11/09/2025
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার শাখার উদ্যোগে
সম্মেলন ২০২৫
প্রধান অতিথি - সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের কান্ডারী। সাতক্ষীরার গর্ব, গরিবের ডাক্তার,
ডাঃ মোঃ শহিদুল আলম
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
উদ্বোধক ও প্রধান বক্তা —এডভোকেট অসীম কুমার মন্ডল আহবায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখা ও বিজ্ঞ জিপি জজ কোর্ট সাতক্ষীরা।
বিশেষ অতিথি — অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ
যুগ্ন আহবায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাতক্ষীরা জেলা।ও এপিপি জজ কোর্ট সাতক্ষীরা।
সভাপতিত্বে —তুষার কান্তি বোস (পিংকাই)
আহবায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখা
পরিচালনায় — প্রীতিশ রায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আশাশুনি উপজেলা শাখা। Part 26