সাদ.Saad

সাদ.Saad আলহামদুলিল্লাহ

24/06/2025

আলহামদুলিল্লাহ।
মঙ্গলবার ২টার সময়ে কন্যা সন্তানের পিতা হলাম।
সবাই দোয়া করবেন।

সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রোগী!! মোঃ মাহফুজার রহমান (৬১),সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান কলেজ এলাকায় তার বাড়ি।করোনার...
21/06/2025

সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রোগী!!
মোঃ মাহফুজার রহমান (৬১),সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান কলেজ এলাকায় তার বাড়ি।করোনার নতুন ধাপে সাতক্ষীরা জেলা এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া প্রথম করেনা পজেটিভ রোগী তিনি।
এমতাবস্থায় সবাই মাস্ক পরিধান করি ব্যাক্তিগত সুরক্ষা মেইনটেইন করি।

সবাই সাবধান থাকি।

20/06/2025

"হে মনের পরিবর্তনকারী!
আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন"

[তিরমিজী " ৩৫২২]

16/06/2025

যে সেকুলার সে কা°ফের
যদিও সে নামাজি,
কিংবা হাজী হয়

আল্লাহ তায়া'লা বলেন,,,,,, তুমি ঐ দিন কে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে! আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সা...
13/06/2025

আল্লাহ তায়া'লা বলেন,,,,,,
তুমি ঐ দিন কে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে! আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দেবে, 😞😭
(সূরা:-ইয়াসিন ৬৫)
হে আল্লাহ আপনি আমাদের সকল প্রকার অপকর্ম থেকে দূরে রাখুন।

দুনিয়া একটি বাজারের ন্যায়। সময়ের পর এখানে কেউ থাকবে না। বাজারে সন্ধ্যা নেমে এলে মানুষজন যেমন তার পরিবার-পরিজনের নিকট ফির...
12/06/2025

দুনিয়া একটি বাজারের ন্যায়। সময়ের পর এখানে কেউ থাকবে না। বাজারে সন্ধ্যা নেমে এলে মানুষজন যেমন তার পরিবার-পরিজনের নিকট ফিরে যায়, তেমনই জীবনের সন্ধ্যা নেমে এলে সকল মানুষ দুনিয়া ছেড়ে একদিন কবরে চলে যাবে।

তোমরা দুনিয়ার বাজারে কেবল ওই সকল বস্তু ক্রয় করো যা আখেরাতের বাজারে তোমার উপকারে আসবে।

[আব্দুল কাদের জিলানি রহ. এর একগুচ্ছ নাসিহাহ,পৃ:৮৮]

10/06/2025

মৃত্যু মানেই দুনিয়াতে তোমার আমার জীবন গল্পের চাপ্টার ক্লোজ

ঈদ-উল আযহার দিনের ১০টি সুন্নতঃ১) ভোরে ঘুম থেকে ওঠা ও ঈদগাহে দ্রুত যাওয়া।২) কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদের নামাজের ...
06/06/2025

ঈদ-উল আযহার দিনের ১০টি সুন্নতঃ

১) ভোরে ঘুম থেকে ওঠা ও ঈদগাহে দ্রুত যাওয়া।

২) কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদের নামাজের পর কুরবানির গোশত দ্বারা দিনের প্রথম আহার করা।

৩) গোসল করা, সুগন্ধি ব্যবহার করা ও মিসওয়াক করা।

৪) সবচেয়ে উত্তম কাপড় পরিধান করা।

৫) ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া।

৬) তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া (আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।)

৭) যে পথে ঈদগাহে যাওয়া হয় সেটা বাদ দিয়ে অন্য পথে বাড়ি ফিরে আসা। বিকল্প রাস্তা না থাকলে রাস্তার যে পাশ দিয়ে ঈদগাহে গিয়েছি তার বিপরীত পাশ দিয়ে বাড়ি ফিরা।

৮) ঈদের দিন যথা সম্ভব হাসিখুশি ও আনন্দিত থাকা।

৯) উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা। তবে সেরকম কোনো জায়গা পাওয়া না গেলে আবদ্ধ বা মসজিদেও সালাত আদায় করা যাবে।

১০) একে অন্যকে শুভেচ্ছা-অভিনন্দন জানানো।

আসুন সবাই ৯ জিলহজ্জ থেকে প্রত্যেক সালাতে পাঠ করি ইনশা আল্লাহ🌹🌹🌹
05/06/2025

আসুন সবাই ৯ জিলহজ্জ থেকে প্রত্যেক সালাতে পাঠ করি ইনশা আল্লাহ🌹🌹🌹

29/05/2025

❝আপনার ভবিষ্যৎ,
আপনার অতিতের চেয়েও উত্তম হবে!!❞ ইনশাআল্লাহ্🌸🖤

[সূরা আদ-দুহা]

25/05/2025

"বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে উঠে।"
সূরা হুদ, আয়াত : ১০

জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, এক হাত জমির জন্য আত্মীয়র সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল!মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তার ...
22/05/2025

জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, এক হাত জমির জন্য আত্মীয়র সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল!

মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তার সাথে প্রেমের অভিনয় করাটা ছিল ভুল।

ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করাটা ছিল ভুল।

দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়াটা ছিল ভুল।

ওপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে বন্ধুর সাথে প্রতারণা করাটা ছিল ভুল।

দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দেওয়াটা ছিল ভুল।

জীবনের শেষ বেলায় এসে মনে হবে, কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত।

অনেক টাকা রোজগার করতে না পারলেও জীবনে খুব একটা ক্ষতি হয় না!

টাকা দিয়ে সুখ কেনা যায় না আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না।

জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে, মানুষের দোয়া আর আশীর্বাদই সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি।

লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস।

অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া।

মৃত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে, মানুষের অভিশাপ কুড়ানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল!

Address

Satkhira
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when সাদ.Saad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share