Md. Yeasin Gazi

Md. Yeasin Gazi একবার নিজেকে পরিবর্তন করে দেখুন চারিপাশের
সব কিছুই পরিবর্তন হয়ে যাবে।

21/10/2025

বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়ার অপকারীতা।। #মোবাইলএরঅপকারিতা
#বাচ্চাদেরহাতে_মোবাইল_না
#নেশার_শুরু_মোবাইল
#বাচ্চার_মানসিক_ক্ষতি
#সময়ের_অপচয়
#অভিভাবকের_সতর্কতা
#ডিজিটাল_নেশা
#শিশুর_স্বাস্থ্য_ঝুঁকি
#বাস্তবজীবন_থেকে_দূরে
#বাচ্চার_শৈশব_ফিরিয়ে_দাও
#মোবাইল_বাচ্চার_শত্রু
#বাবামায়ের_দায়িত্ব
#স্ক্রিনটাইম_নিয়ন্ত্রণ
#শিশুর_উন্নয়ন_রুখে_দেওয়া
#শিক্ষার_অবনতি

20/10/2025

জীবনের সব সমস্যার সমাধান শুধুমাত্র অভিজ্ঞতা দিয়েই সমাধান করা সম্ভব।।
গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে।।

I've just reached 1K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
19/10/2025

I've just reached 1K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

18/10/2025

জীবন দুঃখ কষ্টের অভিযোগ করার জন্য নই।। যে জিনিস গুলো পেয়েছেন সেটার গুরুত্ব বুঝা।।

16/10/2025

কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য
একটা ছেলের সংসার ভাঙতে ছেলের মায়ের ভূমিকা অনকে থাকে।।

যখন আপনি কাউকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবেন, তখন সেই মানুষটির সামান্য অবহেলাও সহ্য করা কঠিন হয়ে পড়ে। বুকের ভেতর ঝড়...
04/10/2025

যখন আপনি কাউকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবেন, তখন সেই মানুষটির সামান্য অবহেলাও সহ্য করা কঠিন হয়ে পড়ে। বুকের ভেতর ঝড় বয়ে যায়, কিন্তু মুখে বলা যায় না কিছু। একদিকে ভালোবাসার টান, অন্যদিকে অবহেলার দহন—এই দুইয়ের মাঝে মানুষ অসহায় হয়ে পড়ে।
চোখের জল জমে থাকে অন্তরে, অথচ কাউকে বলা যায় না। কষ্টগুলো চাপা পড়ে থাকে নিঃশব্দে, যেন ভালোবাসাটুকুই বাঁচিয়ে রাখা যায়। কারণ ভয় থাকে, যদি মনের কথা বলে দিই, তবে হয়তো সম্পর্কটাই ভেঙে যাবে। তাই মানুষ চুপচাপ কষ্ট সয়ে যায়, অবহেলাকে সহ্য করতে না পারলেও মুখে কিছু বলে না।
ভালোবাসা কখনো শুধু সুখ নয়, কখনো কখনো নীরব কান্নাই তার সবচেয়ে গভীর প্রকাশ।
সবাই কিন্তু ভালোবাসা বোঝে না।।

ভালোবাসার অদ্ভুত বাঁধনরহিম খুবই শান্ত-ভদ্র একজন মানুষ। তার জীবনের প্রতিটি দিন যেন রহিমার নামেই বাঁধা। রহিমা একজন বিধবা ন...
30/09/2025

ভালোবাসার অদ্ভুত বাঁধন

রহিম খুবই শান্ত-ভদ্র একজন মানুষ। তার জীবনের প্রতিটি দিন যেন রহিমার নামেই বাঁধা। রহিমা একজন বিধবা নারী। জীবনের কঠিন বাস্তবতায় চার সন্তানের দায়িত্ব নিয়ে তিনি দিন পার করছেন। তবুও তার মুখের ভেতর সবসময় একটা দৃঢ়তা আর কোমলতা মিশে থাকে।

