08/07/2025
ফল উৎসব ও বন্ধুবরণ ২০২৫
আয়োজনে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
নতুন আশার আলো নিয়ে আসে প্রতিটি নতুন মুখ।
আর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গড়ে ওঠে এক নতুন পরিবার — বন্ধুসভা।
আমাদের এই প্রাণের সংগঠন বন্ধুসভা আয়োজন করছে "বন্ধুবরণ ও ফল উৎসব" — ২০২৫, যেখানে নবীনদের বরণ করে নেওয়া হবে ভালোবাসা আর আন্তরিকতায়। বন্ধুসভা একটি সহমর্মিতাপূর্ণ সংগঠন হিসেবে সবসময় নবীনদের পাশে থাকে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের আন্তরিকভাবে এই পরিবারে স্বাগত জানানো হবে ও তাদের মধ্যে বন্ধুত্ব, আত্মবিশ্বাস ও সমাজসেবামূলক চেতনা জাগিয়ে তোলা হবে।
আর ফল উৎসবের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আরোও প্রাণবন্ত হয়ে উঠবে। যেখানে মৌসুমি দেশি ফলের বাহার থাকবে — যেমন: আম, লিচু, কাঁঠাল, তরমুজ, জামরুল, পেঁপে ইত্যাদি।
এটি হবে সম্পূর্ণ স্বাস্থ্যকর ও প্রাকৃতিক আনন্দমুখর অনুষ্ঠান, যা সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব চেতনা জাগাবে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ:
!! নবীন সদস্যদের বরণ ও পরিচিতি
!! শুভেচ্ছা বক্তব্য ও শুভকামনা
!! ফলভোজ: আম, লিচু, কলা, তরমুজসহ নানা দেশি ফলের আয়োজন
!! সাংস্কৃতিক পরিবেশনা ও খোশগল্প
এই উৎসব শুধু এক আনুষ্ঠানিকতা নয়,
এটা একটি বন্ধন — যেখানে নতুনরা পুরাতনদের সঙ্গে এক হয়ে গড়ে তুলবে এক শক্তিশালী, মানবিক ও সচেতন বন্ধুত্ব।
❗❗ অনুষ্ঠানের সময়সূচি :
তারিখ: ১০ জুলাই ২০২৫
স্থান: সেমিনার রুম, জহির রায়হান অডিটোরিয়াম।
সময়: বিকাল ৩ টা
রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা মাত্র
রেজিস্ট্রেশন ফর্ম লিংকঃ https://forms.gle/mKXA53v4uiRYXnST8
বিকাশঃ 01908082317 (Send Money)
নগদঃ 01908082317 (Send Money)
[রেফারেন্স এ নিজের নাম এড করবেন কাইন্ডলি। ]
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৮ জুলাই, ২০২৫
আমাদের সঙ্গে থাকুন, আনন্দ ভাগ করে নিন।
বন্ধুসভার মূল চেতনা হলো সহমর্মিতা, বন্ধুত্ব, মানবতা ও সচেতনতা। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ। আমরা চাই, এই উৎসব যেন শুধু একটি অনুষ্ঠান না হয়ে, হয়ে ওঠে একটি অভিজ্ঞতা, একটি স্মৃতি — যা নতুনদের মনে ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করবে।
যোগাযোগঃ
০১৫১৮৩১৩৫৬৯
আনোয়ার হোসেন রুদ্র
কনভেনর, বন্ধুবরণ ও ফল উৎসব ২০২৫
০১৭৭৬৯৬৬৮৮৬
নাফিসা আফরিন
কনভেনর, বন্ধুবরণ ও ফল উৎসব ২০২৫
০১৯০৮০৮২৩১৭
শেখ হামিম
সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
০১৯০৫৮৫১৪৭১
রেজনান চৌধুরী
সাধারন সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা