At-Tahreek TV

At-Tahreek TV Official Page

শিক্ষার নামে এ কেমন বর্বরতা! ড্যাফোডিল বনাম সিটি ইউনিভার্সিটি: অগ্নিগর্ভ ক্যাম্পাস, আতঙ্কিত দেশ।শিক্ষিতদের এ কেমন অসভ্যত...
29/10/2025

শিক্ষার নামে এ কেমন বর্বরতা! ড্যাফোডিল বনাম সিটি ইউনিভার্সিটি: অগ্নিগর্ভ ক্যাম্পাস, আতঙ্কিত দেশ।

শিক্ষিতদের এ কেমন অসভ্যতা! এ কোন বর্বর শিক্ষা! বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আরেক বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেবে! কোন দিকে যাচ্ছে দেশ! শত কষ্টের মধ্যেও মানুষ কেন প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে যেতে চায় না, তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আল্লাহ আমাদের হেফাযত করুন। আমীন!

🔰🖋 ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব
⬛ চেয়ারম্যান, হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড।

🔥 ফেইসবুকে হুমকির নিন্দা ও দেশব্যাপী কঠোর প্রতিরোধের আহ্বান : আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ❌ উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী স...
27/10/2025

🔥 ফেইসবুকে হুমকির নিন্দা ও দেশব্যাপী কঠোর প্রতিরোধের আহ্বান : আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

❌ উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে গতকাল (শনিবার) দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতরাম আমীর-জামায়াত প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিবের একটি বিবৃতি প্রকাশ হওয়ায় ইসকনের পক্ষ থেকে তাকে হত্যার হুমকী দেওয়া হয়।
❌🇧🇩 ‘ইসকন অফ বাংলাদেশ’ নামের একটি ফেইসবুক আইডি থেকে ড. আসাদুল্লাহ আল-গালিব এবং হেফাজতে ইসলামের আমীর মুহিবুল্লাহ বাবুনগরীর ছবি সংযুক্ত করে তাদের দু’জনকে হত্যার হুমকী প্রদান করা হয়। আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও প্রচার সম্পাদক ড. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন এক বিবৃতিতে উক্ত হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। যার সাথে এদেশের সাধারণ হিন্দুদেরও কোনো সংশ্লিষ্টতা নেই।

🔥🇧🇩 এরা বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এরা সরল সিধা মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দুদের সাথে অপকর্মে লিপ্ত করতে বাধ্য করছে। এরা ব্রাহ্মণ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করে এদেশকে অস্থিতিশীল করতে চায়। এদের হাত থেকে কোনো মুসলমানই নিরাপদ নয়। তাই এদের বিরুদ্ধে দেশব্যাপী জোরালো প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেক গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ধর্মপ্রাণ মুসলমানদের দ্বারা প্রতিরোধ টিম গঠন করতে হবে।

🇧🇩☪️ বিবৃতিতে তারা এত বড় ঘটনার পরও সরকারের নির্লিপ্ততার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, সরকার নির্লিপ্ত থাকলেও এদেশের তৌহীদী জনতা তাদের শেষ রক্তবিন্দু দিয়েও ইসকনসহ যেকোনো উগ্র-সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেই ইনশাআল্লাহ।

❌ হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করুন🔰🖋️প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব📜 Daily Inqilab 🗞️ দৈনিক ইনক...
25/10/2025

❌ হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করুন
🔰🖋️প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
📜 Daily Inqilab 🗞️ দৈনিক ইনকিলাব

গাজীপুরের টঙ্গী বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মহিবল্লাহ মিয়াজীকে গুমের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের প্রতি উপরোক্ত আহ্বান জানান ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব।

তিনি বলেন, ইসকন সন্ত্রাসীরা জুম‘আর খুৎবায় হক কথা বলার অপরাধে একাধিক হুমকি মূলক চিঠি দিয়ে অবশেষে নিরীহ আলেমে দ্বীন মাওলানা মিয়াজীকে গুম করে তার উপর নির্মম নির্যাতন চালায়। হাত, পা, চোখ বেঁধে লোমহর্ষক শারিরীক নির্যাতন চালিয়ে উত্তরাঞ্চলের পঞ্চগড় যেলার এক প্রত্যন্ত এলাকায় রাস্তার ধারে তাকে ফেলে দেয়। ইতিপূর্বে তারা চট্টগ্রাম আদালত পাড়ায় প্রকাশ্য দিবালোকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে হত্যা করে। এরা মুসলিম যুবতীদের উপর পাষবিক নির্যাতন চালায়।

