
23/05/2025
"এই সবুজ মাঠে দাঁড়িয়েও আজ মনটা ধূসর, তোমার অনুপস্থিতি সব রঙ কেড়ে নিয়েছে।"
"কিছু শূন্যতা এই খোলা আকাশের মতোই বিশাল, যা পূরণ হওয়ার নয়।"
"এই শান্ত পরিবেশে একা বসে তোমার স্মৃতিগুলো বড্ড বেশি কষ্ট দিচ্ছে।"
"সবুজ প্রকৃতির মাঝেও আজ যেন বিষাদের সুর বাজে, তুমি নেই বলে।"
"দূর দিগন্তে তাকিয়ে শুধু তোমার কথাই মনে পড়ে, আর একটা দীর্ঘশ্বাস।"