-কা-র নিয়ে অন্য কোনো খালে ঢুকে পড়ে? একজন বললো, বড় কুমিরটি পশুর নদী দিয়ে ঢাংমারীর দিকে গেছে। টর্চের আলোতে তারা দেখেছে, কুমিরের মুখে সুব্রত নাই। তার মানে খালেই আছে সুব্রত।

সাহসী কয়েকজন পানিতে নামলো। ভাটা থাকতে থাকতে খুঁজে বের করতে হবে সহযাত্রীর ম-র-দে-হ। এছাড়া বাড়ী ফেরার উপায় নাই। অনেক ক্ষণ চেষ্টা পর ঢাংমারীর আলম খুঁজে পেলো সুব্রত মন্ডলকে। র-ক্তা-ক্ত ছোট্ট ম-র-দে-হ-টি নিয়ে সবাই ছুটলো বাড়ির দিকে। ওদিকে স্ত্রী আর স্বজনরা অপেক্ষা করছে। আসছে ঘরের মানুষটির মৃ-ত-দে-হ। অনেক কাজ সামনে। সৎ-কার করতে হবে। তারপর অসম্ভব এক জীবন। পরিবারটি চলতো সুব্রতর একার রোজগারে। সুব্রত ছিলেন সুন্দরবনের একজন বনজীবী।
@মুহসিনুল হাকিম

28/09/2025

নদীর তীরে কেউড়ার চারা রোপন।

27/09/2025

আপনার প্রতিটা সাফল্য আপনার থেকে অনেক বন্ধুর সংখ্যা কমিয়ে দেবে।

22/07/2025

মসজিদ নেই বা অনেক দূরে নামাজ পড়তে যেতে হয়-এমন এলাকায় আমাদের একজন ডোনার একটা মসজিদ করে দিতে চান। ইমামের বেতনও দিবেন।
এমন কি জানা আছে সন্ধান কারও?

20/07/2025

২৫ বছর আগে সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামীকে হারিয়েছেন (কয়রার গোবরা গ্রামের) লাইলিমা খাতুন। রেখে যাওয়া ৪ টা সন্তান বড়ো করতে যেয়ে রীতিমতো এক জীবন যুদ্ধে নেমে পড়েন তিনি। জীবন সংগ্রামে বিজয়ী নারী এখন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। কষ্টদায়ক এক ডায়াবেটিক ইনফেকশনে আক্রান্ত তিনি। এমন মারাত্মক ডায়াবেটিক ইনফেকশনের রুগীর জন্য প্রয়োজন বারডেমে ভর্তি হওয়া। কিন্তু অর্থাভাবে ভর্তি করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার বলেছেন, দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা না হলে হয়তো সমস্ত হাতেই ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। হারাতে পারেন পুরা হাতটাই। লাইলিমার দিন-মজুর সন্তানদের কাছে এই চিকিৎসা ব্যয় এখন পর্বত-প্রমান বোঝার সমান।

অর্থ-কষ্টে যে মানুষ গুলো সমাজে গুমরে মরে, মানবেতর জীবন যাপন করে, তাদের দিকে উদার দৃষ্টি দেবার মতো একটি উন্নত শ্রেনীও আজ তৈরি হয়েছে। সেই নিঃস্বার্থ উন্নত শ্রেণীর দরবারে হাসপাতালের বিছানায় আবদ্ধ লাইলিমার জন্য হাত পাততে আমাদের সংকোচ নেই। উদারতার সাগর-মোহনায় মিলিত হোক লাইলিমা খাতুনদের কষ্টময় জীবন স্রোত।

আমেরিকার টেক্সাস টেক ইউনির্ভাসিটির সম্মানিত ভাইরা চিকিৎসা দায়িত্ব নিয়েছেন এই চাচির। আলহামদুলিল্লাহ।

17/07/2025

আলহামদুলিল্লাহ।
শিক্ষাবৃত্তি:৯৪

12/07/2025

গ্রামের গরীব পরিবারের কোনো মেধাবী শিক্ষার্থীর সন্ধান চাই। যাকে উচ্চ মাধ্যমিকে শহরে পড়ালে বা উপজেলা শহরে তার পছন্দমতো প্রতিষ্ঠানে পড়ালে ভবিষ্যতে ভালো করতে পারে।

08/07/2025

পাঠাগারে যখন দলবেঁধে যখন পড়তে আসে।

 #আনাসের আপডেটঅপারেশনের পরে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে আনাসকে। অপারেশন পরবর্তীতে জটিলতায় হাসপাতালের কাছাকাছি থাকতে হচ্ছে...
07/07/2025

#আনাসের আপডেট
অপারেশনের পরে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে আনাসকে। অপারেশন পরবর্তীতে জটিলতায় হাসপাতালের কাছাকাছি থাকতে হচ্ছে তাকে।এরপরে তৃতীয় অপারেশন খুব ব্যয়বহুল। আমরা ১৪ হাজার ৭০০ টাকা দিয়েছি পরিবারটিকে।

বৃক্ষ উপহার
06/07/2025

বৃক্ষ উপহার

উপকূলের শিক্ষা প্রতিষ্ঠান নেই এমন অঞ্চলে আমাদের আলো ছড়ানোর ছোট্ট এই উদ্যোগ। দোয়া চাই সকলের।
04/07/2025

উপকূলের শিক্ষা প্রতিষ্ঠান নেই এমন অঞ্চলে আমাদের আলো ছড়ানোর ছোট্ট এই উদ্যোগ। দোয়া চাই সকলের।

30/06/2025

উপকূলের মানুষের খাবার পানির কষ্ট!
ভিডিও ঋণ: hafiz

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when মানবিক প্রভাষকের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানবিক প্রভাষকের গল্প:

Share

Category