তিনি বলেন, বয়োবৃদ্ধ এই ইমামের উপর হিন্দু সন্ত্রাসীদের নির্মম নির্যাতনে ঈমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অবিলম্বে ইসকন সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে এবং বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ইসকনকে চিরতরে নিষিদ্ধ না করা হলে প্রতিহিংসার আগুন দাউ দাউ কর জ্বলে উঠবে।

তিনি বলেন, ইসকন দেশে ও বিদেশে মুসলমান বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে প্রতিবেশী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। তাই এদের বিরুদ্ধে দেশের সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি তিনি দেশের সকল ইসলামি ও রাজনৈতিক সংগঠনকে সন্ত্রাসী হিন্দু সংগঠন ইসকনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলার উদাত্ত আহ্বান জানান।

#ইসকননিষিদ্ধ

#ইসকনবিতর্ক
#ইসকন

বাংলাদেশে প্রথমবার ড. জাকির নায়েক।আগারগাঁও ঢাকা!২৮ তারিখ হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ 🤍
12/10/2025

বাংলাদেশে প্রথমবার ড. জাকির নায়েক।
আগারগাঁও ঢাকা!

২৮ তারিখ হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ 🤍

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন:"নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন, তাকে পথ দেখাতে পারবেন না। বরং আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখা...
29/09/2025

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন:
"নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন, তাকে পথ দেখাতে পারবেন না। বরং আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান। আর তিনিই ভালো জানেন কারা সৎপথ গ্রহণকারী।" (সূরা আল-কাসাস, আয়াত: ৫৬)

এই আয়াতের মাধ্যমে আল্লাহ নবী মুহাম্মদ (সা.)-কে উদ্দেশ্য করে বলেছেন যে, দাওয়াত দেওয়া বা হেদায়েতের পথে আহ্বান করা নবীর কাজ, কিন্তু কাউকে হেদায়েত দান করা একমাত্র আল্লাহরই এখতিয়ার।
আল্লাহ বলেছেন, “হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি। আপনার কাজ শুধু দাওয়াত দেওয়া।”
এই আয়াত আমাদের শেখায় যে, আমরা মানুষকে আল্লাহর পথে ডাকব, কিন্তু হেদায়েতের জন্য জোর করব না। কারণ, হেদায়েত আল্লাহর হাতে। আমাদের দায়িত্ব শুধু আন্তরিকতার সাথে সত্যের পথে আহ্বান করা।

জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে  (বাকারাহ্ ২৬৯)সময়ের অপেক্ষা ইনশা আল্লাহ ।
27/09/2025

জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে (বাকারাহ্ ২৬৯)
সময়ের অপেক্ষা ইনশা আল্লাহ ।

🇸🇦সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং হাইয়াতু কিবারিল ওলামার প্রধান শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ আলুশ-শায়েখ  সম্প্রতি মৃ...
26/09/2025

🇸🇦সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং হাইয়াতু কিবারিল ওলামার প্রধান শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ আলুশ-শায়েখ সম্প্রতি মৃত্যুবরন করলেন। তাঁর লাশ দাফন করা হয়েছে রিয়াদের🇸🇦 এক নিভৃত অনাড়ম্বর কবরস্থানে। এতবড় একজন বিদ্বান অথচ তার কোন নাম-নিশানাও লিখে রাখা নেই। পরবর্তী প্রজন্ম তার কবর ঘিরে কোন আয়োজন করবে সে ধরণের কোন সুযোগ নেই। এর বিপরীতে আমাদের দেশের কবরগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে কি বিশাল ব্যবসা কেন্দ্র বানিয়ে ফেলা হয়েছে একেকজন পীর ও তার মুরীদদের কেন্দ্র করে! নেক্কার, পরহেযগার আলেম তো দূরে থাক কেবল কিশোরগঞ্জের পাগলা বাবার মাজারই যথেষ্ট আমাদের অজ্ঞ, মুর্খ, কুসংস্কারাচ্ছন্ন মুসলিম সমাজের সীমাহীন দুরবস্থার ইঙ্গিত করতে। আজও পর্যন্ত এসব হিন্দুয়ানী শিরকী কালচার থেকে আমরা বের হতে পারিনি। সেদিকে লক্ষ্য করেই অনেক বছর আগে ✍কবি কাজী নজরুল ইসলাম,রচনা করেছিলেন.
🔴"তাওহীদের হায় এ চির সেবক ভুলিয়া গিয়াছো সে তাকবীর, দূর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শীর।"🔴
🔰উল্লেখ্য যে, ইসলামে কবর পাকা করা, উচুঁ করা, সাজ-সজ্জা করা সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল ﷺ বলেন, لَعَنَ ٱللَّهُ ٱلۡيَهُودَ وَٱلنَّصَارَى ٱتَّخَذُوا۟ قُبُورَ أَنبِيَآئِهِمۡ مَسَاجِدَ “আল্লাহ্ ইহুদী ও খ্রিষ্টানদের ওপর লানত করুন; তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে (বুখারী, মুসলিম)। ”
তিনি আরো বলেন, لَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا “আমার কবরকে তোমরা ঈদের (পূজার স্থান) বানিও না (আবু দাউদ, মুসনাদ আহমাদ)।

