Travel With Noman

Travel With Noman বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।

06/04/2025

রক্তে ফোটা স্বাধীনতার ফুল
নোমান আল মামুন

বারুদের গন্ধে ভেজা বাতাস বলে,
ফিলিস্তিন আজো মাথা নোয়ায় না।
এ মাটি রক্তের দামে কেনা,
এখানে প্রতিটি শিশুর কান্নায়
ঝরে স্বাধীনতার শপথ।

ইজরায়েলি বর্বরতার নিচে
চূর্ণ হয়ে যায় না সাহসিকতা,
পা হীন শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে ফাদি আবু সালাহ
সাহসের উপর ভর দিয়ে।
সে বলে যায়, “আমার রক্তই হবে প্রতিরোধের হাতিয়ার।”
ওখানে এক টুকরো রুটি ভাগ করে নেয় ক্ষুধার্ত শিশুর দল,
তাদের স্বপ্নে আসে না খেলনা, আসে কেবল যুদ্ধের গান।

তোমাদের ক্ষুধা,
তোমাদের শ্বাসরুদ্ধ করা নির্যাতন,
আমাদের কেবল শিখিয়েছে বিদ্রোহ।
আমাদের ঘরগুলোতে মায়ের কোলে জন্ম নেয়
ইব্রাহিম আল নাবলুসীর মতো শত প্রতিরোধ সৈনিক।
আমাদের প্রতিটি কিশোরের চোখে
সালাউদ্দিন আইয়ুবীর অপেক্ষা,
যে মুক্তির গান গেয়ে তুলবে এই ভুখণ্ডে।

আমরা লড়বো ইয়াহিয়া সিনওয়ারের মতো
অটল, বীরদর্পে।
আমাদের শিরা উপশিরায় বইবে প্রতিরোধের স্রোত,
আমাদের বুক হবে ঢাল, আর হাত হবে তলোয়ার।
আমাদের জমিন জানে কীভাবে রক্ত দিয়ে
স্বাধীনতার বীজ বুনতে হয়।

হে পৃথিবী, ফিলিস্তিনের প্রতিটি গৃহের দরজা
বিদ্রোহের মশাল জ্বালিয়ে রেখেছে।
আমাদের মেয়েরা বুনছে প্রতিরোধের শাড়ি,
আমাদের পুরুষরা আঁকছে মুক্তির মানচিত্র।
মৃত্যু যদি আসে, তবু আমরা নত হবো না।
আমাদের কবরে ফুটবে বিপ্লবের ফুল,
আর মাটির বুক থেকে জেগে উঠবে স্বাধীনতার ইতিহাস।

তোমরা আমাদের ভাঙতে পারো,
কিন্তু হারাতে পারবে না।
আমরা রক্ত দিয়ে লিখেছি প্রতিরোধের মহাকাব্য।
তোমাদের ট্যাঙ্ক, তোমাদের যুদ্ধবিমান
আমাদের বিদ্রোহী আত্মাকে থামাতে পারবে না।

ফিলিস্তিন বেঁচে আছে,
ফিলিস্তিন বাঁচবে চিরকাল।
আমাদের হৃদয়ে ইয়াহিয়া সিনওয়ারের দৃঢ়তা,
আমাদের শিরায় বয়ে চলে সালাহউদ্দিনের উত্তরাধিকার।
তোমরা দেখো—
স্বাধীনতার সূর্য একদিন উঠবেই ফিলিস্তিনের আকাশে।
ফিলিস্তিনের মাটিতেই ফুটবে স্বাধীনতার ফুল।

05/04/2025

শরিয়তপুর এগুলো জুলাইতে ঢাকাতে থাকলে আরো ১৫ দিন আগে স্বাধীন হয়ে যেতাম 🤣

03/04/2025

বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়। [সুরা হুদঃ ১০]

02/04/2025

জেনারেশন আলফাদের ঈদ আনন্দ...

01/04/2025

বাংলাদেশের আর্তুগ্রুল
ড.শফিকুল ইসলাম মাসুদ বেইম

Eid al-Fitr around the world
01/04/2025

Eid al-Fitr around the world

05/04/2024

যে কারণে আমাদের উন্নতি হয় না _ শায়খ মাহমুদ আল হাসানাত

22/01/2024

মুসলিম আমি সংগ্রামী আমি
আমি চির রণবীর

স্যারের প্রতিটা শব্দ আর্তনাদে কেঁদে উঠে💔

11/01/2024

বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান তা'মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখার সাংস্কৃতিক দশক ২০২৪

সুস্থ সাংস্কৃতির আলোর মশাল হয়ে ছুটে চলাই যার একমাত্র লক্ষ উদ্দেশ্য।

ভিডিও ক্রেডিট: Ta'mirul Millat Art & Photography Club - TMAPC

30/12/2023

রস পান অভিযানের আদ্যোপান্ত।
ঢাকার বুকে থেকেও অমৃত পানীয় খেজুরের রস পান করার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ।

27/12/2023

বিজয় মেলা ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

20/12/2023

আমি ঘুরি সারা বাংলাদেশ।
বহুল কাঙ্ক্ষিত আপনাদের চাওয়ায় মিড বাজেটে সেন্টমার্টিন ভ্রমণের পরিপূর্ণ ভ্লগ চলে এসেছে।

টিম: পথে প্রান্তরে
ভ্লগ: ০৬


#সেন্টমার্টিন
#নারিকেল_জিঞ্জিরা
#দারুচিনি_দ্বীপ
#টেকনাফ
#কক্সকক্সবাজার

Address

Jessore
Savar

Telephone

+8801825527498

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel With Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel With Noman:

Share