26/09/2025
🇸🇦সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং হাইয়াতু কিবারিল ওলামার প্রধান শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ আলুশ-শায়েখ সম্প্রতি মৃত্যুবরন করলেন। তাঁর লাশ দাফন করা হয়েছে রিয়াদের🇸🇦 এক নিভৃত অনাড়ম্বর কবরস্থানে। এতবড় একজন বিদ্বান অথচ তার কোন নাম-নিশানাও লিখে রাখা নেই। পরবর্তী প্রজন্ম তার কবর ঘিরে কোন আয়োজন করবে সে ধরণের কোন সুযোগ নেই। এর বিপরীতে আমাদের দেশের কবরগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে কি বিশাল ব্যবসা কেন্দ্র বানিয়ে ফেলা হয়েছে একেকজন পীর ও তার মুরীদদের কেন্দ্র করে! নেক্কার, পরহেযগার আলেম তো দূরে থাক কেবল কিশোরগঞ্জের পাগলা বাবার মাজারই যথেষ্ট আমাদের অজ্ঞ, মুর্খ, কুসংস্কারাচ্ছন্ন মুসলিম সমাজের সীমাহীন দুরবস্থার ইঙ্গিত করতে। আজও পর্যন্ত এসব হিন্দুয়ানী শিরকী কালচার থেকে আমরা বের হতে পারিনি। সেদিকে লক্ষ্য করেই অনেক বছর আগে ✍কবি কাজী নজরুল ইসলাম,রচনা করেছিলেন.
🔴"তাওহীদের হায় এ চির সেবক ভুলিয়া গিয়াছো সে তাকবীর, দূর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শীর।"🔴
🔰উল্লেখ্য যে, ইসলামে কবর পাকা করা, উচুঁ করা, সাজ-সজ্জা করা সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূল ﷺ বলেন, لَعَنَ ٱللَّهُ ٱلۡيَهُودَ وَٱلنَّصَارَى ٱتَّخَذُوا۟ قُبُورَ أَنبِيَآئِهِمۡ مَسَاجِدَ “আল্লাহ্ ইহুদী ও খ্রিষ্টানদের ওপর লানত করুন; তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে (বুখারী, মুসলিম)। ”
তিনি আরো বলেন, لَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا “আমার কবরকে তোমরা ঈদের (পূজার স্থান) বানিও না (আবু দাউদ, মুসনাদ আহমাদ)।
🔰ইবনু তায়মিয়াহ (রহ.) বলেন, مَنِ اتَّخَذَ الْمَقَابِرَ مَسَاجِدَ فَقَدْ دَخَلَ فِي لَعْنَةِ اللَّهِ وَرَسُولِهِ“যে কবরকে মসজিদ বানায়, সে আল্লাহ ও তাঁর রাসূলের লা‘নতের অন্তর্ভুক্ত (ইকতিযাউছ ছিরাতিল মুস্তাকীম, 2/193)।