Story's Of The Ishaque

Story's Of The Ishaque কাউকে অতিক্রম নয়, ব্যতিক্রম কিছু করার দৃঢ় প্রত্যয়।

"প্রতিষ্ঠিত হওয়ার পর যে বিনয়ী থাকে, সেই মানুষটিই প্রকৃত মহৎ।"
04/11/2025

"প্রতিষ্ঠিত হওয়ার পর যে বিনয়ী থাকে, সেই মানুষটিই প্রকৃত মহৎ।"

01/11/2025

খুলনা ডুমুরিয়ার ঘটনা নিয়ে কিছু কথা...

খুলনা ডুমুরিয়ায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে একটি ইসলামী দলের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে হিন্দু ভাইয়েরা তাদের নিজস্ব প্রথা অনুযায়ী বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করেছেন।

এখন কিছু মানুষ বিষয়টি নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন। ঠিক আছে, ইসলামের দৃষ্টিতে বাদ্যযন্ত্র বাজানো শরিয়তসম্মত নয়, হারাম—এটা আমরা সবাই জানি ও স্বীকার করি।
কিন্তু মনে রাখা দরকার, হিন্দু ধর্মে এটি সম্পূর্ণ বৈধ এবং তাদের সংস্কৃতির অংশ।
আর এই আয়োজনটিও ছিল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে!

তাহলে আমার সেই সমালোচনাকারীদের কাছে একটাই প্রশ্ন —
👉 হিন্দু ভাইরা কি তাদের আয়োজিত অনুষ্ঠানে বাদ্যযন্ত্র না বাজিয়ে আজান দিতে দিতে আসবে?

#সহাবস্থান #পারস্পরিক_সম্মান #মানবতা

"যে অন্যের মানহানি করে আনন্দ পায়, সে নিজের সম্মানকেই ধ্বংস করে ফেলে।"
01/11/2025

"যে অন্যের মানহানি করে আনন্দ পায়, সে নিজের সম্মানকেই ধ্বংস করে ফেলে।"

29/10/2025

ছবির মতো সুন্দর গ্ৰাম
#

27/10/2025

আহ্ জীবন! পাঁচ লাখে বিকিয়ে গেলে তুমি,পুরস্কারে একখানা চাকরি —কী অদ্ভুত এই পৃথিবী, কী সস্তা এই স্বপ্নগুলো!
27/10/2025

আহ্ জীবন! পাঁচ লাখে বিকিয়ে গেলে তুমি,
পুরস্কারে একখানা চাকরি —
কী অদ্ভুত এই পৃথিবী, কী সস্তা এই স্বপ্নগুলো!

আজ সময় এসেছে নরম কথা নয় প্রতিবাদ দরকার!লোভের মুখে আগুন ধরানো এই মা, মাটি, মানুষের টানে,বিপ্লব হোক আবার,ন্যায় ও ইনসাফ ...
25/10/2025

আজ সময় এসেছে নরম কথা নয় প্রতিবাদ দরকার!
লোভের মুখে আগুন ধরানো এই মা, মাটি, মানুষের টানে,
বিপ্লব হোক আবার,ন্যায় ও ইনসাফ কায়েমে।

24/10/2025

গ্ৰামের দেশিয় ছোট মাছ

মানুষ না বললেও চলবে, আমার রব যদি বলেন হ্যাঁ-পথ খুলে যাবে নিজে থেকে।
24/10/2025

মানুষ না বললেও চলবে, আমার রব যদি বলেন হ্যাঁ-পথ খুলে যাবে নিজে থেকে।

এই পবিত্র মাটিতে ঝরে পড়া আমার ভাইয়ের প্রতি রক্ত ফোটা অন্যায়ের মসনদ কাঁপিয়ে দেবে।সেই রক্ত একদিন ধ্বংস করবে জুলুমের দু...
22/10/2025

এই পবিত্র মাটিতে ঝরে পড়া আমার ভাইয়ের প্রতি রক্ত ফোটা অন্যায়ের মসনদ কাঁপিয়ে দেবে।সেই রক্ত একদিন ধ্বংস করবে জুলুমের দুর্গ আর সেই ত্যাগের আলোয় উড়বে শান্তি ও ন্যায়ের পতাকা।

বাধা আসলেই নিজের কণ্ঠে বলো — “আবার শুরু করবো।”
18/10/2025

বাধা আসলেই নিজের কণ্ঠে বলো — “আবার শুরু করবো।”

Address

Satkhira

Telephone

+8801917726377

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story's Of The Ishaque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Story's Of The Ishaque:

Share

Category