Sudeb Ghosh

Sudeb Ghosh The feeling of creating something new

দৈনিক রাজপথের দাবী
আশাশুনি প্রতিনিধি
সদস্য দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাব

13/09/2025
ফিংড়ী প্রাইমারীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগআশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফ...
20/08/2025

ফিংড়ী প্রাইমারীর প্রধান শিক্ষকের
বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিড়ী ইউনিয়নের ৯৪ নং ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয় সূত্রে ও সরেজমিন গিয়ে জানাগেছে, ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা অদৃশ্য ক্ষমতার বলে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিজস্ব বা ব্যক্তিগত বিদ্যালয়ে পরিণত করেছেন। তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম দুর্নীতি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধীক অভিভাবক ও ছাত্রছাত্রীরা জানায়, প্রধান শিক্ষক গুলশান আরা স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিকট থেকে সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বিভিন্ন বাহানায় অবৈধ পন্থায় নগদ অর্থ হাতিয়ে নিচ্ছেন। যার মধ্যে স্কুল ঝাড়ু বা পরিষ্কারের জন্য মাথাপিছু ১০ টাকা, ফ্যান ক্রয় করার জন্য ১০০ টাকা, পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, অনলাইন টিকা নিবন্ধনের জন্য ২০ টাকা, স্কুলের রাস্তা নির্মাণ করতে ১০০ টাকা, কোচিং ফি ৩০০ টাকা সহ উপহার ও ক্রেস্ট তৈরি করতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক।কোমলমতি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের কাছে স্কুলের ফি দেওয়ার জন্য প্রতিনিয়ত টাকা চেয়ে থাকে বলে অভিযোগ করেন অভিভাবকবৃন্দ।
স্কুলের স্লিপ ফান্ডের টাকা বরাদ্দ থাকলেও সেগুলো উত্তোলন করে নিজেই আত্মসাৎ করে শিক্ষার্থীদের নিকট থেকে অবৈধভাবে টাকা আদায় করেন প্রধান শিক্ষক গুলশান আরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক গুলশান আরা কোচিং ফি ৩০০ টাকা, রাস্তা নির্মাণ করতে ১০০ টাকা, পরীক্ষার ফি ৫০ টাকা হারে আদায় করার কথা স্বীকার করলেও অন্যান্য অভিযোগের কথা এড়িয়ে যান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
সদর উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান জানান, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অবৈতনিক। এখানে কোন ছাত্রছাত্রীকে কোন টাকা দিতে হয়না। তবে কেউ ব্যক্তিগতভাবে এককালীন দান করতে চাইলে করতে পারেন। অভিযোগগুলো তদন্ত করে দেখব বলে তিনি জানান।

শ্রীধরপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজার কমিটি গঠন আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:অদ্য ইং ২৯/০৭/২০২৫ রোজ মঙ্গলব...
29/07/2025

শ্রীধরপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজার কমিটি গঠন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:অদ্য ইং ২৯/০৭/২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৫.০০ ঘটিকার সময় শ্রীধরপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজার কমিটি গঠনের লক্ষে গ্রামের সকল গণ্যমান্য ব্যক্তি সহ গ্রামের সাধারণ জনগণ উপস্থিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব দায়িত্ব পালন করেন প্রবঞ্জন গাইন ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বাবু মনি মোহন মন্ডল ( সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দরগাহপুর ইউনিয়ন শাখা আশাশুনি,সাতক্ষীরা ) ,আরও উপস্থিত ছিলেন বাবু কনক প্রসাদ সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দরগাহপুর ইউনিয়ন শাখা আশাশুনি,সাতক্ষীরা ) ,সভায় শুরুতে বাবু সুদেব ঘোষ সূচনা বক্তব্য রাখেন । তাছাড়া আরও বক্তব্যে রাখেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা গ্রামবাসীর পক্ষে গঠন মূলক বক্তব্যে রাখেন । তাছাড়া বাংলা ১৪৩২ সালে সুস্থ ও সুন্দর ভাবে পরিচালনা জন্য একটি কার্যকরী দুর্গাপূজা উদযাপন কমিটি গঠনের জন্য সকলের অনুরোধ করেন। অতঃপর বাবু কনক প্রসাদ সরকার সাধারণ সম্পাদক মহোদয়, একটি সুন্দর কমিটি গঠন করা লক্ষ্যে সকলের কাছে অনুরোধ করেন এবং গ্রামবাসীর পক্ষে গঠনমূলক বক্তব্য রাখেন।সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দরগাহপুর ইউনিয়ন শাখার বাবু মনি মোহন মন্ডল, তিনি গ্রামবাসী পক্ষে গঠনমূলক বক্তব্য দিয়ে সকলে অনুমতি নিয়ে সকল দিক বিবেচনা করে সকলকে সাথে নিয়ে একটি ১১ সদস্য নতুন কমিটি উপহার দেন

