XZ Batik Zone

XZ Batik Zone We delivery our products all over the country

26/06/2021
সুন্দর কালারফুল টাইডাইয়ের বেডশিটটি দিয়ে নিজের রুমটাকে আলোকিত করতে চাইলে এখুনি পেইজে ইনবক্স করুন❤
23/07/2020

সুন্দর কালারফুল টাইডাইয়ের বেডশিটটি দিয়ে নিজের রুমটাকে আলোকিত করতে চাইলে এখুনি পেইজে ইনবক্স করুন❤

19/07/2020

সুন্দর এই বেডশিট গুলো দিয়ে নিজের রুমটাকে আলোকিত করতে চাইলে এখনই পেইজে ইনবক্স করুন❤❤❤

সাতলা বিলএক পলকে মনে হবে, লাল শাপলার কোনো চাদর। পুরো বিলজুড়ে বিছানো শাপলা। তাই গ্রামটির নামই হয়ে গেছে 'শাপলা বিল'। সবাই ...
18/07/2020

সাতলা বিল

এক পলকে মনে হবে, লাল শাপলার কোনো চাদর। পুরো বিলজুড়ে বিছানো শাপলা। তাই গ্রামটির নামই হয়ে গেছে 'শাপলা বিল'। সবাই এই নামে ডাকে সাতলা গ্রামটিকে।

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামে প্রাকৃতিকভাবেই এই শাপলার অবারিত রঙ্গিন রুপ যে কাউকে মুগ্ধ করবে। রুপসী বাংলার এই রুপের প্রশংসা এখন গ্রাম ছাড়িয়ে দেশ-দেশান্তরে।

সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই বিলে লাল শাপলা ফুল ফোটে। আর ওই বিলের জলে ফুটন্ত লাল শাপলা দেখতে জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসেন।

শিগগিরই এটি দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্রে পরিনত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।বিলের চারপাশে গাঢ় সবুজের পটভূমিতে এ যেন বাংলার এক মুখরিত “লাল স্বর্গ”।

দূর থেকে সবুজের মধ্যে লাল রঙ দেখে দুরূহ হয়ে উঠার মতো অবস্থা। দূরত্ব কমার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ফুলের অস্তিত্ব। আগাছা আর লতা পাতায় ভরা বিলে ফুটন্ত কোটি কোটি লাল শাপলা সত্যিই সৌন্দর্যের লীলাভূমি।

বিলের লাল শাপলার নৈসর্গিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। মনোমুগ্ধকর এ বিলের শাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্নস্থান থেকে ছুটে আসছেন ভ্রমন পিপাসু প্রকৃতি প্রেমিরা।

ফলে দিন-দিন দর্শনীয় স্থান হয়ে উঠছে সাতলার ‘শাপলার বিল’।ঠিক কত বছর ধরে বিলে এভাবে শাপলা জন্মাতে শুরু করেছে সঠিকভাবে সে তথ্য কেউ দিতে না পারলেও স্থানীয় ষাটোর্ধ্ব কয়েকজন ব্যক্তি বলেন, তাদের জন্মের পর থেকেই এ বিলে এভাবে শাপলা ফুটতে দেখছেন তারা।

বছরের অধিকাংশ সময় জলমগ্ন এ বিলে লাল, সাদা ও বেগুনি রঙয়ের তিন ধরনের শাপলা জন্মালেও লাল শাপলার আধিক্য বেশি।

বিলের যতো ভেতরে এগুতে যাবেন ততোই লালের আধিক্য। এক পর্যায়ে মনে হবে শাপলার রাজ্যে বন্দি হয়ে আছেন আপনি।তাছাড়া শাপলার বিল শুধু সৌন্দর্য্য নয় বিল থেকে শাপলা তুলে স্থানীয় বাজারে বিক্রি করে ওইসব এলাকার অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করছেন। এখাকার বাসিন্দাদের অনেকেই এই বিলের শাপলার ওপর নির্ভরশীল। এদের কেউ শাপলা তুলে, কেউবা বিল থেকে মাছ শিকার করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ওই এলাকার কয়েক শ’ পরিবার।

এখানে ডিসেম্বর মাসে শুরুর দিকে শীতের মৌসুমে যখন পানি কমে যায় তখন সব শাপলা মরে যায়। ওই সময় কৃষকরা এখানে ধান চাষ করেন। তবে একই সাথে ধান ও শাপলার এই সহাবস্থান আর কোথাও আছে কিনা সন্দেহ।

হোমটেক্স কাপড়ের উপর তৈরি সুন্দর এই বেডশিট টি নিতে চাইলে পেইজে ইনবক্স করুন❤
17/07/2020

হোমটেক্স কাপড়ের উপর তৈরি সুন্দর এই বেডশিট টি নিতে চাইলে পেইজে ইনবক্স করুন❤

সাদা-বেগুনি কম্বিনেশনের সুন্দর এই বেডশিট গুলো চলে যাচ্ছে তার আপন পরিবারের কাছে।❤❤
17/07/2020

সাদা-বেগুনি কম্বিনেশনের সুন্দর এই বেডশিট গুলো চলে যাচ্ছে তার আপন পরিবারের কাছে।❤❤

কাপল সেটশাড়ি + পাঞ্জাবি
12/07/2020

কাপল সেট
শাড়ি + পাঞ্জাবি

ব্লাউজ পিস সহ টাই-ডাই  শাড়ি মূল্য- ১০০০
12/07/2020

ব্লাউজ পিস সহ টাই-ডাই শাড়ি
মূল্য- ১০০০

পাঞ্জাবিমূল্য - ১০০০ টাকা
08/07/2020

পাঞ্জাবি
মূল্য - ১০০০ টাকা

পিওর কটনের উপর টাইডাই করা শাড়ি ব্লাউজ পিস সহ মূল্য ১০০০ টাকা
04/07/2020

পিওর কটনের উপর টাইডাই করা শাড়ি ব্লাউজ পিস সহ মূল্য ১০০০ টাকা

টাইডাই করা কটন শাড়ি ব্লাউজ পিস সহমূল্য- ১০০০ টাকা
02/07/2020

টাইডাই করা কটন শাড়ি ব্লাউজ পিস সহ
মূল্য- ১০০০ টাকা

টাইডাই পাঞ্জাবি
02/07/2020

টাইডাই পাঞ্জাবি

25/06/2020
হোমটেক্স কাপড়ের উপর টাইডাই করা কিং সাইজ বেডশিট,,মূল্য জানতে ইনবক্সে নক করুন
21/06/2020

হোমটেক্স কাপড়ের উপর টাইডাই করা কিং সাইজ বেডশিট,,
মূল্য জানতে ইনবক্সে নক করুন

Address

JAHANGIRNAGAR UNIVERSITY, SAVAR, DHAKA
Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when XZ Batik Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share