Nusrat Pervez vlog

Nusrat Pervez vlog ❤️My thoughts, my world, my sharing life's journey with you❤️
(9)

আমার ছোট খালাম্মা যে কিনা আমার মায়ের পর দ্বিতীয় মা। খালাম্মা হয়তো শুনছে আমি পাউরুটি খেতে পছন্দ করতেছি এখন তাই আমার জন্য ...
09/08/2025

আমার ছোট খালাম্মা যে কিনা
আমার মায়ের পর দ্বিতীয় মা।

খালাম্মা হয়তো শুনছে আমি পাউরুটি খেতে
পছন্দ করতেছি এখন তাই আমার জন্য কিনে আনছে।

এটা হয়তো আপনাদের অনেকের সামান্য মনে হতে পারে।
কিন্তু আমার কাছে অনেক মূল্যবান কিছু।

আর হা আমার খালাম্মা কিন্তু শুধু এই পাউরুটি আমাকে দেয় নি।

আমার খালাম্মা আমার ছোট বেলা থেকে আমার প্রায় সব কিছু দিয়ে আসছে।

যে গুলো হিসাব করে বলা সম্ভব না।
তার নিজের মেয়েদের পরে আমার জায়গা টা রেখেছে সব সময়।

অথচ আমার আম্মু কখন ও আমার খালাতো বোনদের কিছু দিতে পারে নাই।

একেবারে নিরসারথ ভালোবাসা পায় আমরা আমার নানু বাড়ি থেকে প্রতিটা সদস্যের কাছ থেকে। (মামা, খালা, মামী, খালু) সবাই আল্লাহর অশেষ রহমতে আমাদের ভালোবাসে।

তবে ছোট খালাম্মা আর ছোট মামা একটু আলাদা ❤️❤️

খোদা এই কষ্ট থেকে তুমি মুক্তি দাও।আর পারছি না।পৃথিবীতে কারো চরম শত্রুকেও তুমি এই শ্বাস কষ্ট রোগ দিও না খোদা।
05/08/2025

খোদা এই কষ্ট থেকে তুমি মুক্তি দাও।

আর পারছি না।

পৃথিবীতে কারো চরম শত্রুকেও তুমি
এই শ্বাস কষ্ট রোগ দিও না খোদা।

এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনি যাকে বেশি ভরসা করবেন। দেখবেন যার কাছে আপনার শান্তি মিলবে। সেই মানুষ টাই আপনাকে এড়িয়ে চলবে। ...
05/08/2025

এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনি যাকে বেশি ভরসা করবেন।

দেখবেন যার কাছে আপনার শান্তি মিলবে।
সেই মানুষ টাই আপনাকে এড়িয়ে চলবে।

এটাই বাস্তব 💔😅

এই গজা গুলো কে কে খেয়েছেন? এগুলো খেতে অনেক টেস্টি হয়।এর ভিতরে অনেক নরম হয়।
03/08/2025

এই গজা গুলো কে কে খেয়েছেন?

এগুলো খেতে অনেক টেস্টি হয়।

এর ভিতরে অনেক নরম হয়।

আচ্ছা আমার মতো এমন কে কে আছেন? যে কিনা সকালে ১কৌটা বিস্কুট রেখে ভাবি এই বিস্কুট এক সপ্তাহ নিয়ে যাবো।কিন্তু সনধ্যার সময় এ...
02/08/2025

আচ্ছা আমার মতো এমন কে কে আছেন?
যে কিনা সকালে ১কৌটা বিস্কুট রেখে ভাবি এই বিস্কুট এক সপ্তাহ নিয়ে যাবো।

কিন্তু সনধ্যার সময় এই অবস্থায় 😂

পেটুক হলে যা হয় আর কি😂

সকাল সকাল গরম ভাতের সাথে ডিম ভাজি। কার কার পছন্দ?  ゚
02/08/2025

সকাল সকাল গরম ভাতের সাথে ডিম ভাজি।

কার কার পছন্দ?

শুভ দুপুর সবাইকে। দুপুর বেলা কে কি দিয়ে ভাত খেলেন শুক্রবারে। ゚
01/08/2025

শুভ দুপুর সবাইকে।

দুপুর বেলা কে কি দিয়ে ভাত খেলেন শুক্রবারে।

সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আমার নানি খুব অসুস্থ, জরের জন্য 😭আল্লাহ আমার নানিকে সুস্থ করে দাও আমিন🤲
01/08/2025

সবাই আমার নানির জন্য দোয়া করবেন।

আমার নানি খুব অসুস্থ, জরের জন্য 😭

আল্লাহ আমার নানিকে সুস্থ করে দাও আমিন🤲

আল্লাহ কখন কার কি করবে কেউ বলতে পারে না।আমার নানি যে কিনা আমাকে পরীক্ষা দিতে একা যেতে দিবে না তিনি নিজে বয়স্ক হয়ে যাওয়ার...
31/07/2025

আল্লাহ কখন কার কি করবে কেউ বলতে পারে না।

আমার নানি যে কিনা আমাকে পরীক্ষা দিতে একা যেতে দিবে না তিনি নিজে বয়স্ক হয়ে যাওয়ার পরও।

আজ সেই নানি জ্বরে হুশ নেই কোন😭

তার মধ্যে ও বলছে আমাকে একা যেতে দিবে না।

অথচ আমি নিজে অসুস্থ থাকার জন্য নানিকে সেবা যত্ন করতে পারলাম না 💔😪

সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আমার নানি যেনো আল্লাহ রাতের মধ্যে সুস্থ করে দেয়।

আমিন🤲🤲

কেমন আছেন ফেসবুকবাসি।এখন তো সবার জ্বর হচ্ছে প্রত্যেক বাড়িতে।সবাই সাবধানে থাকবে।
31/07/2025

কেমন আছেন ফেসবুকবাসি।

এখন তো সবার জ্বর হচ্ছে প্রত্যেক বাড়িতে।

সবাই সাবধানে থাকবে।

এই ভাত কে কে খেয়েছেন?যাদের ডায়াবেটিস আছে এবংযারা আমার মতো ডায়েট করতে চান তাদের জন্য খুবই উপকারী এই লাল চাউলের ভাত।খেতে ম...
30/07/2025

এই ভাত কে কে খেয়েছেন?

যাদের ডায়াবেটিস আছে এবং
যারা আমার মতো ডায়েট করতে চান তাদের জন্য
খুবই উপকারী এই লাল চাউলের ভাত।

খেতে মজা না কিন্তু শরীরের জন্য উপকারী।

শুভ সকাল সবাইকে  ゚
29/07/2025

শুভ সকাল সবাইকে

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Pervez vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category