07/10/2025
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাস পানিতে ডুবে😭 যায় আর সেই ডুবে যাওয়া মাইক্রোবাসটিতে ছিল বাবা মেয়ে 😭😭
মৃত্যু নিশ্চিত জেনেও বাবা তার আদরের মেয়েকে বাঁচানোর জন্য করেছিল আফরান চেষ্টা। শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি তাই বাবা তার সন্তানকে বুকে জড়িয়ে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্তানকে কতটুকু ভালবাসলে একজন বাবা তার শেষ নিঃশ্বাস অব্দি সন্তান কিভাবে আগলাই রাখতে পারে।
স্যালুট জানাই প্রত্যেকটি সন্তানের বাবা নামের বটগাছটিকে।
#পানিতেডুবেমৃত্য