
24/08/2024
ত্রানের জন্য ৫০ হাজার টাকা তুলে ২০ হাজার টাকা ট্রাক ভাড়া ও ১০ হাজার টাকা নৌকা ভাড়া দিয়ে সেখানে ১০ জন পোলাপানের নিজেদের খরচ ৫ হাজার টাকা মোট ৩৫ হাজার টাকা না খরচ করে, সেই ৫০ হাজার টাকা কোনো ভালো ফাউন্ডেশন/সংগঠন অথবা সেনাবাহিনীর হাতে তুলে দিলে তারা আপনার ৫০ হাজার টাকা ই বন্যাত্বদের মাঝে পৌঁছে দিতে পারবে।
এতে করে বেশি মানুষ ত্রাণ পাবে।
কিন্তু ৫০ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকার ত্রাণ নিলে থাকলোই বা কি, কয়জন ই বা পাবে?আপনাদের উদ্যোগ ভালো সেটা কে সেলুট জানাই।
কিন্তু আমাদের সবার উদ্দেশ্য তো একটাই বন্যাত্বদের মাঝে ত্রান পৌছানো তাই না! তাহলে প্রতি এলাকা ভিত্তিক মানুষ যাওয়ার তো দরকার নেই এতো টাকা খরচ করে। এর চেয়ে ভালো: যে টাকা আপনার যাওয়া আসা ও ট্রাক ভাড়া করাতে খরচ হবে সেটা বন্যাত্বরা পাক। শুধু শুধু ফেস ভ্যালুর জন্য নিজেরা ই যেতে হবে এটা তো ঠিক না।
সেখানে এলাকা ভিত্তিক সবার না গেলেও চলবে। অনেক ভলেন্টিয়ার আছে সেখানে। কিন্তু ত্রান টা যেনো বেশি মানুষ পাক সেটাই আমরা চাই।