Jahangirnagar University Bondhushava

Jahangirnagar University Bondhushava The organization focuses on social activities, cultural, and corporate sectors.

Jahangirnagar University Bondhushava, affiliated with the prominent Bangladeshi newspaper Prothom Alo, is a leading voluntary
organization with over 200 chapters worldwide.

মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় আমরা শোকাহত প্রতিটি আহত প্রাণের সুস্থতা ও নিহতের আত্মার শান্তি কা...
21/07/2025

মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় আমরা শোকাহত প্রতিটি আহত প্রাণের সুস্থতা ও নিহতের আত্মার শান্তি কামনা করছি।

09/07/2025
ফল উৎসব ও বন্ধুবরণ ২০২৫আয়োজনে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভানতুন আশার আলো নিয়ে আসে প্রতিটি নতুন মুখ।আর বন্ধুত্বের ...
09/07/2025

ফল উৎসব ও বন্ধুবরণ ২০২৫

আয়োজনে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

নতুন আশার আলো নিয়ে আসে প্রতিটি নতুন মুখ।
আর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গড়ে ওঠে এক নতুন পরিবার — বন্ধুসভা।

আমাদের এই প্রাণের সংগঠন বন্ধুসভা আয়োজন করছে "বন্ধুবরণ ও ফল উৎসব" — ২০২৫, যেখানে নবীনদের বরণ করে নেওয়া হবে ভালোবাসা আর আন্তরিকতায়। বন্ধুসভা একটি সহমর্মিতাপূর্ণ সংগঠন হিসেবে সবসময় নবীনদের পাশে থাকে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের আন্তরিকভাবে এই পরিবারে স্বাগত জানানো হবে ও তাদের মধ্যে বন্ধুত্ব, আত্মবিশ্বাস ও সমাজসেবামূলক চেতনা জাগিয়ে তোলা হবে।

আর ফল উৎসবের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আরোও প্রাণবন্ত হয়ে উঠবে। যেখানে মৌসুমি দেশি ফলের বাহার থাকবে — যেমন: আম, লিচু, কাঁঠাল, তরমুজ, জামরুল, পেঁপে ইত্যাদি।

এটি হবে সম্পূর্ণ স্বাস্থ্যকর ও প্রাকৃতিক আনন্দমুখর অনুষ্ঠান, যা সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব চেতনা জাগাবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ:

!! নবীন সদস্যদের বরণ ও পরিচিতি

!! শুভেচ্ছা বক্তব্য ও শুভকামনা

!! ফলভোজ: আম, লিচু, কলা, তরমুজসহ নানা দেশি ফলের আয়োজন

!! সাংস্কৃতিক পরিবেশনা ও খোশগল্প

এই উৎসব শুধু এক আনুষ্ঠানিকতা নয়,
এটা একটি বন্ধন — যেখানে নতুনরা পুরাতনদের সঙ্গে এক হয়ে গড়ে তুলবে এক শক্তিশালী, মানবিক ও সচেতন বন্ধুত্ব।

❗❗ অনুষ্ঠানের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা মাত্র
রেজিস্ট্রেশন ফর্ম লিংকঃ https://forms.gle/mKXA53v4uiRYXnST8

বিকাশঃ 01908082317 (Send Money)
নগদঃ 01908082317 (Send Money)
[রেফারেন্স এ নিজের নাম এড করবেন কাইন্ডলি। ]

আমাদের সঙ্গে থাকুন, আনন্দ ভাগ করে নিন।

বন্ধুসভার মূল চেতনা হলো সহমর্মিতা, বন্ধুত্ব, মানবতা ও সচেতনতা। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ। আমরা চাই, এই উৎসব যেন শুধু একটি অনুষ্ঠান না হয়ে, হয়ে ওঠে একটি অভিজ্ঞতা, একটি স্মৃতি — যা নতুনদের মনে ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করবে।

যোগাযোগঃ

০১৫১৮৩১৩৫৬৯
আনোয়ার হোসেন রুদ্র
কনভেনর, বন্ধুবরণ ও ফল উৎসব ২০২৫

০১৭৭৬৯৬৬৮৮৬
নাফিসা আফরিন
কনভেনর, বন্ধুবরণ ও ফল উৎসব ২০২৫

০১৯০৮০৮২৩১৭
শেখ হামিম
সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

০১৯০৫৮৫১৪৭১
রেজনান চৌধুরী
সাধারন সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

08/07/2025

ফল উৎসব ও বন্ধুবরণ ২০২৫

আয়োজনে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

নতুন আশার আলো নিয়ে আসে প্রতিটি নতুন মুখ।
আর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গড়ে ওঠে এক নতুন পরিবার — বন্ধুসভা।