সভাপতি -বাবু মাধব বিশ্বাস ,

সহ-সভাপতি রনি ঘোষ,

সাধারণসম্পাদক বাবু নির্মাল্য মন্ডল ,

কোষাধ্যক্ষ বাবু কেনা মন্ডল ,

কার্যনির্বাহী সদস্য সুদেব ঘোষ , বিশ্বজিৎ সরদার ,

মহিলা সদস্য শ্রীমতী স্বপ্না গাইন,

সাধারণ সদস্য বাবু রাজকুমার গাইন,বাবু পবিত্র গাইন, বাবু পবিত্র মন্ডল, বাবু ভবতোষ মন্ডল

দৈনিক রাজপথের দাবী
আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি
সুদেব ঘোষ
01765781588
29/07/2025

19/07/2025

আশাশুনিতে মোবাইল কোর্টে ভারতীয়
গলদা রেণু ব্যবসায়ীদের জরিমানা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে চোরাই পথে আনা ভারতীয় গলদা ও বাগদা চিংড়ীর রেণু জব্দ ও মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে শোভনালী ইউনিয়ন থেকে মাছ জব্দ করা হয়।
ডিবি পুলিশের এসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, এএসআই হাবিবুর রহমানের উপস্থিতিতে শনিবার অভিযান পরিচালনা করে শোভনালী ইউনিয়নের বদরতলা এলাকা থেকে ১৮ প্যাকেটে রাখা ৪৭ হাজার পিচ ভারতীয় গলদা ও বাগদা রেণু আটক করা হয়। এসময় ব্যবসায়ী গোদাড়া গ্রামের মহসিন সরদার, গোবরদাড়ি গ্রামের হাবিবুল্লাহ ও শ্রীরামপুর গ্রামের নূর ইসলাম সরদারকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে ৯০০০ টাকা জরিমানা করেন এবং মুচলেকা গ্রহন করেন।

আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি
সুদেব ঘোষ
01765781588
07/04/2025

বাঁকা ব্রীজের সংযোগ সড়কভেঙ্গে করুন অবস্থাআশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর টু বাঁকা বাজার ব্রীজের...
16/07/2025

