29/07/2025
শ্রীধরপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজার কমিটি গঠন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:অদ্য ইং ২৯/০৭/২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৫.০০ ঘটিকার সময় শ্রীধরপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজার কমিটি গঠনের লক্ষে গ্রামের সকল গণ্যমান্য ব্যক্তি সহ গ্রামের সাধারণ জনগণ উপস্থিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব দায়িত্ব পালন করেন প্রবঞ্জন গাইন ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাবু মনি মোহন মন্ডল ( সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দরগাহপুর ইউনিয়ন শাখা আশাশুনি,সাতক্ষীরা ) ,আরও উপস্থিত ছিলেন বাবু কনক প্রসাদ সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দরগাহপুর ইউনিয়ন শাখা আশাশুনি,সাতক্ষীরা ) ,সভায় শুরুতে বাবু সুদেব ঘোষ সূচনা বক্তব্য রাখেন । তাছাড়া আরও বক্তব্যে রাখেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা গ্রামবাসীর পক্ষে গঠন মূলক বক্তব্যে রাখেন । তাছাড়া বাংলা ১৪৩২ সালে সুস্থ ও সুন্দর ভাবে পরিচালনা জন্য একটি কার্যকরী দুর্গাপূজা উদযাপন কমিটি গঠনের জন্য সকলের অনুরোধ করেন। অতঃপর বাবু কনক প্রসাদ সরকার সাধারণ সম্পাদক মহোদয়, একটি সুন্দর কমিটি গঠন করা লক্ষ্যে সকলের কাছে অনুরোধ করেন এবং গ্রামবাসীর পক্ষে গঠনমূলক বক্তব্য রাখেন।সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দরগাহপুর ইউনিয়ন শাখার বাবু মনি মোহন মন্ডল, তিনি গ্রামবাসী পক্ষে গঠনমূলক বক্তব্য দিয়ে সকলে অনুমতি নিয়ে সকল দিক বিবেচনা করে সকলকে সাথে নিয়ে একটি ১১ সদস্য নতুন কমিটি উপহার দেন
সভাপতি -বাবু মাধব বিশ্বাস ,
সহ-সভাপতি রনি ঘোষ,
সাধারণসম্পাদক বাবু নির্মাল্য মন্ডল ,
কোষাধ্যক্ষ বাবু কেনা মন্ডল ,
কার্যনির্বাহী সদস্য সুদেব ঘোষ , বিশ্বজিৎ সরদার ,
মহিলা সদস্য শ্রীমতী স্বপ্না গাইন,
সাধারণ সদস্য বাবু রাজকুমার গাইন,বাবু পবিত্র গাইন, বাবু পবিত্র মন্ডল, বাবু ভবতোষ মন্ডল
দৈনিক রাজপথের দাবী
আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি
সুদেব ঘোষ
01765781588
29/07/2025