মুবাশিরীন বিনতে সিরাজ

মুবাশিরীন বিনতে সিরাজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুবাশিরীন বিনতে সিরাজ, Digital creator, satkhira, milbazar, magura, Satkhira.
(12)

যারা ফলো করে আনফলো করে দেন তারা দূরে থাকুন।🙏🙏
যারা আমাকে ফলো করে,তাদেরকে আমি আমার ফলো লিস্ট দেখে ব্যাক করি।
মিস হবার কোনো চান্স নাই।
আমার ফলোয়ার্সদের জন্য অনেক অনেক
শুভকামনা রইলো।

জুম্মা মোবারক ❤️🥰
01/08/2025

জুম্মা মোবারক ❤️🥰

পরিবারে বিষাক্ত রাজনীতি? "প্রতিবাদ করলেই তুমি খারাপ!".....পৃথিবীতে সবচেয়ে সূক্ষ্ম অথচ ভয়ঙ্কর মানসিক খেলা অনেক সময় চলে আম...
31/07/2025

পরিবারে বিষাক্ত রাজনীতি? "প্রতিবাদ করলেই তুমি খারাপ!".....

পৃথিবীতে সবচেয়ে সূক্ষ্ম অথচ ভয়ঙ্কর মানসিক খেলা অনেক সময় চলে আমাদের নিজস্ব পরিবারের ভেতরেই। সবচেয়ে বেশি মাইন্ড গেইম খেলা হয় বাবা-মায়ের দিক থেকেই যেখানে সন্তান সবসময় অপরাধী, আর বয়সের কারণে বাবা-মা হয়ে যান ‘অপরাজেয়’ সত্যের প্রতীক।

বয়স মানে অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতা মানেই সবসময় সঠিক সিদ্ধান্ত তা নয়। বাবা-মায়েরা ভুল করতে পারেন, করেও থাকেন। কিন্তু সমাজ সেই ভুল নিয়ে প্রশ্ন করতে দেয় না। সন্তান যদি সাইলেন্ট ট্রিটমেন্ট, ইমোশনাল হ্যারাসমেন্ট, ভার্বাল অ্যাবিউজমেন্টের শিকার হয়েও চুপ থাকে তাকে বলে “অভদ্র”। প্রতিবাদ করলেই "তুমি খারাপ সন্তান"।

বেশিরভাগ পরিবারেই বাবা-মা জানেন কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়, আর কাকে তোষামোদ করে চলা ভালো। এ এক অদ্ভুত ক্ষমতার খেলা। হাজারো সন্তান জীবনের সঞ্চয়, সময়, ভালোবাসা দিয়ে যায় ফিরে পায় অস্বীকৃতি। আবার কেউ কেউ সামান্য কিছু করেও হয়ে যায় “সেরা সন্তান”।

আর একজন সন্তান, যিনি হয়তো পরিবারের জন্য বটগাছের ছায়া হয়ে থেকেছেন, তাকেই প্রতিনিয়ত ছোট করা হয়। কারণ, এখন তো সবাই নিজের ডানা মেলেছে তাকে ছোট করে রাখাই যেন নিয়ম। এমন পরিস্থিতি একজন মানুষকে নীরবেই ধীরে ধীরে দূরে ঠেলে দেয়।

এই ক্ষত কেউ বোঝে না। কারণ যার উপর দিয়ে যায়, কেবল সেই-ই জানে এর ওজন কেমন।

কিছু কষ্ট গভীরে থাকে:

তুমি যতই ভালো হও, যতই সহ্য করো একদিন সমাজ বলবেই: “তুমি কিছু করো না”, “তুমি অকৃতজ্ঞ”, “তুমি খারাপ”।

যখন বাবা-মার ভূমিকা সন্তানের জীবনে সহায়কের বদলে শত্রুতে পরিণত হয় তখন জীবন চলে, কিন্তু হৃদয় টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আল্লাহর পরেই বাবা-মা এই বাক্যটি তখন এক যন্ত্রণার ভার বহন করে।

এবং তবু…

পৃথিবীতে সবচেয়ে পবিত্র সম্পর্ক কোনটি?
আমার জীবন শেখায় স্বামী-স্ত্রী সম্পর্কই সবচেয়ে বাস্তব, সবচেয়ে সহনশীল, সবচেয়ে নির্ভরযোগ্য। যদি আপনি একজন সঠিক জীবনসঙ্গী পান তাহলে জীবনের অনেক বিষাক্ত সম্পর্কই আর প্রয়োজন হয় না।

আর যদি সেই সঙ্গী-টিই ভুল হয়, তাহলে বাকি সব সম্পর্ক থেকেও জীবনে স্বস্তি আসে না।

> “সম্পর্কে শ্রদ্ধা থাকা জরুরি, তবে শ্রদ্ধা আদায়ের নাম করে মানসিক নিপীড়ন নয়।”

কিছু বাস্তব সত্য:

