AK DIARツ

AK DIARツ - নিজেকে এমন ভাবে বদলে ফেলুন যাতে.!�

- আপনার বদলে যাওয়া দেখে লোকে আফসোস করে.!��

03/06/2025



゚viralシ

21/08/2024

"বাঙ্গালির টয়লেট সমাচার"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা হলের টয়লেটের দেয়ালে লেখা ছিল, "আপনার হাগু আপনার সম্পদ, দয়া করে অন্য কারো জন্য ফেলে রেখে যাবেন না!"

চারুকলা একাডেমীর টয়লেটের দরজায় লেখাছিল, "আপনার ত্যাগকৃত মল কোনো শিল্পকর্ম নয়, তাই অন্যকে প্রদর্শনের জন্য রেখে যাবেন না!"

৯০ এর দশকে নটরডেম কলেজে একটা টয়লেটের ওয়ালে লেখা ছিল "ওহে মহাজ্ঞানী,
মুতিয়া লইয়ো পানি!"

সিলেটের একটা স্কুলের টয়লেটের দেয়ালে কমেডে ঠিক উপরে লিখাছিল, "তুই যে লাটের বেটাই হইস না ক্যান? আমার সামনে আসলে তোর পায়জামার ফিতা খুলা লাগবেই।"

ঢাকায় একটা সরকারি অফিসের টয়লেটের ওয়ালে লেখা ছিল, "ভোগে নয়, ত্যাগেই শান্তি!"

পুরানো ঢাকার এক টয়লেটের ওয়ালে লিখা ছিল, "কুকুর দাঁড়িয়ে টয়লেট করে।"

আরেকটা পাবলিক টয়লেটের ওয়ালে কে যেন লিখে রাখছিল, “ডানে দেখুন, তারপর ডানে তাকালে বামে দেখুন, বামে তাকালে লেখা থাকতো পিছনে দেখুন, পিছনে তাকালে লেখা থাকতো, ঐ মিয়া টয়লেটে বইসাও এতো মোচড়া মুচড়ি করেন কেন?”

কোন একটা শপিংমলের টয়লেটের দরজায় এমনটা লেখাছিল, "যাহা ফেলিয়া যাচ্ছেন উহা একান্তই আপনার ব্যক্তিগত সম্পদ। হইলে সঙ্গে করিয়া নিয়া যান, না
হইলে এক বদনা পানি ঢালিয়া যান!"

সেই অনেক আগে একটা ভার্সিটি হলে নতুন কমোড বসানো হয়েছিল, তো সেখানে আদি বাঙালী কমোড ব্যাবহার করা ছাত্ররা সেটা সঠিক ভাবে ব্যাবহার করতে পারতো না, তো একদিন কর্তৃপক্ষ টয়লেটের দরজায় লিখে রাখলো, "আপনি যদি পা ঝুলাইয়া বসিয়া, আমার এই লেখা স্বাচ্ছন্দে পড়িতে পারেন, তার মানে আপনি সঠিক অবস্থানেই বসিয়াছেন!"

কোন এক ব্যাংকের স্টাফদের ব্যবহৃত বাথরুমে লেখা ছিল " হে মহাজ্ঞানী, হাগিয়া ঢালিও পানি
না ঢালিলে হইবে জানা জানি। "

নোয়াখালীর এক কলেজের বাথরুমে লেখা ছিল "যে জন হাগিয়া, না ঢালে পানি
সেজন কাহার জন্ম নির্ণয় না জানি।"

ঢাকায় গুলিস্তানের একটি পাবলিক টয়লেটে লিখা ছিল " তারাতাড়ি হাগেন, হাগা হইলে ভাগেন।"

কোন এক বিশ্ববিদ্যালয়ের হলের টয়লেটের দেয়ালে কে যেন লিখে রাখছিল “ডানে তাকান, তারপর ডানে তাকালে বামে তাকান, বামে তাকালে লেখা থাকতো পিছনে তাকান, পিছনে তাকালে লেখা থাকতো উপরে দেখুন, উপরে তাকালে দেখা গেলো সেখানে লেখাঃ ঐ মিয়া এতো দিকে না তাকিয়ে, যেই কর্ম করতে এসেছেন সেটা করে বিদায় হন।"

কোন এক ইংলিশ মিডিয়াম স্কুলের টয়লেটে লেখা ছিল " Keep the toilet clean like your browser history "

কোন এক অফিসের টয়লেটে লেখা ছিল
" হে জ্ঞানী, দেখেন কি হয়রানি,
হাগিলাম অথছ কলে নাই পানি।"

কোন এক পাসপোর্ট অফিসের টয়লেটের দেয়ালে লেখা ছিল 👉 " সব দেখে ফেলেছি কিন্তু "

একটি শপিংমলের টয়লেটের দেয়ালে লেখা ছিল " হে ভদ্র, হাগিও দেখিয়া ছিদ্র। "

কোন এক হাসপাতালের টয়লেটের দেয়ালে লেখা ছিল " আপনি যদি ফেনসিডিল সেবন করেন, তবে দয়া করে খালি বোতলটি ময়লার ঝুড়িতে ফেলুন।"

সবশেষে বলা চলে " হাগিতে গিয়েছিলাম একটুখানি, দেখিয়া আসিলাম অমূল্য বানী "

©️ সংগ্রহকৃত

28/06/2024

30/05/2024

টাকা থাকলে আকাশে উড়ি
আর না থাকলে বিছানায়
এপাশ ওপাশ করি!

28/10/2023

বাংলাদেশ ক্রিকেট দল আর আমার পড়ার টেবিল,
দুইটাই বর্তমানে অকেজো, বেহায়া আর মেয়াদউত্তীর্ণ।

27/10/2023

আর কিছু'ই নেই হারানোর মতো, এবার আমি হারিয়ে গেলেই গল্প সমাপ্ত!'🙂💔

18/08/2023

শেকল বন্দী বাঘের মত,
তুমি কি ভুলে গেছো তোমার হুংকার?
খাঁচায় রুদ্ধ পাখির মত হারিয়েছো,
কি শক্তি ডানা মেলাবার?
নোংরা পশুর লোভী চাহনী দেখে,
নেই ভয় পাবার দরকার।
শরীরের শেষ রক্ত ফোটা দিয়ে,
ছিনিয়ে নাও তোমার অধিকার।

14/08/2023

This mourning is not for a specific day nor for a specific month, this mourning is the mourning of the bleeding of the hearts of billions of people. Remember that Allah forgives but does not give up

09/08/2023

Leo Messi All goals in Inter Miami CF
4 match 7 goals

31/07/2023

আমি খাল কেটে কুমির আনিনা।
যখন দিন কাল ভালো যায়,
নিজে গিয়ে কুমির ভরা খালে ঝাঁপ দেই
😎😎

31/07/2023

আমার ছায়া'র পাশে আর একটা ছায়া হোক
তার সাথে আমার বিচ্ছেদ নয়, আটকে রাখা'র মায়া হোক

19/07/2023

কৈশরে যখন মনির খান,আসিফ,এস ডি রুবেলদের গান শুনতাম,জেমস,বিপ্লব,আয়ুব বাচ্চুদের গান শুনা লোকেরা আমাদের ভাবতো ক্ষ্যাত। রুচি নেই,নিম্ন রুচির মানুষ।ওসব গান বাজে টেইলারের ,মাইকের দোকানে।

আমি আবার শরীফ উদ্দিন,লতিফ সরকার,কাজল দেওয়ানদের গান যারা শুনতো তাদের তেমনই ভাবতাম আমাকে যেমন ভাবা হতো।এক অপরের রুচির প্রতি ওয়াক থু অবস্থা!!!

এই যে রুচির বিচার,এর মানদন্ড কার হাতে?
আসলে রুচিটাই বা কী?!

