Firoz Diary

Firoz Diary শূন্যস্থান কখনো শূন্য থাকেনা।
ধুলাবালি দিয়ে হলেও তা পরিপূর্ণ হয়ে যায়....!

🥀💝  ゚viralシalシlシ
03/12/2025

🥀💝 ゚viralシalシlシ

💝🥀  ゚viralシalシlシ
30/11/2025

💝🥀 ゚viralシalシlシ

🥀💝  ゚viralシalシlシ
29/11/2025

🥀💝 ゚viralシalシlシ

😀💝  ゚viralシalシlシ
27/11/2025

😀💝 ゚viralシalシlシ

18/10/2025

কালো ধোঁ'য়া'য় ঢেকে গেছে পুরো ঢাকা। বিমানবন্দরে ভ'য়া'ব'হ আ'গু'ন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এর ১৬ টি ইউনিট।

06/10/2025

বন্ধু যখন শত্রুতার রূপ নেয়, তখন তার পরিণতি কতোটা ভয়ানক হতে পারে, তার এক মর্মান্তিক উদাহরণ সৃষ্টি করলো মারুফের সাথে ঘটে যাওয়া ঘটনাটি। মাত্র ১৬০০ টাকা পাওনা নিয়ে তার কিছু ঘনিষ্ঠ বন্ধু এমন এক জঘন্য অপরাধের পরিকল্পনা করে, যা পুরো সমাজে আলোড়ন সৃষ্টি করেছে।
​ঘটনার সূত্রপাত হয় একদিন রাতে। পাওনা টাকার জের ধরে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী মারুফের বন্ধুরা তাকে কৌশলে ডেকে নিয়ে যায়। এরপর নৃশংসতার চরম সীমা অতিক্রম করে তারা মারুফকে ইলেকট্রিক শক দেয় এবং জোরপূর্বক একটি অটো গাড়িতে তুলে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট—মারুফের বড় কোনো ক্ষতি করার।

​ঘাতকদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। তাদের ব্যবহৃত অটো গাড়ির বিবেকবান চালক এলাকায় এসে পুরো ঘটনাটি ফাঁস করে দেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকার জনসাধারণ এবং সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামেন। দ্রুত তৎপরতার ফলস্বরূপ, ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে আহত অবস্থায় মারুফকে উদ্ধার করা হয়।
​মারুফ সুস্থ হওয়ার পর তার জবানবন্দিতে উঠে আসে সেই ভয়ংকর রাতের বিবরণ। তার বন্ধুরা যে তাকে তার বন্ধুরা প্রচুর মারধর করে। পর্যাপ্ত সময় না পাওয়া এবং লোকজনের দ্রুত আগমনই মূলত একটি বড় দুর্ঘটনা ঘটা থেকে বাঁচায়। এমন বিপদ থেকে রক্ষা পাওয়ায় মারুফ এবং তার পরিবার আল্লাহর কাছে শুকরিয়া জানায়।

​এই অমানবিক ঘটনাটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। সবাই মারুফের পক্ষে প্রতিবাদে শামিল হয় এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সামাজিক চাপের মুখেই বিচার প্রক্রিয়া শুরু হয়।
​দুই গ্রামের মুরুব্বি ও নেতাদের উপস্থিতিতে এক সালিশি সভার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। অপরাধের ভয়াবহতা বিবেচনা করে বন্ধুদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, ভবিষ্যতে এমন কোনো অপরাধমূলক কাজ করলে, তাদের প্রত্যেককে অতিরিক্ত ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে—এই মর্মে তারা জবানবন্দি দেয়। উভয় পক্ষকে মিলিয়ে দেওয়ার মাধ্যমে এই সংঘাতের সমাপ্তি ঘটে। এই বিচারের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলে তা আরও আলোচনার জন্ম দেয়।
​এই ঘটনা প্রমাণ করে যে সামান্য টাকার লোভে মানুষ বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্ককেও গলা টিপে হত্যা করতে দ্বিধা করে না। তবে সময়মতো মানুষের সহযোগিতা এবং সচেতনতাই মারুফকে নিশ্চিত বড় ধরনের দূর্ঘটনা থেকে বাঁচিয়ে একটি দৃষ্টান্ত তৈরি করেছে।

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Firoz Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share