বাঁকা ব্রীজের সংযোগ সড়ক
ভেঙ্গে করুন অবস্থা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর টু বাঁকা বাজার ব্রীজের দুই প্রান্তের অবস্থা খুবই করুন ও ভয়াবহ হয়ে পড়েছে। সংযোগ সড়ক ভেঙ্গে গভীর খাদের সৃষ্টি হওয়ায় ব্রীজ পারাপারকারীরা ঝুঁকি নিয়ে যাতয়াত করছে।
দরগাহপুর ও বাঁকা বাজার সংযোগকারী ব্রীজটির দুই পাশে ভাঙ্গনের কারনে যানবাহন ও পথচারী ব্রীজ পারাপারে হুমকীতে রয়েছে।এখানে প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে যেকোন সময় দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
ভাঙ্গন সৃষ্টির প্রায় ২ মাস পর যশোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ব্রিজের দুই পাড়ে জিও ব্যাগ ফেলে যেনতেন ভাবে কাজ করা হয়েছিল। এলাকার মানুষ ভালভাবে কাজ করার দাবী জানালেও কর্ণপাত করা হয়নি। সরকারি অর্থ ব্যয়ে অপরিকল্পিত ও দায়সারা ভাবে দুই পাড় রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভাঙ্গন রক্ষা করা যায়নি। ফলে ব্রীজটি নিয়ে এলাকার মানুষ চরম সংশয়ে রয়েছে। তারা চিন্তিত হয়ে পড়েছে এই ভেবে যে, হয়তো দ্রুতই তারা ব্রীজের যোগাযোগ থেকে বঞ্চিত হতে চলেছে। এলাকাবাসীর দাবী, উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থান পরিদর্শন করে জনস্বার্থে, বিশেষ করে দুই জেলা খুলনা ও সাতক্ষীরাগামী মানুষের ভোগান্তি লাঘব করতে এই ব্যস্ততম সড়কের উভয় পাড় সংস্কার ও ব্রিজটির পুনঃ নির্মাণে পদক্ষেপ গ্রহন করা হোক।

দৈনিক রাজপথের দাবী
আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি
সুদেব ঘোষ
01765781588
16/07/2025

হারিয়ে যাওয়া ফোন উদ্ধার আশাশুনি থানা সাতক্ষীরা 15মে 2025 হারিয়ে গিয়েছিল উদ্ধার 12/07/2025
12/07/2025

হারিয়ে যাওয়া ফোন উদ্ধার আশাশুনি থানা সাতক্ষীরা
15মে 2025 হারিয়ে গিয়েছিল

উদ্ধার 12/07/2025

আশাশুনির বেতনা নদীর আড়াআড়িবাঁধ কেটে পানি নিস্কাশন চালুআশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চ...
11/07/2025

আশাশুনির বেতনা নদীর আড়াআড়ি

বাঁধ কেটে পানি নিস্কাশন চালু

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় বেতনা নদীতে খনন কাজের জন্য আড়াআড়ি মাটির বাঁধ কেটে পানি নিস্কাশন ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে বুধহাটা ইউনিয়নসহ বেতনা নদীর উত্তর প্রান্ত ঝাউডাঙ্গা ও সংলগ্ন এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর হতে চলেছে।

উপজেলার বেতনা ও মরিচ্চাপ নদী খনন কাজ চলছে কয়েক বছর। কাজ এখনো সম্পন্ন হয়নি। বেতনা নদীর চাপড়া গ্রামের কাছে আড়াআড়ি বাঁধ দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে খনন কাজ চলছিল। সম্প্রতি প্রচুর বৃষ্টিপাতের ফলে বুধহাটা ইউনিয়নসহ ঝাউডাঙ্গা পর্যন্ত নদী সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি, স্থাপনা, মৎস্য ঘের, বাগান সবকিছু জলমগ্ন হয়ে পড়েছে। গত বছরও এলাকার অনেক ঘের, বিল, ফসলের ক্ষেত, ঘরবাড়ি প্লাবিত হয়েছিল। অনেক এলাকায় আমন ফসল উৎপাদন সম্ভব হয়নি। পরিকল্পনার অভাব, কাজের ধীর গতি ও বর্ষা মৌসুমে পানি নিস্কাশনের ব্যবস্থা না রাখায় জেলার মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।

বৃহস্পতিবার জামায়াত নেতা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বৈকারি সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, সাবেক আশরাফ হোসেন প্রমুখের নেতৃত্বে বাঁধটি কেটে পানি প্রবাহ চালু করা হয়। ফলে এলাকার জলাবদ্ধতা হ্রাস পেতে শুরু করেছে।

জামায়াতে ইসলামী স্থানীয় সূত্রে জানাগেছে, বৃষ্টি শুরুর পর এলাকার জলাবদ্ধতার পরিনতি থেকে রক্ষা পেতে জেলা আমীরের কাছে ব্যবস্থা নিতে আবেদন জানান হয়। জেলা আমীর পরিস্থিতি সরেজমিন দেখতে বৈকারী ইউপির সাবেক চেয়ারম্যান শহীদ হাসানকে পাঠান। তার রিপোর্ট পাওয়ার পর জেলা আমীর জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসকের মতামতের ভিত্তিতে বৃহন্পতিবার বাঁধ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে বাঁধ অপসারন করা হয়েছে।

দৈনিক রাজপথের দাবী
আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি
সুদেব ঘোষ
01765781588
11/07/2025

10/07/2025

আশাশুনি উপজেলার সকল প্রতিষ্ঠানের এসএসসির ফলাফল

আশাশুনি (সাতক্ষীরা )প্রতিনিধি: ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, খাজরা : ব্যবসা : পাস ৬; পাস করেননি ৩; মানবিক: পাস ২০; পাস করেনি ১৭; বিজ্ঞান: পাশ ২০; পাশ করেনি ২; জিপিএ5-১।
খারিয়াটি মাধ্যমিক বিদ্যালয়: মানবিক: পাস ৩০; পাস করেনি ৯, বিজ্ঞান: পাস ১০ জন। জিপিএ5 -৯ জন।
কাকবসিয়া মাধ্যমিক বিদ্যালয়: মানবিক: পাস ৪৮; পাস করেনি ১৬; জিপিএ ৫- ৩;
বিজ্ঞান: পাস ১৬; জিপিএ5-৪ জন।
বিছমট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়: মানবিক: পাস ৩০; পাস করেনি ৩৮; জিপিএ5-১ জন, বিজ্ঞান: পাস ১১, ফেল ১ জন।
আগরদড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ঃ
ব্যবসায় শিক্ষা : পাস ৫, মানবিক: পাস ২১; ফেল ১; বিজ্ঞান: পাশ ১৫, জিপিএ5-৬ জন।
কোদান্ডা মাধ্যমিক বিদ্যালয়: ব্যবসায় শিক্ষা পাস ৯; ফেল ৩; মানবিক: পাস ১৮; ফেল ৩; জিপিএ৫-১ জন। বিজ্ঞান: পাস ৬; ফেল ১; জিপিএ5=২ জন।
কুন্দুরিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়:
বিজনেস: পাস ১৪; জিপিএ5-১ জন। মানবিক: পাস ২৮; ফেল ৪; জিপিএ৫=১;
বিজ্ঞান: পাস 10; জিপিএ5 = 4 জন।
এইচএনএস কেটি. মাধ্যমিক বিদ্যালয় ঃ
মানবিক: পাস ৪৯; ফেল ৫; জিপিএ ৫ = ৩;
বিজ্ঞান: পাস 17; ফেল ১; জিপিএ 5 = ৮।
Tengrakhali Adarsha Shikkha Niketan
ব্যবসায় শিক্ষা: পাস ৩; মানবিক পাস ২৬; ফেল ১৩; জিপিএ৫=৩; বিজ্ঞান: পাস ১৩; জিপিএ5=২।
চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ঃ ব্যবসায় শিক্ষা : পাস ১; ফেল ১; মানবিক: পাস = ১০; ফেল ৩; বিজ্ঞান: পাশ = ২।
কল্যানপুর এম. এইচ মাধ্যমিক বিদ্যালয়ঃ
ব্যবসা: পাস করা = ৫; মানবিক: পাস ১০; ফেল ১২; বিজ্ঞান: পাশ ৬; ফেল ৩। (বাকী অংশ কাল)

দৈনিক রাজপথের দাবী
আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি
সুদেব ঘোষ
01765781588
10/07/2025

Address

Khulna
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Sudeb Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share