27/07/2025
ট্রেন্ড ফলো করার মধ্যে কোনো বিশেষ কৃতিত্ব নেই।
স্রোতে গা ভাসিয়ে দিলে, স্রোত আপনাতেই ভাসিয়ে নিয়ে যায়, এটা সবাই পারে।
কিন্তু সত্যের পক্ষে সিনা টান করে দাঁড়ানো, কঠিন স্রোতের বিপরীতে উল্টো দিকে যাত্রা করা,
সিস্টেমকে চ্যালেঞ্জ করা — এটা সবাই পারে না।
কারণ এটা করতে গেলে কিছু মূল্য দিতে হয়।
"Comfort Zone" থেকে বের হতে হয়।
এই স্যাকরিফাইসটুকু কিছু মানুষ করে বলেই পৃথিবীতে সত্য আজও টিকে আছে,
সত্যের মশাল আজও জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে।