17/10/2025
ছেলেটার নাম তামিম হোসেন। তার বাবা ৪ বছর আগে স্ট্রোক করে মারা যায়। মা এখন তার বাবার(নানা বাড়ি) বাড়িতে থাকে। মা স্থানীয় থানার স্টাফদের রান্না করে। তামিম ক্লাস সিক্স পর্যন্ত পড়ে এখন হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। মাদ্রাসায় খাওয়া ও বেতন বাবদ তার ১৫০০ টাকা প্রয়োজন ছিল।
আলহামদুলিল্লাহ। আমাদের একজন সম্মানিত শুভাকাঙ্ক্ষী তার পড়াশোনার সকল দায়িত্ব নিয়েছেন।
খুব স্বপ্ন ছিল এমন অসহায়দের পাশে দাঁড়াব।আল্লাহ ত্যায়ালা স্বপ্নগুলো খুব সুন্দরভাবে পূরণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।