হিরো আলম গানের নামে,অভিনয়ের নামে যা করেছে তাতে রাগ তো উঠেছে আমারও। কেন রাগ হবে আমার? কদিন তাকে ফলো করেছি মজার কান্ডা কারখানা দেখতে।এখন আনফলো করে রেখেছি।কেন আমার মনে হলো আমি উচা জাতের,ওকে ফলো করলে জাত চলে যাবে?

সে কাউকে জোর করেনি কোনো কিছু শুনতে বা দেখতে।তবু একজন মানুুষের উদ্ভট সব কর্মকান্ড আমাদের বিনোদনের খোরাক হয়ে গেলো। সার্কাসের বাদঁড় ভেবে তাকে নিয়ে মজা নিলাম।ওঁর নিম্নমানের কাজ আমাদের ভাবতে শেখাল আমরা কতটা উচাঁ রুচির মানুষ।

তবু,ধীরে ধীরে সে এমন সব জিনিস অর্জন করলো যা অনেক গুনী মানুষের কল্পনারও বাহিরে। তার পরিচিতি,খ্যাতি এবং অর্থনৈতিক স্বচ্ছলতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। সে একজন সফল ব্যক্তি।

সে তো রোল মডেল নয়।সে তা চায়ওনি। একে আমরা সৃষ্টি করিনি,লালন করেছি,সুযোগ দিয়েছে। যাকে ট্রল,নিন্দা করেছি,হেসেছি,সে -ই এখন আমার চেয়ে অনেক ভাবেই সফল!এও সহ্য করা যায়।এ ও সম্ভব।

আর হিরো আলমের থামার কোনো লক্ষণ নেই।সে দুর্বার!
কে কী ভাবলো,বললো,সে তা থোড়াই কেয়ার করে।

আমি তাকে ইগনোর করছি,কারণ তার কাজ আমার ভালো লাগে না,আমি উচাঁ শ্রেণীর রুচির মানুষ।

ব্যস।

তা সে নির্বাচনে গেলো।তাকে আমরা আঘাত করলাম।
সে অধিকার আমরা অর্জন করেছি।যে এই সমাজের,রাষ্ট্রের সংস্কৃতির বারোটা বাজিয়েছে,তারও আজ বারোটা বাজিয়ে দিলাম।শুদ্রের কী সাহস! ব্রাহ্মণদের সাথে সমান হতে আসে।

তাই তাকে পিটিয়ে দিলাম।বুঝিয়ে দিলাম,অসভ্যদের এই সমাজে জায়গা নেই।এখানে সভ্য,সুশীল,রুচিশীলরাই কেবল রাষ্ট্রীয় দায়িত্বে বসতে পারবে বা বসতে চাওয়ার বাসনা কেবল তাদের।হিরো আলমদের দুঃসাহের জবাব আজকে আবারো দেয়া হলো। শখের বসে দু চারটা হিরো আলামকে ছাড় দেয়া যায়,বাড়তে দেয়া যায়,কিন্তু লড়তে দেয়া যায় না।

এক কাজ করুন,সভ্যতার সার্টিফিকেট,রুচির সনদ চালু করুন। যারা আপনাদের মানদন্ড পূরণ করতে পারবে না,তাদের বঙ্গোপোসাগরে ফেলে দিন।

এই দেশটা শুধু রুচিবান,ক্ষমতাবান,সুন্দর,সুশীলদের বসবাসের জন্য হোক।

তাকে রুচির জন্য মাইর দেয়া না হলে,কেন দেয়া হলো? আর যে কারণেই দেয়া হোক না কেন,মানুষের হাসির রিয়েক্ট,এই যে সন্তুষ্টি,তা কেন।কেন আজ অনেকের ঈদের দিন।?কেন মনে হচ্ছে,উচিত শিক্ষা হয়েছে।জা*নোয়ারের দল হা*মলা করেছে,তা বুঝলাম,তাকে সমর্থন দিচ্ছে কারা? কেন?

-- ©

Address

Satkhira
SATKHIRASADAR

Telephone

+8801796292061

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK DIARツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK DIARツ:

Share