আমাদের এই প্রাণের সংগঠন বন্ধুসভা আয়োজন করছে "বন্ধুবরণ ও ফল উৎসব" — ২০২৫, যেখানে নবীনদের বরণ করে নেওয়া হবে ভালোবাসা আর আন্তরিকতায়। বন্ধুসভা একটি সহমর্মিতাপূর্ণ সংগঠন হিসেবে সবসময় নবীনদের পাশে থাকে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের আন্তরিকভাবে এই পরিবারে স্বাগত জানানো হবে ও তাদের মধ্যে বন্ধুত্ব, আত্মবিশ্বাস ও সমাজসেবামূলক চেতনা জাগিয়ে তোলা হবে।

আর ফল উৎসবের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আরোও প্রাণবন্ত হয়ে উঠবে। যেখানে মৌসুমি দেশি ফলের বাহার থাকবে — যেমন: আম, লিচু, কাঁঠাল, তরমুজ, জামরুল, পেঁপে ইত্যাদি।

এটি হবে সম্পূর্ণ স্বাস্থ্যকর ও প্রাকৃতিক আনন্দমুখর অনুষ্ঠান, যা সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব চেতনা জাগাবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ:

!! নবীন সদস্যদের বরণ ও পরিচিতি

!! শুভেচ্ছা বক্তব্য ও শুভকামনা

!! ফলভোজ: আম, লিচু, কলা, তরমুজসহ নানা দেশি ফলের আয়োজন

!! সাংস্কৃতিক পরিবেশনা ও খোশগল্প

এই উৎসব শুধু এক আনুষ্ঠানিকতা নয়,
এটা একটি বন্ধন — যেখানে নতুনরা পুরাতনদের সঙ্গে এক হয়ে গড়ে তুলবে এক শক্তিশালী, মানবিক ও সচেতন বন্ধুত্ব।

❗❗ অনুষ্ঠানের সময়সূচি :

তারিখ: ১০ জুলাই ২০২৫
স্থান: সেমিনার রুম, জহির রায়হান অডিটোরিয়াম।
সময়: বিকাল ৩ টা

রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা মাত্র
রেজিস্ট্রেশন ফর্ম লিংকঃ https://forms.gle/mKXA53v4uiRYXnST8

বিকাশঃ 01908082317 (Send Money)
নগদঃ 01908082317 (Send Money)
[রেফারেন্স এ নিজের নাম এড করবেন কাইন্ডলি। ]

রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৮ জুলাই, ২০২৫

আমাদের সঙ্গে থাকুন, আনন্দ ভাগ করে নিন।

বন্ধুসভার মূল চেতনা হলো সহমর্মিতা, বন্ধুত্ব, মানবতা ও সচেতনতা। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ। আমরা চাই, এই উৎসব যেন শুধু একটি অনুষ্ঠান না হয়ে, হয়ে ওঠে একটি অভিজ্ঞতা, একটি স্মৃতি — যা নতুনদের মনে ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করবে।

যোগাযোগঃ

০১৫১৮৩১৩৫৬৯
আনোয়ার হোসেন রুদ্র
কনভেনর, বন্ধুবরণ ও ফল উৎসব ২০২৫

০১৭৭৬৯৬৬৮৮৬
নাফিসা আফরিন
কনভেনর, বন্ধুবরণ ও ফল উৎসব ২০২৫

০১৯০৮০৮২৩১৭
শেখ হামিম
সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

০১৯০৫৮৫১৪৭১
রেজনান চৌধুরী
সাধারন সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

বন্ধুবরণ ও ফল উৎসব ২০১৫ এর গিফট পার্টনার "বিনালী"https://www.facebook.com/share/1HoSQfER5H/ঘুরে আসতে পারেন 💙💙💙
07/07/2025

বন্ধুবরণ ও ফল উৎসব ২০১৫ এর গিফট পার্টনার "বিনালী"
https://www.facebook.com/share/1HoSQfER5H/
ঘুরে আসতে পারেন 💙💙💙

অভিনন্দন। মনোয়ার হোসেন তুহিন স্যারউপদেষ্টা, জাবি বন্ধুসভা
21/06/2025

অভিনন্দন।
মনোয়ার হোসেন তুহিন স্যার
উপদেষ্টা, জাবি বন্ধুসভা

19/06/2025

১৩, ১৪ ও ১৫ জুন মোট তিন পর্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন তিনজন অভিজ্ঞ পেশাজীবী। এতে অংশ নেন প.....

15/06/2025

This session offers practical guidance on building an effective CV and optimizing your LinkedIn profile for career growth. Learn how to tailor your resume for different roles, use keywords to pass applicant tracking systems, and create a strong LinkedIn presence that attracts opportunities. Perfect for students, graduates, and professionals aiming to boost their visibility and network strategically.

14/06/2025

Understand the nuances of journalism, structure impactful articles, and master the difference between news and feature pieces.

13/06/2025

Cracking Business Case and Idea Competitions | Mahir Bin Mehedi | Session 01 | Learning Lab 3.0

🔎 Learn how to break down case problems, build winning pitches, and confidently navigate idea competitions

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University Bondhushava posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share