সব বাবা-মা শ্রেষ্ঠ হন না।

সব সন্তান অকৃতজ্ঞ হয় না।

যারা নিঃশব্দে সহ্য করে, তারা দুর্বল নয় তারা শুধু পরিবারকে ভাঙতে চায় না।

সবাই যে সমাজে ভালো, সে প্রকৃত ভালো না—অনেকেই হিপোক্রেট।

সংগৃহীত

28/07/2025

ছেলের সাথে বাবা মার একটা বড় স্বার্থ থাকে। বিয়ে দিলে মনে করে ছেলে পর হয়ে গেছে।💔🥀

নেশা আর পেশা যখন একসাথে।❤️শুভ সকাল ❤️           Masuma Binte Siraj
25/07/2025

নেশা আর পেশা যখন একসাথে।❤️

শুভ সকাল ❤️

Masuma Binte Siraj

শুভ রাত্রি ❤️
24/07/2025

শুভ রাত্রি ❤️

দুনিয়া তন্নতন্ন করে ফেললেও আপনি একটা ভালো ছেলের বৌ কিংবা ভাইয়ের বৌ খুঁজে পাবেন না যার উপর তার শ্বশুরবাড়ির মানুষ অত্যন্ত...
24/07/2025

দুনিয়া তন্নতন্ন করে ফেললেও আপনি একটা ভালো ছেলের বৌ কিংবা ভাইয়ের বৌ খুঁজে পাবেন না যার উপর তার শ্বশুরবাড়ির মানুষ অত্যন্ত সন্তুষ্ট। মুখের কথা,মানুষের সামনে সামাজিকতা রক্ষায় উপর উপর অনেকেই ভালো বলতে পারে তবে অন্তর ঘাটলে জানতে পারতেন সিংহভাগ উত্তম স্ত্রীরাই ছেলের বৌ এবং ভাইয়ের বৌ হিসেবে খারাপ।

এবং যত যাই করুন ভালো আপনি জীবনেও হতে পারবেন না। কারন একজন মানুষ সবদিক দিয়ে পারফেক্ট হয়না,পাশাপাশি উচিত কথা বলতে গেলে খারাপ আপনাআপনি হয়ে যেতে হয়। এরপর যদি স্বার্থে আঘাত লাগে তাহলে তো কথাই নেই।

Cp

সাতক্ষীরার বেস্ট চটপটি। ❤️শুভ রাত্রি ❤️
23/07/2025

সাতক্ষীরার বেস্ট চটপটি। ❤️

শুভ রাত্রি ❤️

শুধু কি ভালোবাসা দিয়ে হয় সাথে আদর, যত্ন,ভালো ব্যবহার, সম্মান ও থাকা জরুরী।।❤️🥀
22/07/2025

শুধু কি ভালোবাসা দিয়ে হয় সাথে আদর, যত্ন,ভালো ব্যবহার, সম্মান ও থাকা জরুরী।।❤️🥀

21/07/2025

শোক রাত্রি 💔😓

মনটা আজকে ভালো নেই।  আজ রৌদ্রজ্জ্বল দিন থাকা সত্ত্বেও কেমন জানি হারানোর কষ্টে, চারিদিকে মর্মান্তিক মৃত্যু খবর ভরে গেছে।স...
21/07/2025

মনটা আজকে ভালো নেই। আজ রৌদ্রজ্জ্বল দিন থাকা সত্ত্বেও কেমন জানি হারানোর কষ্টে, চারিদিকে মর্মান্তিক মৃত্যু খবর ভরে গেছে।স্বজনদের আহাজারি তে কালো মেঘাছন্ন হয়ে চেয়ে গেছে আকাশ।
আগুনের তাপে সামান্য কিছু হলে জ্বলে থাকে সারাক্ষণ কিন্তু আজকে সারাদেহে ঝলসে গেছে।😓
এই জ্বালা মিটবে কেমনে।
অন্তরটাও জ্বলে যাচ্ছে। আল্লাহ যারা বেঁচে আছে তাদের কষ্ট কমিয়ে দিন।
ছবি সংগৃহীত

পুরুষ তার নারীকে চেনে শেষ বয়সে,পয়সার অভাবে,যৌবনের শেষে। স্বামী দেখে স্ত্রী ছাড়া সত্যিকার অর্থে তার পাশে কেউ কখনোই থাকেন...
21/07/2025

পুরুষ তার নারীকে চেনে শেষ বয়সে,পয়সার অভাবে,যৌবনের শেষে। স্বামী দেখে স্ত্রী ছাড়া সত্যিকার অর্থে তার পাশে কেউ কখনোই থাকেনি! বুঝতে পারে এই দুনিয়া তাকে ভালোবাসেনি,ভালোবেসেছিলো তার অর্থকে-অবস্থানকে। জীবনের কোনো একটা সময়ে সে অবশ্যই বুঝতে পারে॥


#আশফিকানওশিন

শুভ রাত্রি ❤️❤️
20/07/2025

শুভ রাত্রি ❤️❤️

Address

Satkhira, Milbazar, Magura
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুবাশিরীন বিনতে সিরাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share