Dr.Md Abul Bashar Setu

Dr.Md Abul Bashar Setu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md Abul Bashar Setu, Digital creator, united state, Satkhira.

17/05/2025

Blood Pressure (রক্তচাপ) বিষয়ক ১০০টি প্রশ্ন ও উত্তর

মৌলিক ধারণা (Basic Concepts)

1. প্রশ্ন: Blood Pressure কী?
উত্তর: এটি হলো ধমনীতে রক্তপ্রবাহের সময় রক্তের চাপ।

2. প্রশ্ন: BP এর পুরো নাম কী?
উত্তর: Blood Pressure।

3. প্রশ্ন: Blood Pressure কিসে পরিমাপ করা হয়?
উত্তর: Sphygmomanometer ও Stethoscope দিয়ে।

4. প্রশ্ন: Normal BP কত?
উত্তর: 120/80 mmHg।

5. প্রশ্ন: BP-এর দুইটি অংশ কী কী?
উত্তর: Systolic ও Diastolic।

6. প্রশ্ন: Systolic Pressure কাকে বলে?
উত্তর: হৃদপিণ্ড সংকোচনকালে রক্তচাপ।

7. প্রশ্ন: Diastolic Pressure কাকে বলে?
উত্তর: হৃদপিণ্ড শিথিল অবস্থায় রক্তচাপ।

8. প্রশ্ন: mmHg এর অর্থ কী?
উত্তর: মিলিমিটার অফ মার্কিউরি।

9. প্রশ্ন: Blood Pressure কোন এককে মাপা হয়?
উত্তর: mmHg।

10. প্রশ্ন: BP কে আবিষ্কার করেন?
উত্তর: Stephen Hales (প্রথম), পরে Riva-Rocci এবং Scipione Riva-Rocci আধুনিক পদ্ধতি প্রবর্তন করেন।

যন্ত্র ও পদ্ধতি (Instruments & Methods)

11. প্রশ্ন: Sphygmomanometer কয় প্রকার?
উত্তর: তিন প্রকার—Mercury, Aneroid, Digital।

12. প্রশ্ন: Stethoscope কেন ব্যবহার হয়?
উত্তর: Korotkoff sound শুনে BP নির্ণয়ের জন্য।

13. প্রশ্ন: Korotkoff sound কী?
উত্তর: রক্ত প্রবাহের সময় শোনা শব্দ।

14. প্রশ্ন: BP মাপার সময় cuff কোথায় লাগাতে হয়?
উত্তর: বাহুর উপরভাগে, হৃদপিণ্ডের সমতলে।

15. প্রশ্ন: BP নির্ণয়ের সঠিক অবস্থান কী?
উত্তর: রোগী বসা বা শোয়া অবস্থায়, বাহু হৃদয়ের সমান উচ্চতায়।

16. প্রশ্ন: BP মাপার সময় কত মিনিট বিশ্রাম দরকার?
উত্তর: অন্তত ৫ মিনিট।

17. প্রশ্ন: BP cuff কত প্রকারের হয়?
উত্তর: বিভিন্ন বয়স ও বাহুর আকার অনুযায়ী বিভিন্ন আকারের cuff হয়।

18. প্রশ্ন: ভুল আকারের cuff ব্যবহারে কী সমস্যা হয়?
উত্তর: ভুল ফলাফল পাওয়া যায়—বড় cuff কম দেখায়, ছোট cuff বেশি।

19. প্রশ্ন: Mercury sphygmomanometer কেন নিষিদ্ধ হচ্ছে?
উত্তর: পারদের বিষাক্ততার কারণে।

20. প্রশ্ন: Digital BP মেশিনের সুবিধা কী?
উত্তর: সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব।

বয়সভিত্তিক BP

21. প্রশ্ন: শিশুদের স্বাভাবিক BP কত?
উত্তর: 90/60 থেকে 110/75 mmHg।

22. প্রশ্ন: নবজাতকের BP কত হয়?
উত্তর: 60/40 থেকে 90/60 mmHg।

23. প্রশ্ন: বয়স্কদের BP স্বাভাবিক কত?
উত্তর: 130/80 mmHg এর নিচে।

24. প্রশ্ন: গর্ভবতী নারীর BP স্বাভাব

11/05/2025

Address

United State
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md Abul Bashar Setu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share