রহিম জানে, রহিমার জীবন সহজ নয়। সমাজের চোখ, মানুষের কথা, দায়িত্বের ভার—সব কিছুই তাকে ঘিরে রেখেছে। তবুও রহিমের হৃদয় এক অদ্ভুত টানে বারবার রহিমার কাছেই ফিরে আসে। সে অনুভব করে, রহিমা ছাড়া তার পৃথিবী শূন্য।

রহিমার চার সন্তান থাকা সত্ত্বেও রহিমের মনে কখনো দ্বিধা জাগে না। বরং সন্তানদের হাসি-কান্নাতেও সে রহিমার ছায়া খুঁজে পায়। তার ভালোবাসা এতটাই সত্যিকারের যে, রহিমা কোথাও একা যেতে চাইলে রহিম অস্থির হয়ে ওঠে। যেন পৃথিবীটা তার হাত থেকে ফসকে যাবে। তাই সে সবসময় চায় রহিমা তার চোখের সামনে থাকুক, নিজের কাছে থাকুক।

কখনো কখনো রহিমার কারো সাথে কথা বলাও রহিমের সহ্য হয় না। সে চায়, রহিমার সমস্ত কথা, সমস্ত হাসি-কান্না শুধু তার জন্যই হোক। তার মনে হয়, রহিমা যদি অন্য কারো সাথে কথা বলে, তাহলে হয়তো সে তাকে হারিয়ে ফেলবে।

রহিমের এই ভালোবাসা অনেক সময় এক ধরনের শাসনে পরিণত হয়। কিন্তু সেই শাসনের ভেতরে লুকানো থাকে একান্ত ভয়—“রহিমা হারিয়ে যাবে না তো?”
রহিম প্রতিদিন দোয়া করে, যেন রহিমা তার জীবনের শেষ অবধি পাশে থাকে। কারণ তার ভালোবাসা কোনো খেলা নয়, কোনো মোহ নয়—এটা এক অটুট বন্ধন, যা রহিমাকে শ্বাস নেওয়ার মতোই প্রয়োজন।

একদিন ছোট ভাইকে বলেছিলাম –“ভাই, তোর বাইকটা আমাকে একটু দে তো।”সে শান্তভাবে বলল –“আমার বাবা বাইকটা কাউকে দিতে নিষেধ করেছে।...
16/09/2025

একদিন ছোট ভাইকে বলেছিলাম –
“ভাই, তোর বাইকটা আমাকে একটু দে তো।”
সে শান্তভাবে বলল –
“আমার বাবা বাইকটা কাউকে দিতে নিষেধ করেছে।”

সেদিন কষ্ট পেয়েছিলাম, মনে হয়েছিল আমি কি এতটাই অসহায়? সেই কষ্টটাই আমাকে বদলে দিল। মনে মনে প্রতিজ্ঞা করলাম – একদিন আমি নিজের জন্য ভালো একটা বাইক কিনব।

দিন কেটে গেল, আমি পরিশ্রম করলাম, চেষ্টা করলাম, হাল ছাড়লাম না।
আজ আল্লাহর রহমতে নিজের স্বপ্নের বাইক চালাচ্ছি।
রাস্তা দিয়ে যখন বাইক চালাই, মনে হয় –
আল্লাহ আমার সেই দিনের কষ্ট দেখেছিলেন, আমার সেই দিনের দোয়া শুনেছিলেন। ❤️

বন্ধুরা, মনে রেখো —
কষ্ট আমাদের ভাঙার জন্য না, আমাদের গড়ার জন্য।
যা তোমাকে একদিন কাঁদিয়েছে, সেটাই একদিন তোমাকে হাসাবে —
যদি তুমি হাল না ছাড়ো।

✨ স্বপ্ন দেখো, পরিশ্রম করো, আল্লাহর উপর ভরসা রাখো।
একদিন তোমারও কষ্ট আনন্দে পরিণত হবে, ইনশাআল্লাহ।

সবাইকে শুভ রাত্রি
21/05/2025

সবাইকে শুভ রাত্রি

জীবনে টিকে থাকা অনেক কঠিন।।
12/05/2025

জীবনে টিকে থাকা অনেক কঠিন।।

Address

Khulna
Satkhira
9420

Telephone

+8801926866477

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Yeasin Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Yeasin Gazi:

Share