🔰ইবনু তায়মিয়াহ (রহ.) বলেন, مَنِ اتَّخَذَ الْمَقَابِرَ مَسَاجِدَ فَقَدْ دَخَلَ فِي لَعْنَةِ اللَّهِ وَرَسُولِهِ“যে কবরকে মসজিদ বানায়, সে আল্লাহ ও তাঁর রাসূলের লা‘নতের অন্তর্ভুক্ত (ইকতিযাউছ ছিরাতিল মুস্তাকীম, 2/193)।

"গণতন্ত্র হটাও""দেশ বাঁচাও"গণতন্ত্র নয়, চাই ইসলামী খেলাফত🔰✍প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব◼ আমীর, আহলেহাদীছ আন্...
16/07/2025

"গণতন্ত্র হটাও"
"দেশ বাঁচাও"
গণতন্ত্র নয়, চাই ইসলামী খেলাফত

🔰✍প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
◼ আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
◼ প্রফেসর (অবঃ), আরবী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ।

‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ ফের চালু করতে সরকারের সংশ্লিষ্টদ...
14/07/2025

‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশ
ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ ফের চালু করতে
সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে। ২০১৬ সালে পিস টিভি বন্ধ করে দেয় আওয়ামী সরকার।

২০১৬ সালের জুলাইয়ে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন জাকির নায়েকের অনুসারী ছিল এবং তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের ভিত্তিতে পিস টিভি বন্ধ করে দেয় আওয়ামী সরকার।

এদিকে, হাসিনা সরকারের পতনের পর গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার বন্ধ হয়নি। বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি না থাকায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার চালুর প্রক্রিয়া চলমান। আবেদনও করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে তা চালু হবে।

🇧🇩 দেশের আকাশে দেখা গিয়েছে মুহাররম  মাসের চাঁদ 🌙📌 নাজাতে মূসার (আঃ) শুকরিয়া আদায়ের নিয়তে আশুরার ছিয়াম পালন করলে পূর্ববর্...
04/07/2025

🇧🇩 দেশের আকাশে দেখা গিয়েছে মুহাররম মাসের চাঁদ 🌙
📌 নাজাতে মূসার (আঃ) শুকরিয়া আদায়ের নিয়তে আশুরার ছিয়াম পালন করলে পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ।
🔰 🔥আগামী ৬ই জুলাই রবিবার পবিত্র আশূরার দিন অর্থাৎ ১০ই মহররম।
🔊📣 বেশি বেশি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের জানিয়ে দিন।
➡ এদিন আল্লাহর হুকুমে মিসরের অত্যাচারী সম্রাট ফেরাঊন তার সৈন্যদল সহ নদীতে ডুবে মরেছিল এবং মূসা (আঃ) ও তাঁর সাথী বনু ইস্রাঈলগণ ফেরাঊনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে মূসা (আঃ) এদিন ছিয়াম রাখেন’।[মুসলিম হা/১১৩০ (১২৮)।] সেকারণ এদিন নাজাতে মূসার শুকরিয়ার নিয়তে ছিয়াম রাখা মুস্তাহাব। যা রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম নিয়মিতভাবে পালন করতেন।
🛑◼ আশূরার ছিয়াম রাখলে পূর্ববর্তী এক বছরের (ছগীরা) গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। (মুসলিম হা/১১৬২)।
🔰◼ আশূরার দিন নাজাতে মূসার শুকরিয়ার নিয়তে ছিয়াম পালন করতে হবে।
🔥আশূরার ছিয়াম ৫ই ও ৬ই জুলাই (রবিবার ও সোমবার) অথবা ৬ই ও ৭ই জুলাই ( সোমবার ও মঙ্গলবার) পালন করতে হবে।
◼ ইবনু আববাস (রাঃ) থেকে বর্ণিত, صُومُوا التَّاسِعَ وَالْعَاشِرَ وَخَالِفُوا الْيَهُودَ ‘তোমরা ৯ ও ১০ তারিখে ছিয়াম রাখ এবং ইহুদীদের বৈপরীত্য কর’। সুতরাং মুহাররমের দু’টি ছিয়াম পালন করা উত্তম। এক্ষেত্রে দশ তারিখের আগের দিন বা পরের দিন ছিয়াম রাখা যেতে পারে। তিরমিযী হা/৭৫৫;; বায়হাক্বী হা/৮৬৬৫
____________________________________________
🔰◼ আশূরার ছিয়াম, আমি আশা করি (এর বিনিময়) বিগত এক বছরের গুনাহ ক্ষমা করা হবে’। মুসলিম হা/১১৬২
🛑◾ নবী করীম (ছাঃ) রামাযানের ছিয়ামের পর আশূরার দিন ছাড়া কোন দিনকে অন্য দিন অপেক্ষা মাহাত্ম্যপূর্ণ মনে করতেন না’। {ছহীহ তারগীব হা/১০০৬}
🔥📙 আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয়
📚🖋প্রফেসর ড.মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব

ইতিহাসে প্রথমবারের মতো ৩৫ ভাষায় সরাসরি অনুবাদ হবে মক্কার জুম'আর খুৎবাবিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করা হবে মক্কার গ্...
04/07/2025

ইতিহাসে প্রথমবারের মতো ৩৫ ভাষায়
সরাসরি অনুবাদ হবে মক্কার জুম'আর খুৎবা

বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করা হবে মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত জুম'আর খুৎবা । শুক্রবার (৪ জুলাই) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এই ঘোষণা দেয়। খবর সৌদি গ্যাজেট’র।

এদিন খুৎবা প্রদান ও জুম'আর নামাজের ইমামতি করবেন ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আস-সুদাইস।

প্রেসিডেন্সির জনসংযোগ বিভাগের সাধারণ তত্ত্বাবধায়ক ফাহিম আল-হামিদ বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে খুতবার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে বিশ্ব মুসলিমের মাঝে আন্তঃসংযোগ স্থাপন ও সভ্যতা ও সংস্কৃতির বিনিময়ে সেতুবন্ধন তৈরিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

লাইভ অনুবাদের ফলে এখন বিশ্বের যেকোনো প্রান্তে বসে মুসলমানরা নিজ নিজ ভাষায় এই গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তা গ্রহণ করতে পারবেন। এটি ধর্মীয় সম্প্রচারে এক যুগান্তকারী পদক্ষেপ।

🔰 সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫✍ অনুষ্ঠিত হবে ৪টি গ্রুপে🔴 (৭ থেকে ১১ বছর পর্যন্ত সকল বালক বালিকার জন্য)🔴...
03/07/2025

🔰 সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫
✍ অনুষ্ঠিত হবে ৪টি গ্রুপে
🔴 (৭ থেকে ১১ বছর পর্যন্ত সকল বালক বালিকার জন্য)
🔴 (১১+ থেকে ১৫ বছর পর্যন্ত সকল বালক বালিকার জন্য)
🔴 (৭ থেকে ১১ বছর কেবল জেনারেল শিক্ষার্থীদের জন্য)
🔴 (১১+ থেকে ১৫ বছর পর্যন্ত কেবল জেনারেল শিক্ষার্থী বালকদের জন্য)
🎙বিষয়: ⬛ আক্বীদা, ⬛ অর্থসহ হিফযুল কুরআন, ⬛ অর্থসহ হিফযুল হাদীছ, ⬛ জাগরণী, ⬛ সাধারণ জ্ঞান ও দ্বীনিয়াত
🎙শুরু ৫ই সেপ্টেম্বর শুক্রবার (শাখা পর্যায়) ও শেষ ১০ই অক্টোবর শুক্রবার (কেন্দ্রীয় পর্যায়)
⬛ বিস্তারিত জানতে ও সিলেবাস সংগ্রহ করতে
০১৭১৫-৭১৫১৪৩
০১৭০৯-৭৯৬৪২৪
🇧🇩 সোনামণি (একটি আদর্শ জাতীয় শিশু-কিশোর সংগঠন)।

Address

Dhaka
Satkhira
SATKHIRASADAR

Alerts

Be the first to know and let us send you an email when At-Tahreek TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share