Sudeb Ghosh

Sudeb Ghosh The feeling of creating something new

দৈনিক রাজপথের দাবী
আশাশুনি প্রতিনিধি
সদস্য দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাব

03/07/2025

লালবাগ কেল্লা ঢাকা

মেট্রো রেল, ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, লালবাগ কেল্লা ঢাকা একটু ঘুরে এলাম
03/07/2025

মেট্রো রেল, ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, লালবাগ কেল্লা ঢাকা একটু ঘুরে এলাম

02/07/2025

রাতে বৃষ্টি ভেজা পদ্মা সেতু

দ্বিতীয়বার ঢাকায় উদ্দেশ্য
02/07/2025

29/06/2025

আশাশুনিতে অজ্ঞাত
ব্যক্তির মরদেহ উদ্ধার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর চরে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল পৌনে ১০ টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে সংবাদ দিলে বিষয়টি জানাজানি হয়।
উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর ত্রিমোহনা খেয়াঘাটের পাশে নদীর চরে কেওড়া বাগান মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। স্থানীয় মাসুম বিল্লাহ কয়েকজনের সঙ্গে খোলপেটুয়া নদীতে কাঁকড়া ধরার জন্য খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বাগানের মধ্যে ঝুলন্ত ব্যক্তির পা দেখতে পেয়ে তিনি স্থানীয়দের জানান। লুঙ্গি পরা মৃত ব্যক্তির গলায় তুলসি মালা থাকায় ধারনা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী। পরে বিষয়টি আশাশুনি থানা পুলিশকে অবহিত করা হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের সঙ্গে লেগে আছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওদুদ ঘটনাস্থলে গেছেন। পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

দৈনিক রাজপথের দাবী
আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি
সুদেব ঘোষ
01765781588
29/06/2025

23/06/2025
মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতআশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : রূপান্তরের আয়োজনে মানব প্রচ...
20/06/2025

মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী
দলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : রূপান্তরের আয়োজনে মানব প্রচার প্রতিরোধে সাতক্ষীরা জেলার সক্রিয় কর্মী (সিটিআইপি) দলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে এ সভার আয়োজন করা হয়।
আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়ের সভাপতিত্বে সিটিআইপি সদস্য সাফিরুল ইসলামের পরিচালনায় সভায় উপজেলা ভিত্তিক বিগত তিন মাসের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন, সাতক্ষীরা সদর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার সিটিআইপি প্রতিনিধিরা। মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং সারভাইভারদের সেবা নিশ্চিত করতে টিটিসি ডেমো ও সরকারি বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনা উপস্থাপন ও বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন। সভা পরিচালনা ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান ও কুমারেশ মন্ডল।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড এম্বাসেডর এর অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

দৈনিক রাজপথের দাবী
আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি
সুদেব ঘোষ
01765781588
20/06/2025

আশাশুনিতে দুর্যোগে সাড়াদানে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিতআশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে দুর্যোগের সাড়া...
19/06/2025

আশাশুনিতে দুর্যোগে সাড়াদানে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে দুর্যোগের সাড়াদানে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সদর ও শ্রীউলা ইউনিয়নে “স্ট্রেইনদেনিং ফোরকাস্ট বেইজড আরলি এ্যাকশনস ইন সাইক্লোন প্রোন কোস্টাল রিজিওন ইন বাংলাদেশ (স্টেপ প্রোজেক্ট)” প্রকল্পের এসিএফ এর সহযোগিতায় বাস্তবায়ন করছে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, ভেটোনারি সার্জন ডাঃ আঃ সালাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, শ্রীউলা প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

দৈনিক রাজপথের দাবী
আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি
সুদেব ঘোষ
01765781588
19/06/2025

কাদাকাটিতে হাত কোদালে খাল খনন চলছে, কাজের খবর জানেন না প্রকল্পের সভাপতি আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার ...
19/06/2025

কাদাকাটিতে হাত কোদালে খাল খনন চলছে, কাজের খবর জানেন না প্রকল্পের সভাপতি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়া ও মিত্র তেঁতুলিয়ার মধ্যবর্তী জ্বালাইয়ের খাল খননের কাজ করা হচ্ছে হাত কোদালের মাধ্যমে। লোক দেখান কাজের ধরনে এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
কাবিখা প্রকল্পের ২৪/২৫ অর্থ বছরে বরাদ্দ ২৪ মেট্রিক টন গম (যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৪৪ হাজার টাকা) ব্যয় করে কাজ করা হচ্ছে হাত কোদাল দারা বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আশ্চার্যের ব্যাপার হলো প্রকল্পের সভাপতি কাজের ব্যাপারে জানেন না বলে জানিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপ মহিলা মেম্বার তাপসী রানীকে প্রকল্পের সভাপতি করে নিজের তত্ত্বাবধায়নে কাজ শুরু করছেন বলে জানাগেছে। খাল খননের শুরুতে অনিয়মের অভিযোগ উঠেছে চেয়ারম্যান দীপের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণ তেঁতুলিয়া, মিত্র তেঁতুলিয়া সহ প্রায় ১০ গ্রামের মানুষের পানি নিষ্কাশন হয় এই খাল দিয়ে। প্রকল্পের ১৬৩২ মিটার কাজের ২২ফিট আড় ও গভীরতা ৭ফিট করে খনন করার নির্দেশনা থাকলেও চেয়ারম্যানের ক্ষমতার বলে হচ্ছে না নিয়ম মাফিক কাজ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান গতবারের খালের আড় ছিলো ৩০ ফিট কিন্তু চেয়ারম্যান তার ক্ষমতার অপব্যবহার করে খাল খননের অনিয়ম করে চলেছেন। লোক দেখানো কয়েকজন লিবার নিয়ে হাত কোদাল দিয়ে খননের কাজ করা হচ্ছে। এবিষয়ে প্রকল্পের সভাপতি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার তাপসী রানী বলেন, আমাকে জোর করে প্রকল্পের সভাপতি বানানো হয়েছে। আমি সভাপতি হলেও আমি কাজের সম্পর্কে কিছু জানি না। চেয়ারম্যান ঐ সময় আমাকে প্রকল্পের সভাপতি করেছিলেন। এখন তিনি নিজে কাজ করছেন। তবে কাজ শেষ হলে হয়তো সঠিক ভাবে কাজ সম্পন্ন হবে। ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ বলেন, চৈত্র মাসে কাজ শুরু করার পরে এস্কেভেটর মাটিতে ডেবে যাচ্ছিল। এজন্য কোদাল দিয়ে এস্কেভেটর যাওয়ার রাস্তা তৈরি করা হচ্ছে। জোর করে মহিলা মেম্বারকে প্রকল্পের সভাপতি করার বিষয়ে জানতে চাইলে বলেন, লোক না পাওয়ায় পরবর্তীতে মহিলা মেম্বারকে প্রকল্পের সভাপতি করা হয়েছে। তবে ৩০ তারিখের পরে সঠিক কাজ হয়েছে বলে দেখতে পাবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম জানান, আমি এমন ঘটনা শুনেছি। সরজমিনে যেয়ে কাজ দেখে আসবো।

দৈনিক রাজপথের দাবী
আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি
সুদেব ঘোষ
01765781588
19/06/2025

16/06/2025

পিছনে অনেক কুকুর কেউ কেউ করে........

Address

Khulna
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Sudeb Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share