MD NASIM UDDIN

MD NASIM UDDIN পরিশ্রম কখনো নিরাশ করে না

27/07/2025

ট্রেন্ড ফলো করার মধ্যে কোনো বিশেষ কৃতিত্ব নেই।
স্রোতে গা ভাসিয়ে দিলে, স্রোত আপনাতেই ভাসিয়ে নিয়ে যায়, এটা সবাই পারে।
কিন্তু সত্যের পক্ষে সিনা টান করে দাঁড়ানো, কঠিন স্রোতের বিপরীতে উল্টো দিকে যাত্রা করা,
সিস্টেমকে চ্যালেঞ্জ করা — এটা সবাই পারে না।
কারণ এটা করতে গেলে কিছু মূল্য দিতে হয়।
"Comfort Zone" থেকে বের হতে হয়।
এই স্যাকরিফাইসটুকু কিছু মানুষ করে বলেই পৃথিবীতে সত্য আজও টিকে আছে,
সত্যের মশাল আজও জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে।

26/07/2025

আবু আইয়ুব আল আনসারির বাড়িতে দাওয়াত খেতে বসে একটা রুটির উপর এক টুকরো গোশত দিয়ে আবু আইয়ুবকে বললেন, যাও এটা আমার কন্যা ফাতিমাকে একটু দিয়ে এসো, আমার মেয়েটা এমন খাবার অনেক দিন খায়নি। ক্ষুধার্ত সাহাবি এসে ক্ষুধার জ্বালায় নিজের পেটে পাথর দেখালে তিনি নিজের জামা তুলে দেখালেন তাঁর পেটে এর চেয়েও বেশি পাথর বাঁধা। তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি এক তরকারির বেশি দিয়ে আহার করতেন না। যার একটার বেশি জামা ছিল না, যার ঘর ছিল মাটির, বালিশ ছিল খেজুরের ছোবলা। আল্লাহর কসম! তিনিই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

23/07/2025

স্কুল লাইফ থেকে ভার্সিটি অবধি সব ধাপে মানুষর এই যে প্রশ্নগুলো—ক্লাসে রোল কত, বৃত্তি পেয়েছো কি না, জিপিএ ফাইভ পেয়েছো কি না, কোন কলেজ, কোন ভার্সিটি—সব প্রশ্নের ভালো জবাব দিতে পেরেছে এমন ছেলেগুলো একদিন ‘ভালো চাকরি’, ‘ভালো ক্যারিয়ার’ গড়তে না পেরে মানুষের সামনে যেতে লজ্জা পায়, এমনও দেখেছি সারাজীবন বাউন্ডুলে জীবন কাটানো ছেলেটা, যার কোনো ভবিষ্যৎ নেই বলে সবাই বলাবলি করতো, সে এখন ভালো চাকরি করে, মোটা বেতন পায় বলে মানুষ বলে—ছেলেটার কিন্তু বেসিক ভালো ছিল, এসএসসি রেজাল্ট ভালো করে কী লাভ, বেসিক ভালো থাকলে লাইফ কেউ আটকাতে পারবে না। অথচ এই কথাগুলো যদি স্কুলের ঐ ছোট্ট ছেলেটাকে সে সময় বলা হতো, যদি তাকে এতটুকু আশ্বাস দেওয়া হতো—রেজাল্ট বড় কথা না, বড় কথা হলো বেসিক ঠিক করা, শেখা, জানা!!

জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো আমরা এভাবে মানুষের মন রাখার চিন্তায়, টেনশন, ভয়ে, আতঙ্কে কাটিয়ে দিই। অথচ দিনশেষে আমাদের একটাই পরিচয়—কি চাকরি করি, কত বেতন পাই...ইত্যাদি।

21/07/2025

ইচ্ছে করে শালিক হতে নীল আকাশের কোলে।
ইচ্ছে করে ধুলোয় লুটাই আমার মায়ের বোলে।
ইচ্ছে করে মেঘের দেশে বৃষ্টি হতে ফের-
যখন তখন হারিয়ে যাবার ইচ্ছে আমার ঢের!

19/07/2025
12/07/2025

বিশ্বনবি ﷺ বলেন
‘তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না; অপরের গোয়েন্দাগিরি করো না, অপরের গোপন দোষ খুঁজো না, পণ্যের মূল্য বাড়িয়ো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও।’
(মুসলিম: ২৫৬৩)

11/07/2025

যে পরাজয় আপনাকে আল্লাহর কাছাকাছি আনে, যে বিপদ আপনার সামনে উন্মুক্ত করে দেয় সত্যের পথ, মনে রাখবেন—সেটা কখনোই পরাজয় নয়।
পরাজয়ের আড়ালে সেটা আল্লাহর দয়া আর রহমত। এমন পরাজয়ের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না।

07/07/2025

পেন্সিলে আঁকা ছবি হয়তো চাইলে সহজেই রাবার দিয়ে মুছে ফেলা যায়, নতুন করে আঁকা যায়।
কিন্তু জীবনে আঁকা ছবিগুলো কখনও মুছে দেওয়া যায় না।
চাইলেই নতুন করে কোনও কিছু আর আঁকা যায় না।"

06/07/2025

যাকে তুমি অতি আপন, পরম বন্ধু মানো,
পেছনে তোমার বলছে যে কী তার কিছু কি জানো? সামনে তোমার মধুর ভাষণ, পেছনে দোষচর্চা,
সুযোগ পেলে তব শত্রুর সাথে, গড়ে তোলে সে মোর্চা।
বক্ষে তাহার কুটিলতা, ঠোঁটের কোণে হাসি
দেখলে তোমায় জড়িয়ে ধরে বলবে ‘ভালোবাসি’। অন্ধদৃষ্টি দিয়ে যদি তাকাও তাহার দিকে।
দেখবে তুমি দিব্য চোখে সবই তাহার ফিকে।
ভালো মানুষের ভান ধরেছে বুকের মাঝে গরল এ পৃথিবীটা বড় জটিল, যদিও ভাবো সরল।

04/07/2025

ইবনুল জাওযী রহ. বলেন, ‘আশ্চর্যের বিষয় হলো কিছু মানুষ হারাম-ভক্ষণ, চুরি-ব্যাভিচার থেকে সংযত হয়ে থাকতে পারে, কিন্তু নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। জিহ্বা দিয়ে মানুষের সম্মানে আঘাত করতে পারে কিন্তু জিহ্বাকে সংযত রেখে নিজের সম্মান রক্ষা করতে পারে না।’

02/07/2025

গভীর রাতে যখন তুমি গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে থাকো,
তখন কিছু মজলুমেরা জেগে জেগে তোমার জন্য বদদোয়া করে।
আর শ্রষ্টা মজলুমের দোয়া কবুল করতে বিলম্ব করেন না।
◉◉◉

Address

�Our Official Address: B 1/1, Rupkatha Plaza (5th & 6th Floor), Savar Bazar Bus Stand, Savar Union, Savar-1340
Savar

Alerts

Be the first to know and let us send you an email when MD NASIM UDDIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD NASIM UDDIN:

Share

Category