
12/07/2025
🖤 একটি প্রশ্নই এখন পুরো জাতির হৃদয় বিদীর্ণ করে দিচ্ছে —
"বাচ্চা দুটো এখন কাকে বাবা বলে ডাকবে?"
একজন সৎ, পরিশ্রমী, পরিবারের জন্য নিবেদিত মানুষ — সোহাগ।
যার একমাত্র অপরাধ ছিল সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল-"চাঁদা দেয়ার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই"।
আর সেই অপরাধে সন্ত্রাসীদের নির্মম হামলায় হারাতে হলো প্রাণ।
🧒👧 দুটো নিষ্পাপ শিশুর চোখে এখন শুধুই শূন্যতা।
তারা জানে না, তাদের প্রিয় বাবা আর কখনো ফিরে আসবে না।
📢 আমরা আর কত চুপ করে থাকব?
সোহাগের জন্য বিচার চাই। তার পরিবার, তার সন্তানের ভবিষ্যতের নিরাপত্তা চাই।
এই নিষ্ঠুরতার শেষ কোথায়?
#বাবাকে_চাই #সন্ত্রাসীদেরবিচারচাই